আর বেশিদিন বাকি নেই। একেবারে দোরগোড়ায় চলে এসেছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ইতিমধ্যেই, শেষ মুহূর্তের প্রস্তুতিতে নিজেদেরকে ব্যস্ত রেখেছে দুই শিবির। দর্শকদেরඣ উন্মাদনাও তেমন তুঙ্গে। যদিও সিরিজের আগে নিজেদের অবস্থান প্রকাশ করেছেন দুই দলের ক্রিকেটাররা। প্রাক্তন তারকারাও নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে পরামর্শ দিয়েছেন দুই দলকে। তবে এই সবকিছুর মাঝে প্রকাশ্যে এলো ইংল্যান্ড ক্রিকেট দলের অনুশীলনের ভিডিয়ো, যা দেখার পর ক্রিকেটপ্রেমীরা পেশ করল নিজেদের মতামত।
বৃহস্পতিবার, অর্থাৎ ২৫শে জানুয়ারি, হায়দরাবাদে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। ইতিমধ্যেই দুই পক্ষের তরফ থেকে ঘোষণা করা দেওয়া হয়েছে স্কোয়াড। যদিও টিম ইন্ডিয়া আপাতত প্রথম দুটি টেস্টের জন্য দল ঘোষণা করেছে। শেষ তিনটি টেস্টের জন্য দল নিয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে যেহেতু আর হাতে নেই বেশি সময়, তাই দুই দলই এখন মনোযোগ দিয়েছꦅে অনুশꦓীলনের দিকে। ভারত দেশের মাটিতে প্র্যাকটিস করলেও, ইংল্যান্ডের নেট প্র্যাকটিস চলছে আবুধাবিতে।
দলের এই অনুশীলনের ভিডিয়ো নিজেদের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করল ইংল্যান্ড ক্রিকেট। তাতে দেখা যাচ্ছে সকল সদস্যই কঠোর পরিশ্রম করছে নেটে, কেউ ব্যাট হাতে আবার কেউ বল হাতে। এছাড়াও ব্যাটারদের বল করতে দেখা যায় আবার বোলারদের ব্যাট করতে। সব মিলিয়ে, এই ভিডিয়ো নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। সেই দেশের সমর্থকদের বক্তব্✤য যেꦰ ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে সফল হবে ইংল্যান্ড। যদিও ভারতীয় ক্রিকেটপ্রেমীরা দাবি করেছেন যে এবারও টেস্ট সিরিজে বিশ্রীভাবে পরাজিত হবে ইংল্যান্ড।
প্রসঙ্গত, আসন্ন এই সিরিজ নিয়ে নিজেদের মতামত পেশ করেছেন বেশকিছু ইংলিশ ক্রিকেটার। বেশিরভাগ তারকাই দাবি করেছেন যে ভারতের মাটিতে স্পিন খেলা অত সহজ হবে না। জনি বেয়ারস্টোর এক সাক্ষাৎকাജরে দাবি করেছিলেন যে টিম ইন্ডিয়া যেই স্পিনারকেই খেলাক না কেন, সকলেই চাপে রা💮খবে ইংল্যান্ডকে। অন্যদিকে, বেন ডাকেট রবিচন্দ্রন অশ্বিনের প্রশংসা করেন এবং একটি বড় মন্তব্য করেন। তিনি বলেছিলেন যে অশ্বিন এবারেও তাঁকে চাপে ফেলবে কিন্তু তিনি নিজেকে সবদিক দিয়ে প্রস্তুত করছেন যাতে স্পিন খেলতে কোনও রকম অসুবিধা না হয়। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্তি ভারতীয় স্পিনারদের মুখোমুখি হয়ে কি করে দেখান ইংল্যান্ডের ব্যাটাররা।