ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে তৃতীয় টেস্টেও চাপ ভারতীয় দল। একটা সময় মনে🥂 হয়েছিল ওয়াসি💖ংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজার বোলিং দেখে, এই টেস্টে হয়ত ভারত ঘুরে দাঁড়াবে। কিন্তু প্রথম দিনের শেষ লগ্নে বিরাট কোহলিরা এমন কিছু ভুল করে দিলেন, যার ফলে হাতের নাগালে থাকা খেলাও আবার যেন ফিফটি ফিফটি হয়ে গেল। অবশ্য অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে কথা যত কম বলা যায় ততই ভালো। বিরাটের অবস্থাও একইরকম।
আরও পড়ুন-শুক্রবার কঠিন ম্যাচ লালহলুদের! ব্রুজো ღবললেন, 'শুধু আক্রমণ করলেই হবে না, দরকা💛র… '
বিরাট কোহলি ধারাবাহিকভাবে টেস্টে ব্যর্থ হচ্ছেন। একটা আধটা ম্যাচে যাও বা ক্লিক করছেন, কিন্তু দলের গুরুত্বপূর্ণ সময় তিনি এত বাজে ভাবে আউট হচ্ছেন, যার ফলে বারবার চাপে পড়ে যাচ্ছে দল। নিউজিল্যান্ডের বিপক্ষে দিনের শুরুটা ছিল ভারতের, শেষটাও ভারত꧒ের আয়ত্তেই থাকতে পারত। কিন্তু আবারও বড় ভুল করলেন কোহলি। যার মাশুল দিতে হতে পারে𝓡 দলকে।
আরও 🧸পড়ুন-১৮ নভেম্বর মালেশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ ভারতের! প্রথম জয়ের খোঁজে কোচ ম্যানোলো…
রোহিতের সঙ্গেই ব্যর্থ বিরাট-
১৮ বলে ১৮ রান করে আউট হলেন রোহিত শর্মা, এরপর যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল খেলার হ♐াল ধরেন। কিন্তু ব্যক্তিগত ৩০ রানের মাথায় যশস্বী সাজঘরে ফিরতেই শুরু ভারতের ট্র্যাজেডি। পরপর আউট হলেন নাইট ওয়াচম্যান হিসেবে আসা মহম্মদ সিরাজ এবং বিরাট কোহলি। চোট লাগল শুভমন গিলেরও। তবে বিরাট কোহলির আউট দেখে সকলেই বিরক্ত হয়ে গেলেন। কেউ মানতেই পারলেন না, এমন কাণ্ড ঘটিয়েছেন কোহলি।
আরও পড়ুন-খরচ হল ꦐ৫৭ কোটি! কিন্তু KKR-র পার্স ভ্যালু কমল ৬৯ কোটি! কেন? একঝলক༺ে কার হাতে কত টাকা…
দায়িত্বজ্ঞানহীন কোহলির রান আউট-
ভারতীয় দলে তারকা ক্রিকেটারদের মধ্যে অন্যতম বিরাট কোহলি। স্রেফ নামেই তারকা নন, এতবছর ধরে তিনি দলকে নিয়মিত সার্ভিস 🍬দিয়েই এই জায়গায় এসেছেন। চলতি নিউজিল্যান্ড সিরিজে অবশ্য পাঁচটি ইনিংসে ভারতীয় দলকে বাঁচাতে পারেননি তিনি। প্রথম দুই টেস্টে দল হেরেছিল। তৃতীয় টেস্টেও বিরাট আবারও গুরুত্বপূর্ণ সময় ডুবিয়ে গেলেন দলকে। দায়িত্বজ্ঞানহীনভাবেই রান আউট হলেন, যা দেখে অবাক সকলে।
আরও পড়ুন-DC ছাড়বেন, আগেই বলেছিলেন ঋষভ পন্ত! তখনꦿ মনে হয়েছিল মজা করছেন! ভাইরাল সেই পোস্ট…
বিরাট কোহলির রান আউট নিয়ে প্রশ্ন-
শুভমন গিল এবং বিরাট কোহলি খেলছিলেন। প্রথম দিনের খেলা শেষ হতে বাকি ছিল আর তিন বল মতো। সেখানে ১৯তম ওভারে তৃতীয় বলে অযথা রাচিন রবীন্দ্রর বলে সামনের দিকে শট খেলে রান নিতে গেলেন কোহলি। দেখে বোঝাই যাচ্ছিল, কোনওভাবেই তা রান হয় না। ননস্ট্রাইকার শুভমনও শুরুতে দৌড়াননি। বিরাটকে দেখে ত🍒িনি দৌড়াতে শুরু করেন। কিন্তু বিরাট নিজেই পোঁছাতে পারলেন না ক্রিজে। মিড অনে থাকা ম্যাট হেনরির থ্রো সরাসরি উইকেটে লাগতেই সাজঘরমুখী হলেন কোহলি। দলও পড়ল চাপে।
ভাইরাল বিরাটের রানআউটের ভিডিয়ো-
এই রান আউটের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিরাট কোহলির মানসিকতা নিয়ে। তাঁর কি ফোকাস নষ্ট 🐻হয়েছে কোনওভাবে রান না পাওয়ায়? কোথায় সমস্যা হচ্ছে তাঁর? কারণ দলের এমন গুরুত্বপূর্ণ সময় যে অযথা নিজেকে বিপদে ফেলে এবং দলের বিপদ বাড়িয়ে রানের দরকার নেই, সেটা তো কোহলি ভালোভাবেই জানতেন। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৮৬। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বিরাটের সেই রানআউট।