ౠ বেজায় সমস্যায় পড়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বহু ক্রিকেটারই সরাসরি নিজের দেশের ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় আসতে চাইছেন না। ক্রিকেটারদের সুবিধার কারণেই তাঁদের কাছে প্রস্তাব দিয়েছিল কিউয়ি বোর্ড, যদি কেউ চায় তাহলে তাঁরা সাময়িক চুক্তি বা ক্যাজুয়াল কন্ট্রাক্ট গ্রহণ করতে পারে। এরই মধ্যে দেখা যাচ্ছে ব্ল্যাক ক্যাপসদের বহু তারকা ক্রিকেটারই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য ইচ্ছাপ্রকাশ করে দেশের দেওয়া সেন্ট্রাল কনট্র্যাক্ট বা কেন্দ্রীয় চুক্তি গ্রহণ করছেন না। জানা যাচ্ছে, কিউয়িদের মারকুটে ব্যাটার ফিন অ্যালেন দুবছরের জন্য পার্থ স্কচারের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন, সেই কারণে তিনি নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করছেন।
﷽আরও পড়ুন-RG কর-কাণ্ডের জের! নিরাপত্তার অভাবে ডার্বি বাতিল! ডুরান্ডের কোয়ার্টারে ইস্ট-মোহন
🧸সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের পারফরমেন্স একদমই ভালো ছিল না। গ্রুপ স্টেজ থেকেই সকলকে হতবাক করে বিদায় নেয় কেন উইলিয়ামসনের দল। ফিন অ্যালেন, লকি ফারগুসন সমন্বিত এত শক্তিশালী নিউজিল্যান্ড দল সেভাবে দাঁড়াতেই পারেনি, হেরেছিল আফগানিস্তানের বিপক্ষেও। এরপরই দলে আমূল বদল আনার কথা ভেবেছিল কিউয়ি বোর্ড, কিন্তু কোথায় কি? দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তি না নেওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিছুটা চাপে ব্ল্যাক ক্যাপস টিম ম্যানেজমেন্ট।
🐲আরও পড়ুন-আমরা বিসিসিআইকে কোনও আবেদন করিনি,ওরাই করেছে…আনক্যপড রুল নিয়ে বললেন সিএসকে সিইও!
🐲অস্ট্রেলিয়ার মাটিতে ২০২২ টি২০ বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকলেও ২০২৪-এর বিশ্বকাপে মাত্র ৩৫ রান করেছিলেন ফিন অ্যালেন। এরপরই তিনি হাঁটলেন ডেভন কনওয়ে, লকি ফারগুসন, কেন উইলিয়ামসনদের দেখানো পথেই। তিনিও বেছে নিলেন ক্যাজুয়াল কন্ট্রাক্ট। ফলে কিউয়িদের হয়ে আন্তর্জাতিক সিরিজে খেলবেন তিনি, তবে শ্রীলঙ্কা সিরিজে পাওয়া যাবে না তাঁর ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটের ম্যাচ থাকায়।
♈ফিন অ্যালেন দুবছরের জন্য পার্থ স্কচার দলে যোগ দেওয়ার সিদ্ধান্তের পর জানিয়েছেন, ‘আমি প্রথমেই নিউজিল্যান্ড ক্রিকেটকে ধন্যবাদ জানাতে চাইব, খেলোয়াড়দের এই সুবিধা দেওয়ার জন্য। নিউজিল্যান্ডের সেন্ট্রাল কন্ট্রাক্ট ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তটা অনেক ভেবেই নিয়েছি, আর আমার মনে হয় এই মূহূর্তে এটাই আমার এবং আমার পরিবারের জন্য সঠিক সিদ্ধান্ত। ব্ল্যাক ক্যাপসদের জন্য খেলা সব সময়ই আমার স্বপ্ন, আর আমি চাইব সেই স্বপ্ন জারি রাখতে আগামী দিনেও এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে যেতে ও দলকে জেতাতে। ’।
ꦿআরও পড়ুন-‘চোট না থাকলে, আমি আবার সোনা জিততাম’! এক সপ্তাহ পরেও আক্ষেপ যাচ্ছে না নীরজের…
🍷উল্লেখ্য গত মাসেই নিউজিল্যান্ড ক্রিকেট দলের সহ অধিনায়ক টম ল্যাথাম দেশের ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির সমালোচনা করেছিলেন। তাঁর দাবি ছিল, কেন্দ্রীয় চুক্তির বেশ কয়েকটি শর্ত আলোচনা সাপেক্ষ এবং সেগুলোর ক্ষেত্রে আরও নমনীয় হওয়া উচিত। প্রসঙ্গত অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্টরাও আগে বোর্ডের চুক্তি নিতে রাজি হননি।