শুক্রবার ওয়ার্ডারার্স স্টেডিয়ামে কার্যত অষ্টম ওয়ান্ডারই যেন করে দেখালেন ভারতের দুই ক্রিকেটার তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন। ওপেনিং করতে নেমে শেষ পর্যন্ত নটআউট থাকলেন সঞ্জু স্যামসন। অন্যদিকে তিলক বর্মা ফার্স্ট ডাউনে খেলতে নেমে করলেন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ♐দ্বিতীয় দ্বিশতরান, আর সেটাও এল পরপর দুই ম্যাচে শতরান𝓡 দিয়ে।
আরও প𒁏ড়ুন- অস্ট্রেলিয়ায় অনুশীলনে চেনা ছন্দে বিরাট! ফাস্ট পিচে ল্যাজেগোবরে অবস্থা সরফরাজের!
এই প্রথমবার ভারতীয় ক্রিকেট তো বটেই বাকি সমস্ত আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসেই একই ইনিংসে দুই ক্রিকেটার শতরান করলেন। এর বিভিন্ন টি২০ লিগ বা অ্যাসোলিয়েট নেশনসদের ম্যাচে এমন রেকর্ড থাকলেও এতদিন এই রেকর্ড ছিল না কোনও আন্তর্জাতিক টি২০ খেলিয়ে দেশের। তিলক বর্মা এবং করেছিলেন ১২০ রান, আর সঞ্জু করেন ১০৯ꦉ রান।
পরিসংখ্যান বলছে এর আগে মোট ৮বার একই ইনিংসে দুটি করে🤡 শতরান রয়েছে কোনও দলের ব্যাটারদের। কিন্তু সেটা দঃ আফ্রিরার মতো কোনও প্রথম সারি🦄র দলের বিরুদ্ধে নয়। তৃতীয় টি২০তে অপরাজিত ১০৭ রানের পর এই ম্যাচে অপরাজিত ১২০ রানের ইনিংসই বুঝিয়ে দিল তিনি লম্বা রেসের ঘোড়া। মুম্বইতে যেমন জাত চিনিয়েছেন, এখানেও ব্যাটিং অর্ডারে উন্নতি হতেই এসেছে সেই পারফরমেন্স।
আরও পড়ুন- শীঘ্রই বাবা হবেন! মিস করছেন প্রথম টেস্ট! তবু মুম্বইতꦆে হার্ড𒐪 ট্রেনিং রোহিতের…
এর আগে টি২০তে ব্যক ব্যাক টু ব্যাক শতরান রয়েছে কাদের?
ফ্রান্সের ক্রিকেটার গুস্তাব ম্যাকিয়ন সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ২০২২ সালে ১০৯ রান করেছিলেন, এরপর সেই বছরেই নরওয়ের বিরুদ্ধে করেন ১০১ রান। দঃ আফ্রিকার ক্রিকেটার ২০২২ সালে ইন্ডোরে ভারতের বিপক্ষে শতরানের পর একই বছরে সিডনিতে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছিলেন। ইংল্যান্ডের ফিল সল্ট ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সে🌠ন্ট জর্জে ১০৯ রানের অপরাজিত ইনিংসের পর ত্রিনিদাদে ১১৯ রান করেছিলেন।
আরও পড়ুন-IPL নিলামের আগেই ব্যℱাট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশতরান RR, RCB-র প্রাক্তন তারকার…
ভারতের এই ক্রিকেটার অবশ্য কদিন আগেই এই তালিকায় নাম তুলেছেন। আজ তিনিও শতরান করেছেন। তিনি সঞ্জু স্যামসন। বাংলাদে♎শের বিরুদ্ধে চলতি বছরে ১১ রানের ইনিংসের পর জোহানেসবার্গে প্রথম টি২০তে দঃ আফ্রিকার বিরুদ্ধে করেছিলেন ১০৭ রান। এবার সেই তালিকায় নাম তুললেন তিলক বর্মাও। তিনি সেঞ্চুরিয়নে ১০৭ নটআউটের পর জোহানেসবার্গেও ১২০ নটআউটের ইনিংস খেললেন।