পোকার দাপটে সেঞ্চুরিয়নে থমকে গেল ভারতের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। বুধবার প্রথমে ব্যাট করে ভারত ছয় উইকেটে ২১৯🐷 রান তোলার পরে মাঠে নামেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। তখন থেকেই মাঠের মধ্🐬যে পোকার দাপট শুরু হয়। সেটা সামলেই প্রথম ওভারও হয়ে যায়। কিন্তু হার্দিক পান্ডিয়া দ্বিতীয় ওভার শুরু করার আগে স্রোতের মতো পোকা উড়ে আসতে থাকে। এমনই পরিস্থিতি তৈরি হয় যে খেলা সাময়িকভাবে বন্ধ করে মাঠ থেকে উঠে যেতে বাধ্য হন আম্পায়াররা। আপাতত যা খবর, তাতে কিছুক্ষণ পরেই খেলা শুরু হবে। সেটা হলে মোটামুটি ২০ মিনিটের মতো ম্যাচ থমকে থাকবে। আর সেইসবের মধ্যেই হাসির খোরাক খুঁজে পেয়েছে বাঙালিরা। এক নেটিজেন বলেছেন, ‘আফ্রিকায় শ্যামপোকা গেল নাকি!’ অপর একজন বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকাতেও শ্যামাপোকা কামব্যাক করল (এবার পশ্চিমবঙ্গে কালীপুজোয় সেরকমভাবে শ্যামাপোকা দেখা যায়নি, এখন আবার দাপট দেখা যাচ্ছে, তা নিয়েই মজা করা হয়েছে)।’
কিন্তু সেঞ্চুরিয়নে এত পোকা এল কীভাবে?
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বিষয়টা একেবারেই নতুন নয়। বরং বৃষ্টির পরে এরকম দৃশ্য হামেশাই দেখা যায় দক্ষিণ আফ্রিকায়। বৃষ্টি থেমে যাওয়ার সাধারণত তিন থেকে পাঁচদিন পরে এরকমভাবে ঝাঁকে-ঝাঁকে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় মহিলা পোকার দল। পুরুষ সঙ্গীর খোঁজে এবং নয়া বাসস্থান তৈরির জন্য উড়ে যায়। সাধারণত বসন্তের শেষের দিকে বা গ্রীষ্মের গরমের গোড়ার দিকে এরকম দৃৃশ্য দেখা যায় দꦅক্ষিণ আফ্রিকায়।
সূর্যের আলোর কারণেও থমকে গিয়েছিল ম্যাচ
তবে এরকম উদ্ভট কারণে এই প্রথমবার ম্যাচ ﷽থমকে যাওয়ার ঘটনার সাক্ষী থাকল না ক্রিকেট বিশ্ব। অতীতে এর🅠কম অনেক ঘটনা ঘটেছে। ২০১৯ সালের জানুয়ারিতে নেপিয়ারে ভারত এবং নিউজিল্যান্ডের একদিনের ম্যাচের সময় শিখর ধাওয়ানের চোখে সরাসরি সূর্যের আলো পড়ছিল। তার জেরে ম্যাচ থমকে গিয়েছিল। সেইসময় আম্পায়ার জানিয়েছিলেন যে তাঁর ১৫ বছরের কেরিয়ারে কখনও এরকম ঘটনার সম্মুখীন হননি।
পাউরুটি থামিয়ে দিয়েছিল ম্যাচ
২০১৭-১৮ সালে অস্ট্রেলিয়ায় শেফিল্ড শিল্ডের ম্যাচের সময় আরও একটি উদ্ভট ঘটনা ঘটেছিল। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার তারকা অফস্পিনার ♊পাউরুটির একটা পিস পুড়িয়ে ফেলেছিলেন। আর তার জেরে 'ফায়ার অ্যালার্ম' বেজে উঠেছিল। প্রায় ৩ဣ০ মিনিটের মতো থমকে ছিল ম্যাচ। তারপর কুইন্সল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলেছিল নিউ সাউথ ওয়েলস।