ইংল্যান্ডের বিপক্ষে বছরের শুরুতে টেস্ট সিরিজে সুযোগ পেয়েছিলেন পেসার আকাশ দীপ। এরপর আইপিএলের পর আর সেভাবে মাঠে নামেননি। সম্প্রতি দলীপ ট্রফিতে মাঠে নেম🐽েই নজর কেড়েছেন বাংলা দলের হয়ে রঞ্জি ট্রফিতে খেলা এই পেসার। দলীপ ট্রফিতে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৯ উইকেট, সেই🥀 সুবাদেই ডাক পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের ভারতীয় দলে। নবাগত যশ দয়ালের সঙ্গেই তাঁকে রাখা হয়েছে ১৬ জনের স্কোয়াডে।
বাংলা দলের হয়ে খেলার সুবাদে দীর্ঘদিন𒅌 আকাশকে দেখছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। মহম্মদ সিরাজ, মহম্মদ শামি বা জসপ্রীত বুমরাহর পরিবর্তে ভারতীয় দলের নির্ভরতা হয়ে ওঠার সব মশলাই ২৭ বছর বয়সী এই পেসারের মধ্যে খুঁজে পাচ্ছেন বাংলার মহারাজ। লাইন লেন্থের পাশাপাশি আকাশ দীপের গতিরও যে কোনও অভাব হবে না, সেটাও দাবি করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, ‘আকাশদীপ এখনকার যুব ফাস্ট বোলারদের মধ্যে অন্যতম সেরা। ও ভালো দৌড়ায়, জোরে বল করতে পারে। আর সব থেকে বড় কথা, ওর মধꦏ্যে বড় স্পেল করার দক্ষতা রয়েছে। খুব ফিট। আমি ওকে অনেকদিন ধরেই বাংলার হয়ে খেলতে দেখছি, নিয়মিত পারফর্ম করে উইকেট নিতে দেখছি। মহম্মদ সিরাজ বা মহম্মদ শামির মতোই ১৪০-এর ওপরে ধারাবাহিকভাবে বোলিং করে, তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজে ওর দিকেও নজর থাকবে ’।
ভারতের মাটিতে খেলা হলে সাধারণত স্পিনাররাই বাড়তি সুবিধা পেয়ে থাকে। টিম ইন্ডিয়ার জাদেজা-অশ্বিনদের সঙ্গে আগামী সিরিজে বেশ ভালোই লড়াই জমবে শাকি⛦ব- মেহেদি হাসান মিরাজদের। যদিও মহারাজ মনে করছেন, যতই পাকিস্তানকে তাঁদের ঘরের মাঠে বাংলাদেশ হারিয়ে আসুক না কেন, ভারতের মাটিতে তাঁরা ধোপে টিকবে না।
আরও পড়ুন-ইজরায়েলের মা꧂ঠে দুরন্ত জয় ইতালির! আজ মুখোমুখি জার্মানি-নেদারল্যান্ডস! নামছে ইংল্যান্ডও…
সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, ‘ভারতে অনেক বেশি স্পিন দেখা যায়, চেন্নাইতে হয়ত একটু বেশি বাউন্সও দেখা যাবে। অশ্বিন, জাদেজা, অꩲক্ষর আর কুলদীপ এই মূহূর্তের সেরা স্পিনার, ফলে বাংলাদেশের কাজটা মোটেই সহজ হবে না। যখন তুমি ভারতে খেলছ, তখন স্পিনারদের হাতেই খেলার রাশ থাকে। পাকিস্তানে গিয়ে তাঁদের হারানোর জন্য বাংলাদেশকে শুভেচ্ছা, তবে ভারত অন্য জিনিস সেটা দেশের মাটিতে হোক বা বিদেশের মাটিতে। ভারতের ব্যাটিং ইউনিটও অনেক শক্তিশালী। আমি বাংলাদেশকে জিততে দেখছি না, ভারতই সিরিজ জিতবে। তবে বাংলাদেশ যেহেতু পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে আসছে, ফলে তাঁরাও ভালো লড়াই দেবে ’।