সোমবার থেকে শুরু পাকিস্তান বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ। চোট এখনও না সাড়ায় এই ম্যাচেও খেলা হচ্ছে না 🉐ইংরেজ অধিনায়ক বেন স্টোক্সের। ঘরের মাঠে সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে লজ্জাজনকভাবে সিরিজ হারের পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ টালমাটাল পাকিস্তানের। টেস্ট অধিনায়ক শান মাসুদ নিজেও ফর্মেই নেই। ফলে বাকিদের বল♋ার আগে তাঁকে নিজের ফর্মও উন্নত করতে হবে।
🎃আরও পড়ুন-আবু ধাবিতে NBA গেমসে হঠাৎই দেখা! বিশ্বকাপজয়ী অধিনায়করা ধরা দিলেন একই ফ্রেমে!
এরই মধ্যে ফাঁস হল বড় তথ্য। জানা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটাররা নাকি বাংলাদেশের বিরুদ্ধে লজ্জাজনক সিরিজ হারের পরেও কোচের কাচে গিয়ে ফ্ল্যাট পিচের আর্জি জানিয়েছিলেন। যা শুনে তৎক্ষনাৎ তাঁদের আর্জি খারিজ করে দেন টেস্ট দলের কোচ জ্যাসন গিলে🌱সপি। বাংলাদেশের বিরুদ্ধে ফ্ল্যাট পিচের সৌজন্যেই হারতে হয়েছিল পাকিস্তানকে।
আরও পড়ুন-প্লিমারকে আউ🍬টের পর অভিনব সেল🔥িব্রেশন! নজর কাড়ল ‘আর্সেনাল ফ্যান’ শোভানার সেলিব্রেশন…
৩ বছর ঘরের মাঠে টেস্ট সিরিজ অধরা পাকিস্তানের…
প্রাক্তন ক্রিকেটার বসিত আলি জানাচ্ছেন, পাকিস্তানের ব্যাটাররা একদমই স্পোর্টিং উইকেট চাননা টেস্টে। তাই পিচে যাতে একদম ঘাস না থাকে সেই জন্য বারবার কোচ, কিউরেটরদের তাঁরা অনুরোধ জানিয়ে থাকেন। কিন্তু ২০২১ সালের পর থেকে একটি টেস্ট সিরিজে জেতেনি পাকিস্তান। শেষবার দঃ আফ্রিকাকে টেস্ট সিরিজে বাবর আজমরা হারিয়েছিল ৩ বছর আগে। তাই কোনꦗওভাবেই ব্যাট💎ারদের কথায় গুরুত্ব দিতে চান না গিলেসপি।
🦂ভিডিয়ো- রিঙ্কু সিংয়ের হাতে ‘Gods Plan’ ট্যাটু! লুকিয়ে রয়েছে আরও রহস্য! জানুন ওর থেকেই…
ব্যাটারদের বিরুদ্ধে বসিত আলির অভিযোগ…
বসিত আলির কথায়, ‘আমি তোমাদের একটা ভিতরের খবর দিচ্ছি। ব্যাটারদের আর্জিতে জ্যাসন গিলেসপি সরাসরি ‘শাট আপ কল’ দিয়ে দিয়েছে। কারণ গিলেসপি চায়, কিউরেটর🧔দের তৈরি করে দেওয়া পিচেই খেলা হোক। পিচ কিউরেটরও চায় একই পিচে খেলা হো♔ক, কিন্তু ব্যাটাররা চায় যাতে কোনও ঘাস না থাকে উইকেটে। একদম ফ্ল্যাট হয়। যদি স্পোর্টিং উইকেটে খেলা হয় এবং বোলাররা উইকেট নেয়, তাহলে আমি খুবই খুশি হব’।
১৩৩৮ দিন ধরে টেস্ট ক্রিকেটে জয় অধরা রয়েছে পাকিস্তানের,নিজেদের দেশের মাটিতে। শান মাসুদ দায়িত্ব নেওয়ার পরেও দলের হাল ফেরাতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে ০-৩ ফলে সিরিজ হারের পর বাংলাদেশের বিপক্ষেও ০-২ ফলে সিরিজ হেরেছিল সৌদ শাকিলরা। প্রসঙ্গত ফ্ল্যাট পিচ হওয়া💜তে পাকিস্তানের নাসিম শাহ-শাহিন আফ্রিদির মতো বোল♎াররাও তেমন সুবিধা করে উঠতে পারেনা।