সম্প্রতি হাতে ট্যাটু করিয়েছেন ভারতীয় দলের ক্রিকেটার রিঙ্কু সিং। সেই তথ্য আগেই সামনে এসেছিল। সেই ট্যাটুতে রিঙ্কু লিখিয়েছিলেন, ‘গডস প্ল্যান’, অর্থাৎ ভগবানের ইচ্ছার কথা। উত্তরপ্রদেশের এই ক্রিকেটার বরাবরই মনে করেন, সব কিছুই ঈশ্বরণের ইচ্ছাতেই সময় মতো হয়। এবার সেই ট্যাটুরই বিভিন্ন বৈচিত্র জানালেন ক🐈লকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই তারকা ক্রিকেটার।
রবিবার থেকে শুরু ভারত-বাংলাদেশ টি২০ সিরিজ। সেখানে মিডল অর্ডারে ফের খেলতে দেখা যাবে রিঙ্কু সিংকে। ভারতীয় দলে ঠিক ঠাক একজন ফিনিশারেরꩵ কতটা অভাব রয়েছে, সেটা শ্রীলঙ্কার বিরুদ্ধে গত ওডিআই সিরিজেই দেখা গেছে। টি২০তে রিঙ্কুর চলতি বছরটা খুব একটা ভালো না গেলেও তিনি আশ🌱াবাদী বাংলাদেশের বিরুদ্ধেই চেনা ছন্দে ফিরবেন। আর এই আবহেই এবার নিজের হাতের ট্যাটু নিয়ে বিভিন্ন রহস্য ফাঁস করলেন রিঙ্কু।
আরও পড়ুন-‘ওর সঙ্গে অন্যায় হয়েছে’, অধিনায়কত্ব বিতর্কে হার্দিকের পাশে দাঁড়াচ্ছেন ভাဣজ্জি…
তাঁর হাতে আঁকা ট্যাটুতে গডস প্ল্যান লেখাকে ঘিরে রেখেছিল এক তারার মতো ছবি। সঙ্গে ৫টি ছোট গোল আঁকা হয়েছিল রিঙ্কু সিংয়ের হাতে। সেটা দেখে সকলেই আঁচ করেছ൩িলেন এটা গুজরাট টাইটান্স ম্যাচে তাঁর মারা পাঁচটি ছয়ই বোঝাতে চেয়েছেন। যদিও রিঙ্কু জানালেন, যশ দয়ালের ওভারে মারা পাঁচটি ছয় তিনি বোঝাতে চেয়েছেন বটে, তবে এর সঙ্গে রয়েছে আরেকটা বার্তাও।
আরও পড়ুন-আবু ধাবিতে NBA গেমসে হঠাৎই দেখা! বিশ্বকাপজয়ী অধিনায়করা ধরা দি♍লেন একই ফ্রেমে!
রিঙ্কুর💫 হাতে ‘গডস প্ল্যান’ যেদিকে আঁকা হয়েছে, সেদিক থেকে যদি ক্রিকেটের পিচ তৈরি হয়। তাহলে গুজরাট টাইটান্সের ম্যাচে পিচের যে প্রান্তে যে ফিল্ডিং পজিশনের ওপর দিয়ে তিনি ছয়গুলো মেরেছিলেন, সেই পজিশন অনুযায়ী পাঁচটি গোল 💯বা সার্কেল ট্যাটুতে আঁকিয়েছেন রিঙ্কু। তিনি বলছেন, ‘দুটি ছয় মেরেছিলাম কভারের ওপর, দুটো মেরেছি সামনে। আর একটা ছয় মেরেছি লেগ সাইডে, সেগুলো এঁকেছি’। সেই ভিডিয়োই নিজেদের সোশাল মিডিয়ায় শেয়ার করেছে বিসিসিআই।
আরও পড়ুন-ডোপিংকাণ্ডে বড় স্বস্তি♍ পোগবার! কমল নির্বাসন! মার্চ🍎 মাসেই মাঠে ফিরবেন ফরাসি তারকা…
রিঙ্কু সিং সেই ভিডিয়োয় বলছিলেন, সেদিনের পাঁচটি ছয় মেরে ম্যা🍒চ জেতানোর পর থেকেই তাঁর জীবন বদলে যায়। তাঁকে চিনতে শুরু করে ভারতীয় ক্রিকেটম🦹হল। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দীর্ঘদিন খেললেও সেবারই প্রথম লাইমলাইটে আসেন উত্তরপ্রদেশের এই ক্রিকেটার। এবার জাতীয় দলের জার্সিতেও চেনা ছন্দেই ফিরতে চাইবেন এই বাঁহাতি মারকুটে ব্যাটার।