৯ অগস্ট থেকে শুরু হয়েছিল জুনিয়র ডাক্তারদের আন্দোলন। কর্মবিরতি, আমরণ অনশন থেকে দ্রোহের কার্নিভাল, নাগরিক কনভেনশন দেখেছেন বাংলার মানুষ। এবার আবার ১৭ নভেম্বর নতুন করে রাজপথে নামতে চলেছ🅺েন জুনিয়র ডাক্তাররা। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার বিচার এখনও মেলেনি। আর সেই বিচার চেয়ে আবার পথে নামছেন জুনিয়র ডাক্তাররা। এই মামলা এখন একদিনে সুপ্রিম কোর্ট অপরদিকে শিয়ালদা আদালতে বিচারাধীন। বিচার এখান থেকেই মেলার কথা। এবার সেই বিচার প্রক্রিয়া যাতে তরান্বিত হয় তার জন্যই এই পথে নামা বলে মনে করা হচ্ছে।
চলতি মাসের ১৭ নভেম্বর শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এই সমাবেশের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল🎃 জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সেই সমাবেশ করার লক্ষ্যে স্লোগান তোলা হয়েছে ‘বিচারহীন ১০০ দিন’। আর সেটাকেই সামনে রেখে ওই দিন একাধিক কর্মসূচি নিয়েছে অভয়া মঞ্চও। সুতরাং আবার রাজপথে ঢল নামবে চিকিৎসক থেকে সাধারণ মানুষের। অথচ এই বিচার দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের কোনও হাত নেই। এটা সম্পূর্ণ ব🅷িচার বিভাগের বিষয়। তদন্ত করছে সিবিআই। ওই দিন দ্রুত বিচারের দাবিতে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজগুলিতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।
আরও পড়ুন: অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী, কবে সেখানে যাবেন মমতা?
রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি মেনে নেওয়া হয়েছে। তারপরই উঠেছে কর্মবিরতি। এখন সরকারি হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে। গরিব মানুষজন চিকিৎসা পাচ্ছেন। অচলাবস্থা অনেকটা কেটে গিয়েছে। কিন্তু আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার বিচার এখনও মেলেনি। ‘বিচারহীন ১০০ দিন’ স্লোগানকে সামনে রেখে ১৭ নভেম্বর শহরের ১০০টি জায়গায় ১০০ মিনিটের নীরবতা পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাইকে🍃ল মিছিল করা হবে নির্যাতিতার সোদপুরের বাড়ি থেকে শ্যা🌳মবাজার পর্যন্ত। আর রাজ্যের সমস্ত সাংসদ ও বিধায়কদের জনতার চার্জশিট পাঠাবে অভয়া মঞ্চ বলে সূত্রের খবর।
এই ঘটনার পরই আবার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমতলা এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হবে ‘ডক্টরস সামিট–২০২৪’। যেখানে রাজ্যের সব প্রান্ত থেকে জুনিয়র, সিনিয়র ডাক্তাররা আসবেন। সরাসরি যোগাযোগ হবে তৃণমূল কংগ্রেস সাংসদের সঙ্গে। আর তার আগেই দ্রুত বিচারের দাবিতে পথে নামতে চলেছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। গতকাল শুক্রবার মেডিক্যাল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে গণ কনভেনশন করা হয়। ওই মঞ্চ থেকে সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন তুলে দেন জুনি💞য়র ডাক্তারদের অন্যতম মুখ অনিকেত মাহাতো ৷ তিনি বলেন, ‘আমরা চাই প্রকৃ✤ত সত্য সামনে আসুক। ধরা পড়ুক আসল অপরাধীরা।’