উপ নির্বাচনের ফল ঘোষণা হতেই আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসকের খুন ও ধ♈র্ষণের ঘটনাকে সাজানো ঘটনা বলে মন্তব্য করলেন জয়ী তৃণমূল প্রার্থী। শনিবার দুপুরে বিজয়ীর সার্টিফিকেট নিয়ে বেরিয়ে এই মন্তব্য করেন তালডাংরার জয়ী তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। এদিন ফাল꧒্গুনীবাবু মন্তব্য করেন, ‘মানুষ বুঝিয়ে দিয়েছে আরজি কর সাজানো ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায়ই সঠিক ব্যক্তি।’
আরও পড়ুন - 🎉‘যে IPSরা তৃণমূলের হয়ে ইলেক্টোরাল বন্ডে টাকা তুলেছেন তাদের নাম বলুন’
পড়তে থাকুন - জনসংখ্🅰যা প্রায় ২ লক্ষ, জলাজমি ভরিয়ে গজিয়ে ওঠা গুলশন কলোনিতে ভোটার মেরেকেটে ২,৮০০
শনিবার দুপুরে তালডাংরার জয়ী তৃণমূল প্রার্থী সাংবাদিকদের প্রশ্নের উত্ত👍রে বলেন, ‘এটা ঐতিহাসিক জয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের যে অগাধ আস্থা, বিশ্বাস ত𒈔ার জয়। আরজি করকে কেন্দ্র করে যে ভাবে সারা সিপিএম ও বিজেপি পশ্চিম বাংলাকে ও মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের বুকে কালিমালিপ্ত করতে চেয়েছিল তার বিরুদ্ধে তার বিরুদ্ধে মানুষের ঐতিহাসিক মতদান। তারা বুঝিয়ে দিয়েছে আরজি কর সাজানো ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায়ই সঠিক ব্যক্তি।’
আরজি কর কꦆাণ্ডে রাজ্যজুড়ে গণঅভ্যুত্থানের পর উপ নির্বাচনে একচ্ছত্র আধিপত্য ধরে রাখা বড় চ্যালেঞ্জ ছিল তৃণমূলের কাছে। সেই চ্যালেঞ্জে সফল হতেই এবার আরজি কর কাণ্ডকে সাজানো ঘটন𓆉া বলে আক্রমণ শানালেন জয়ী তৃণমূল প্রার্থী।
আরও পড়ুন - কল্যাণের দাবি মন্দারমণির হোটেল তৈরি হয়েছে ২০০৯ পর্যন্ত, উপগ্রꩲহ ছবি বলছে অন্য কথা
তবে এব্যাপারে মন্তব্য করতে শনিবার সকালে যথেষ্ট সাবধানী শুনিয়েছিল বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককে। তবে কি আরজি কর কাণ্ডের কোনও প্রভাব ভোটবাক্সে পড়েনি? এই প্রশ্নের উত্তরে পার্থবাবু বলেন, ‘আমি একবারের জন্যও সেকথা বলব না। কারণ আরজি করের নির্যাতিতার জন্য আমরা মানসিকভাবে দুঃখিত। এই ঘটনা বাঞ্ছনীয় নয়। কিন্তু সেজন্য যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় ক🙈রিয়েছিলেন, আমরা তাদের ধিক্কার জানাই। আমারে বোনের মৃত্যুকে নিয়ে যারা রাজনীতি করেছিলেন তাদের বিরুদ্ধে নৈহাটির মানুষ রায় দিয়েছে।’