মহিলা টি-২০ বিশ্বকাপে হরমনপ্রীতদের খারাপ পারফরম্যান্স, এরপরেই সমালোচনা শুরু হয়েছে তাদের ꦫনিয়ে। বিভিন্ন প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকরা, কেউ রেহাই দিচ্ছে না। এর আগে দুবাইয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য উড়ে যাওয়ার আগে ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক দাবি করেছিলেন, তারাই টুর্নামেন্টের সেরা দল। কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বাস্তবের সম্মুখীন হন তারা। ২০১৬ সালের পর প্রথমবার ২০২৪-এ 🐈মহিলা টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ভারত। এরপরেই প্রাক্তন অধিনায়ক অঞ্জুম চোপড়া হরমনপ্রীতদের একহাত নিলেন। তিনি মনে করেন ভারতীয় মহিলা ক্রিকেটে দল টি-২০ ক্রিকেটে সে ভাবে সাফল্য পাননি, সেটা দলগতভাবে হোক বা ব্যক্তিগতভাবে। এই কারণেই টি-২০ মহিলা বিশ্বকাপ থেকে তাড়াতাড়ি বিদায় নিতে হয়েছে তাদের।
অঞ্জুম চোপড়া বলেন, ‘আমার মনে হয় ভারতীয় দলের টি-২০ক্রিকেটে উন্নতির প্রয়োজন আছে। কীভাবে টি-২০ ক্রিকেট খেলতে হবে তা দলগতভাবে বা ব্যক্তিগতভাবে তারা এখনও রপ্ত করে উঠতে পারেনি’। তিনি আরও বলেন, ‘কিছু খেলোয়াড়, হরমনপ্রীত কৌর থেকে শুরু করে, কারণ তিনি মিডল অর্ডারে বা সম্ভবত কখনও কখনও টপ অর্ডারে খেলেন, তিনি ঠিক জানেন কখন তাঁকে ইনিংসে গতি বাড়াতে হবে। তবে আমি অন্য সবার জন্য একই কথা বলতে পারি না। শুধু বিশ্বকাপে হেরেছে বলেই নয়। আমি এ🐭ই কথাগুলো আগেও বলেছি যে ভারতীয় দলে উন্নতির প্রয়োজন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহিলা টি-২০ বিশ্বকাপের ম্যাচ দেখে আমার মনে হয়েছিল, তারা যেভাবে খেলেছে তার থেকে আরও অনেক ভালো খেলতে পারত। দুর্ভাগ্যবশত সেটা হয়নি’।
তিনি মনে করেন এবছর ভারত কখনই মহিলা টি-২০ বিশ্বকাপ জেতার দাবিদার ছিল না। অঞ্জুম বলেন, ‘প্রথম ম্যাচে হারার পর পাকিস্তানের বিরুদ্ধে তাদের জিততেই হত। কিন্তু সেই ম্যাচে তারা প্রচন্ড রক্ষণাত্মক মানসিকতা নিয়ে খেলে। এটা হতেই পারে প্রথম ম্যাচ হারের কারণে। এবার আপনাকে টুর্নামেন্টের মূল স্রোতে ফিরে আসতে হতো। যদিও এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে কিছুটা ভালো খেলেছি তারা। তবে ব্যক্তিগতভাবে কোনও ভালো পারফরম্যান্স আসেনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আপনাকে দলগতভাবে জ্বলে উঠতে হতো। কিন্তু সেই সুযোগ দেয়নি অজিরা। তাই আমার মনে হয়েছে ভা�♎�রত সব সময় এই টুর্নামেন্টে পিছিয়ে ছিল’।