বছর চারের আগে আইপিএলের সময়েই ঘোর দুঃসংবাদ পেয়েছিলেন সুরেশ রায়না। প🌳াঠানকোটে দুষ্কৃতীদের হাতে খুন হন রায়নার পিসেমশাই। ফলে তিনি আইপিএল থেকে সরে দাঁড়ান সেবছর। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলতে আমিরশাহি পৌঁছে গিয়েছিলেন রায়না। দুঃসংবাদ পাওয়া মাত্রই তিনি আমিরশ♒াহি ছেড়ে দেশে ফিরে আসেন।
ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল থেকেও অবসর নিয়েছেন সুরেশ রায়না। তবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের আঙিনা থেকে দূরে সরে নেই তিনি। রায়না এই মুহূর্তে চলতি আইপিএলে ধারাভাষ্য দিতে ব্যস্ত। তাঁকে দেখা যাচ্ছে বিশেষজ্ঞের চেয়ারেও। তবে হঠাৎই বছর♒ চারের আগের সেই বিভিষীকা ফের ফিরে এল রায়নার জীবনে। এবার আইপিএল চলাকালীন ফের প্রিয়জনকে হারানোর শোক গ্রাস করল সুরেশকে।
বুধবার সড়ক দুর্ঘটনায় প্রয়াত হলেন রায়নার মামাতো ভাই সৌরভ কুমার। একা সৌরভই নন, বরং তাঁর সঙ্গে স্কুটারে থা💦কা আরও এক ব্যক্তির মৃত্যু হয় অন্য একটি গাড়ির ধাক্কায়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী অন্য ব্যক্তি ছিলেন সৌরভ কুমারের বন্ধু শুভম।
বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ ধরমশালার গাগল বিমানবন্দরের কাছে ঘটে এই দুর্ঘটনা। প💝ুলিশ সূত্রে খবর, অন্য গাড়ির চালক শের সিং এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ি। সৌরভ কুমারদের স্কুটারে ধাক্কা দেওয়ার পরে ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যান শের সিং নামক ওই ব্যক্তি। তবে সিসিটিভি ফুটেজ দেখে গাড়ি শনাক্ত করে পুলিশ। পরে মান্ডি থেকে গ্রেফতার করা হয় শের সিংকে।
ꦗআরও পড়ুন:- IPL 2024-র ৫০ ম্যাচের শেষে সব থেকে বেশি ছয় মেরেছেন কারা? সেরা ১০-এ তিন SRH তারকা
সৌরভদের স্কুটারে ধাক্কা দেওয়া গাড়ির চালকের বিরুদ্ধে ভারতীয় দণ্♌ডবিধির ২৭৯ (বেপরোয়াভাবে গাড়ি চালানো), ৩০৪-এ (অসাবধানতায় মৃত্যু) ধারায় মামলা রুজু করা হয়েছে। সেই সঙ্গে মোটর ভেহিক্যালস অ্যাক্ট অনুযায়ী ১৮৭ নম্বর ধারায় কেস দায়ের হয়েছে শের সিংয়ে꧂র বিরুদ্ধে।
উল্লেখ্য, ২০২০ সালের ১৯ অগস্ট রাতে পরিবারের সকলে যখন ঘুমিয়েছিলেন, তখ🎃ন সশস্ত্র ডাকাতদল হামলা চালায় রায়নার পিসেমশাই অশোক কুমারের বাড়িতে। দুষ্কৃতীরা আশোক কুমারের মাথায় আঘাত করলে তাঁর মৃত্যু হয়। নগদ টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দল। গুরুতর আহত হন রায়নার পিসি আশা দেবী। গুরুতর চোট পান অশোক কুমারের দুই ছেলে আপিন ও কৌশল। দুষ্কৃতীরা রেহাই দেয়নি আশোক কুমারের মা সত্য দেবীকেও, সেই সময় যাঁর বয়স ছিল ৮০ বছর।