শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রীড়া জগতের অন্যতম দুই কিংবদন্তি ক্রীড়াবিদ বিরাট কোহলি এবং সুনীল ছেত্রী। একজন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। অপর জন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক। গোটা দেশ জুড়ে রয়েছে তাদের অগণিত ভক্ত। দু'জনের মধ্যে একটা জিনিস রয়েছে একেবারে 'কমন'। আর তা হল ভারতের কর্নাটক রাজ্যের শহর বেঙ্গালুরু। দুই তারকার কাছেই এটি তাঁদের দ্বিতীয় বাড়ি বলা যায়। বিরাট কোহলি দীর্ঘ দিন খেলছেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালু🍬রুর হয়ে। আর সুনীল দীর্ঘ দিন খেলছেন আইএসএলের ক্লাব বেঙ্গালুরু এফসির হয়ে। দুই তারকা সময় পেলেই একে অপরের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। আর তাঁদের মধ্যে কথা হলে যে বিষয়টি অগ্রাধিকার পায়, তা হল খাবার নিয়ে আলোচনা। এমনটাই জানিয়েছেন সুনী ছেত্রী।
আরও পড়ুন: সবচেয়ে বেশি স্যামি মিস করবে আপনাকে… দ্রা🏅বিড়ের জন্য আবেগপূর্ণ মেসেজ রোহিতের স্ত্রীর
বিরাট কোহলি এবং সুনীল ছেত্রী দু'জনেই খুব কাছের বন্ধু একে অপরের। একে অপরের জন্য রয়েছে অগাধ শ্রদ্ধাও। খেলার মাঠের বাইরেও তাঁদের একটা আলাদা♓ বন্ধন রয়েছে। যা বেশ দৃঢ়। এই বিষয়েই সুনীলকে সম্প্রতি প্রশ্ন করা হলে, তারকা ফুটবলার বলেছেন, তাঁর এবং বিরাটের কথোপকথনে যে বিষয়টি সব সময়ে অগ্রাধিকার পায়, তা হল খাবার। সুনীলের দাবি, ‘কোহলি সম্পূর্ণ ক্রেজি (অদ্ভূত স্বভাবের) একজন মানুষ। ও মজা করতে খুব ভালোবাসে। সব সময়েই ঠাট্টা ইয়ার্কি করে। আনন্দে থাকে। আমাদের দু'জনের মধ্যে প্রচুর মিল রয়েছে। তাই আমাদের বন্ধুত্বের বন্ধনটাও খুব দৃঢ়। আমাদের বিয়েও হয়েছিল প্রায় এক সময়ে। আমরা বাবাও হয়েছি প্রায় এক সময়ে। ভগবান দু'জনকেই কার্যত এক সময়ে আর্শীবাদ করেছিল। আমাদের মধ্যে যখন কথা হয়, তখন বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। খেলাধুলা নিয়েও কথা হয়। তবে সব থেকে বেশি যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করি, তা হল খাবারদাবার। আমরা দু'জনেই বিভিন্ন ধরনের খাবার খেতে ভালোবাসি।’
আরও পড়ুন: ওডিআই এবং টেস্টে রোহিতই অধিনায়ক, WTC ও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ঘোষণায় বোঝালেন জয়꧒ শাহ
তিনি আরও যোগ করেছেন, ‘এছাড়াও আমাদের কথা হয় বিভিন্ন মজার মেমে (ব্যঙ্গাত্মক চিত্রকলা) নিয়ে। ইন্টারনেটে এখন এই সব ভর্তি থাকে। ও আমไাকে পাঠায়। আমিও ওকে পাঠাই। আমাদের দু'জনের মধ্যে খুব বেশি দেখা হয় না ঠিকই। কারণ আমরা দু'জনেই দু'জনের ফিল্ডে ব্যস্ত থাকি। তবে আমাদের ফোনে নিয়মিত যোগাযোগ রয়েছে। নিয়মিত কথাও হয় আমাদের।’ উল্লেখ্য, ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা থেকে সবে অবসর নিয়েছেন সুনীল ছেত্রী। তিনি কলকাতায় কুয়েতের বিরুদ্ধে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। অন্যদিকে টি২০ বিশ্বকাপে জেতার পরে বিরাট কোহলিও আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটকে আলবিদা জানিয়েছেন।