রঞ্জি ট্রফির ম্যাচে মধ্যপ্রদেশের জার্সিতে💖 দুরন্ত পারফরমেন্স করলেন বেঙ্কটেশ আইয়ার। কদিন আগেই আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশ্যে এসেছিল। সেই তালিকায় স্থান হয়নি কেকেআরের হয়ে সাম্প্রতিক সময়ে খেলা এই মিডল অর্ডার ব্যাটারের। আর রঞ্জি ট্রফির ম্যাচে নেমেই নিজের জাত চেনালেন এই বাঁহাতি ব্যাটার। কম বলে বেশি রান করে শতরান হাঁকালেন এই তারকা ক্রিকেটার।
রঞ্জি ট্রফিতে দুরন্ত শতরান বেঙ্কটেশ আইয়ারের-
রঞ্জি ট্রফির ম্যাচে দুর্বল বি🌜হারের ওপর কার্যত বুলডোজার চালিয়ে দিল বেঙ্কটেশ আইয়ারের মধ্যপ্রদেশ। প্রথম দিনে জোড়া শতরানে ভর দিয়ে মধ্যপ্রদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৮১। ১১৩ বলে ১১৮ রানের দুরন্ত ইনিংস খেলেছেন বেঙ্কটেশ আইয়ার। মধ্যপ্রদেশের অধিনায়ক শুভমন শর্মাও শতরান করেছেন। দুই শতরান করা ক্রিকেটারই অপরাজিত রয়েছে প্রথমও দিনের শেষে।
আরও পড়ুন-মহম্মদ নবি-গজনফরদের দুরন্ত পারফরমেন্স! শারজাহতে বাংলাদেশকে কচুকাটা করল আফগাಌনরা…
আইপিএলের আগেই বেঙ্কটেশের দুরন্ত ইনিংস-
আইপিএলের নিলাম হওয়ার কথা আর সপ্তাহ দুয়েক পরেই। ইতিমধ্যেই প্রায় সব দলই নিজেদের মতো করে ঘুঁটি সাজিয়ে💖 নিচ্ছে পরের আইপিএলের দল গোছানোর জন্য। কোন কোন ক্রিকেটারকে টার্গেট করা যায় নিলাম টেবিলে, তারই ব্লুপ্রিন্ট কষে নিচ্ছেন পন্টিং, নেহেরা, জাহির খানরা। এরই মধ্যে বেঙ্কটেশ আইয়ার এমন রাজকীয় ইনিংস খেলে কিছুটা চাপ বাড়িয়ে দিলেন নাইটদের। কারণ নাইটদের হয়ে সাম্প্রতিক সময় প্লে অফের অধিকাংশ ম্যাচে অর্ধশতরান করা বেঙ্কটেশকে যদি দলে ফেরাতে হয়, তাহলে অনেকটাই গ্যাঁটের কড়ি খরচা করতে হবে শাহরুখ খানকে।
নিলামের টেবিলে উঠতে পারে ঝড়
কলকাতা নাইট রাইডার্স দল নিজেদের ৬টা রিটেনশনই কাজে লাগিয়ে দিয়েছে। রমনদীপ সিং এবং হর্ষিত রানাকে তাঁরা আনক্যাপড প্লেয়ার হিসেবে রিটেন করেছে। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেলকে তাঁরা ক্যাপড ক্রিকেটার হিসেবে দলে রেখেছে। কিন্তু তাতেই তাঁদের হাতে যে পরিমাণ টাকা খরচ হয়ে গেছে, তাতে চিন্তায় রয়েছে তাঁ🔯রা। ফলে নিলামের টেবিলে যদি বেঙ্কটেশকে নিতে ঝড় ওঠে, সেক্ষেত্রে কেকেআরের পক্ষে সেই ঝড়ের ম𒈔োকাবিলা করা কঠিনই হতে চলেছে।
আরও পড়ুন-বর্ডার গাভাসকর ট্রফি খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্য রওনা ൲পন্তের! নিলেন মায়ের আশীর্বাদ…
নিজের ১১৮ রানের ইনিংসে মোট ১৫টা বড় শট-
রঞ্জি ট্রফির ম্যাচে বিহারের বিরুদ্ধে বেঙ্কটেশের ১১৮ রানের ইনিংস সাজানো ছিল ১১টা চার এবং ৪টি ছয়ে। অর্থাৎ একেবারে সিগনেচার স্টাইলে ইনিংস যাকে বলে। কেকেআরের হাতে এখন পার্স ভ্যালু রয়েছে ৫১ কোটি। কিন্তু বেঙ্কটেশের মতো অলরাউন্ডার, যিনি মিডল অর্ডারে দায়িত্ব নিয়ে ব্যাটিংয়ের পাশাপাশি প্রয়োজনে ওপেনও করতে পারেন। আবার বোলিংয়েও হাত ঘোরাতে পারেন, এমন ক্রিকেটারকে পেতে আইপিএলের অনেক ফ্র্যাঞ্চাইজি ঝাঁপাতে পারে বলে মত ক্রিকে𒅌ট বিশেষজ্ঞদের।