শুভব্রত মুখার্জি:- ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অর্থাৎ আইপিএলের ইতিহাসে নিঃসন্দেহে সফলতম দুই ফ্র্যাঞ্চাইজ🍷ি মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। এই দুই দল পাঁচটি করে শিরোপা জিতেছে। এর ঠিক পরেই রয়েছে কলকাতা নাইট রাইডার্স দল। তারা তিনবার আইপিএলের শিরোপা জিততে সমর্থ হল। রবিবার রাতে তারা তাদের ইতিহাসে তৃতীয় আইপিএলের শিরোপা জিতে নিল।
স♌ানরাইজার্স হায়দরাবাদ দলকে হারিয়ে ঠিক দশ বছর বাদে ফের একবার শিরোপা জ🥂িতল তারা। ২০১২ সালে তারা তাদের প্রথম শিরোপা জিতেছিল। ২০১৪ সালে নাইটরা জিতেছিল দ্বিতীয় শিরোপা। ২০২৪ সালে তারা জিতল তৃতীয় শিরোপা। এই তিনটি শিরোপাতেই কাকতালীয়ভাবে যোগসূত্র হিসেবে কাজ করছে তিনটি নাম- গৌতম গম্ভীর, রায়ান টেন দুশখাতে এবং সুনীল নারিন।
২০১২ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয় কেকেআর। গৌতম গম্ভীরের নেত💮ৃত্বাধীন নাইটরা এই ট্রফি জিততে সমর্থ হয়। তাদের এই ট্রফি জয়ের দুই বছরের মাথায় ফের একবার তারা গম্ভীরের নেতৃত্বে ২০১৪ সালের আইপিএল ট্রফি জেতে। ফাইনালে একবার চেন্নাই সুপার কিংস এবং একবার তৎকালীন কিংস ইলেভেন পঞ্জাবকে হারিয়েছিল তারা।
এই দুই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার সুনীল নারিন। যিনি ঘটনাচক্রে ২০২৪ সালেও ক্রিকেটার হিসেবেই দলটির সঙ্গে যুক্ত রয়েছেন। এই ২০১২ এবং ২০১৪ সালেই নাইটদের আইপিএলজয়ী 🦩দলের অন্যতম সদস্য ছিলেন নেদারল্যান্ডস দলের অলরাউন্ডার রায়ান টেন দুশখাতে। এই তিনজনের মধ্যে দুজন গম্ভীর এবং রায়ান খেলা ছেড়ে দিয়েছেন। তবে ২০২৪ সালে যখন নারিন ফের একবার নাইটদের হয়ে সক্রিয় ক্রিকেটার হিসেবে আইপিএলে ট্রফি জিতলেন, তখন এই দুই তারকা জিতলেন নেপথ্য নায়ক হিসেবে।
এই বছর কেকেআর যখন আইপিএলের শিরোপা জিতল তখন দলের মেন্টরের দায়িত্বে ছিলেন গৌতম গম্ভীর। গত দুই বছর লখনউ সুপার জায়ান্টসের হয়ে মেন্টরের ভূমিকা পালন করেছেন গৌতম গম্ভীর। তিনি মেন্টর থাকাকালীন দুইবারেই সুপার জায়ান্টস দল প্লে অফে জায়গা করে নেয়। তারপর এই মরশুম শুরুর আগেই নাইটদের মালিক শাহরুখ খানের অꦬনুরোধে তিনি ফের নাইটদের মেন্টর হিসেবে ফিরে আসেন।
আর ফিরে এসেই মেন্টর হিসেবে বাজিমাত করেন। ২০২৪ সালে আইপিএলের ফাইনালে নাইটরা আট উইকেটে হারিয়ে দেয় সানরাইজার্স হায়দরাবাদ দলকে। আর চ্যাম্পিয়ন নাইটদের সহকারী কোচের ভূমিকায় এবার ছিলেন রায়ান টেন দুশখাতে। ফলে কাকতালীয় হলেও নাইটদের তিনটি আইপিএল ট্রফি জয়ের ক্ষেত্রেই যোগসূত্র হিসেবে কাজ করলেন গৌতম গম্ভীর, সুনীল নারিন এ♋বং রায়ান টেন দুশখাতে।