ভারত ছেড়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। পিঙ্ক বল টেস্টের আগেই 🌼ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে চলেছেন তিনি। ৬ তারিখ থেকে অ্যাডিলেডে শুরু ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট, যা হবে গোলাপী বলে💧 দিন রাতে। মঙ্গলবার দিনই ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন গম্ভীর। কদিন আগেই তিনি ব্যক্তিগত কারণে দেশে ফিরেছিলেন।
আরও পড়ুন-ভারত💯 প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিষ্টার্স একাদশের ম্যাচের সময়ও গৌতম 🍸গম্ভীর উপস্থিত ছিলেন না। এমনিতেই প্রথম দিনের খেলা বৃষ্টির জন্য ভেস্তে গেছিল। এরপর দ্বিতীয় দিনে ৪৬ ওভার করে প্রত্যেক দলের খেলা ছিল, সেখানেই অজিদের হারিয়ে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। ওয়ার্ম আপ ম্যাচ হলেও সেই জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে দলের।
ভারতীয় দলের কোচের স্বস্তির দিক, তিনি না থাকাতেও শুভমন গিল অর্ধশতরান করেছেন। লোকেশ রাহুল এবং যশস্বী জয়সওয়ালের মধ্যে ৭১ রানের পার্টনারশিপ হয়। ও🦄য়াসিংটন সুন্দর এবং নীতীশ রেড্ডিও রানের মধ্যে ছিলেন। অর্থাৎ ক্রিকেটাররা কতটা ফোকাস রয়েছে তা ২৪১ রানের লক্ষ্যমাত্রা সহজেই চেজ করে বুঝিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। তাঁর তুরুপের তাস ꦯহর্ষিত রানাও চার উইকেট নেন।
ভারতীয় দল পার্থ টেস্টে ২৯৫ রানে জেতার পরই টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর দেশে ফিরেছিলেন। গৌতম গম্ভীরের অনুপস্থিতিতে তাঁর সাপোর্ট স্টাফ অভিষেক নায়ার, রায়ান টেন দুশখাতে এবং মর্নি মর্কেলই ভারতীয় দলের ট্রেনিংয়ের ওপর দেখভাল করেছেন। প্রস্তুতি ম্🧔যাচেও দলের ভুল ত𓂃্রুটির দিকগুলোয় তাঁরাই নজর দিয়েছেন।
আরও পড়ুন - তিনটি আলাদা নেটে বিশ💧েষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন
গৌতম গম্ভীর অস্ট্রেলিয়ায় ফিরলেই তাঁর সামনে দল নির্বাচনের কঠিন চ্যালেঞ্জ চলে আসবে। কারণ রোহিত শর্মা দলে ফিরেছেন এবং তিনিই দলকে দ্বিতীয় ম্যাচ থেকে নেতৃত্ব দেবেন। পাশাপাশি ধ্রুব জুরেলের পরিবর্তে রোহিত প্রথম একাদশে আসতে চলেছেন। তবে রোহিত কোন পজিশনে ব্যাটিং করবেন, সেই নিয়ে 🎃গম্ভীরক🅰ে সিদ্ধান্ত নিতে হবে।
কারণ লোকেশ রাহুল এবং যশস্বী জয়সওয়াল পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ২০১ রানের পার্টনারশিপের পর সেই জুটি টিম ম্যানেজমেন্ট ভাঙতে চাইবে কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। এদিকে শুভমন গিল যেহেতু আঙুলের চোট পুরোপুরি কাটিয়ে উঠেছেন, তাই দেবদূত পাডিক্কাল দল থেকে বাদ পড়তে চলেছেন অ্যাডিলেডে। এদিকে পার্থে অশ্বিন জাদেজার পরিবর্তে ওয়াসিংটন সুন্দরকে খেলাꦯনো হয়েছিল। এক্ষেত্রে অ্যাডিলেডে গোল𓆏াপী বলেও কি সেই স্ট্র্যাটেজি নেবে ম্যানেজমেন্ট, নাকি অশ্বিন-জাদেজার বোলিংয়ের কথা মাথায় রেখে তাঁদের দলে ফেরানো হবে, সেই নিয়েও সিদ্ধান্ত নিতে হবে গৌতিকে।