কয়েকদিন আগেই বর্ডার গাভাসকর😼 ট্রফি নিয়ে ভারতীয় দলের একপ্রকার বিরুদ্ধেই অস্ট্রেলিয়াকে এগিয়ে রেখেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল🍎 ভন। ৩-১ ফলে অস্ট্রেলিয়া সিরিজ জিতবে বলে তিনি আশা করেছিলেন। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় আবার আগেই দাবি করেছিলেন, ভারতীয় দলকে এতটাও হেলাফেলা করা উচিত নয়। পার্থ টেস্টের দ্বিতীয় দিনেই ভনকে মহারাজ একটি টেক্সট করেন।
আরও পড়ুন-কখনও 💫ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
ভারতীয় দল ১৫০ রানে অলআউট🦄 হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়াও মাত্র ১০৪ রানে অলআউট হতেই ৪৬ রানের লিড নেয় টিম ইন্ডিয়া। এরপর মাইকেল ভনের ফোনে আসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি বার্তা। ভারতীয় দলের ৪৬ রানের লিডটিও কার্যকরি ছিল♐ তার কারণ ৪৮৭/৬তে টিম ইন্ডিয়া ডিক্লিয়ার করে দিলেও অজিদের সামনে টার্গেট দাঁড়ায় ৫৩৪ রানের। যার পরিবর্তে অজিরা মাত্র ২৩৮ রান পর্যন্ত করতে পারে। ২৯৫ রানে হেরে যায় প্রথম টেস্ট। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন ব্রিসবেনে গিয়ে সিরিজ ১-১ হতে পারে।
আরও পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘো🌳ষণা 🐻হতে পারে ভেনু
নিজের ইউটিউব চ্যানেলে মাইকেল ভন দেখান সৌরভের একটি বার্তা। সেখানে তিনি বলেন♛ সব সময়ই যে কোনও দলের বা মানুষের ভদ্র নম্র থাকা উচিত। ꦅভন বলেন, ‘এই দেখ এই টেক্সটা সৌরভ আমায় পাঠিয়েছে। খেলা কবে শুরু হয়েছে, শুক্রবার তো? ভারত ১৫০ অলআউটের পর অস্ট্রেলিয়া ১০৪ রানে অলআউট হয়ে যায়। এরপর ৫.১২ মিনিটে টেক্সট আসে মহারাজের। সেখানে লেখা, ‘হাই মাইকেল, আমার প্রেডিকশন এখনও পর্যন্ত ঠিকঠাক যাচ্ছে ’। ’।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নিরাপত্তারক্🍬ষীর মাথায়! দৌড়ে🔜 গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
নিজের ৩-১ অস্ট্রেলিয়ার পক্ষে প্রেডিকশনে এখনও এক থাকছেন ভন। তিনি বলছেন, ‘আমি বলেছিলাম ৩-১ হবে, তো ১ হয়েছে গেছে ’। অজিদের বিরুদ্ধে যশস্বী জয়সওয়াল দুরন্ত পারফর্মেন্স করেছিলেব। প্রথম ইনিংসে ০💧 করার পর দ্বিতীয় ইনিংসে শতরান করার পাশাপাশি কেএল রাহুলের সঙ্গে ওপেনিং পার্টনারশিপে ২০১ র🥂ানের জুটি করেন যশস্বী। অস্ট্রেলিয়ায় এটাই ছিল ভারতের সব থেকে বড় ওপেনিং পার্টনারশিপ।
যশস্বীর খেলায় মুগ্ধ মাইকেল ভন। তিনি বলছেন, ‘যশস্বী জয়সওয়ালই বর্তমানে ক্রিকেট বিশ্বে সেরা যুব ꦫক্রিকেটার। একটা খারাপ পারফরমেন্সের পর ১৬১ রান করতে পারে। শুরুতে ডিফেন্সিভ ক্রিকেট খেলে বল ছেড়ে দিয়েছিল। এরপ সঠিক সময় জ্বলে ওঠে। তবে আমি অবাক হয়েছি অস্ট্রেলিয়া ওকে ঠিকভাবে চাপে ফেলল না। যুব ক্রিকেটার হওয়ায় ওকে বাউন্সার দেওয়া উচিত ছিল, বা সামনে ফিল্ডার রাখা উচিত ছিল ৪০-৫০ মিনিচর ধরে। আগে যখন নতুন ক্রিকেটাররা আসত, তখন ২০ মিনিটর সময় দিয়েই ব্রেট লি, গিলেসপি, স্টিভ ওয়াহরা কয়েকটা বাউন্সার করে দিত। তাই আমি কিছুটা অবাকই হয়েছি অজিদের দেখে, আমার মনে হয় ওদের আরও বেশি আগ্রাসী হওয়া উচিত ছিল ’।