নভেম্বর মাস শেষ হতে আর দু’দিন বাকি। তারপরই বছরের শℱেষ মাস ডিসেম্বর। নানা কাজ এবং উৎসবের মধ্যে দিয়ে তা কাটিয়ে দিতে পারলেই নতুন বছর ২০২৫ সাল। আর এই সালেই কলকাতায় আয়োজিত হতে চলেছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। লগ্নি ও বিনিয়োগ টানতেই হবে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন করা হবে। আর এই সম্মেলনের প্রস্তুতি নিয়ে সবটা খোঁজ নিতে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আগামীকাল, শুক্রবার বিকেল ৪টে নাগাদ আ꧂লিপুরের ‘সৌজন্য’ প্রেক্ষাগৃহে এই বৈঠকের আয়োজন করা হবে। এই বিষয়টি নিয়ে আজ, বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ।
প্রস্তুতি বৈঠক আলিপুরে হলেও বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হবে নিউটাউনে। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে নিউটাউনে এই বিജশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হবে। দু’দিনের এই সম্মেলনে একাধিক বাণিজ্য বিষয়ক বৈঠক, প্রদর্শনী থেকে শুরু করে রাজ্য সরকারের ভিশন এবং মিশন তুলে ধরা হবে। এখানে লগ্নি করলে কী কী সুবিধা মিলবে তাও তুলে ধরা হবে। নিউটাউনে বড় করে বিজনেস সামিট হলেও ওই দু’দিন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণেও নানা অনুষ্ঠান হবে। যা শিল্পপতি থেকে ব্যবসায়ীদের আকর্ষণ করবে।
আরও পড়ুন: আরজি করের ছায়া এসএসকেএম হাসপাতালে, সিটি স্ক্যান রুমে ফলস সিলিং ভেঙে পড়ল
এবার বিদেশ থেকেও কিছু শিল্পপতি আসার কথা রয়েছে। তাঁদের থাকা–খাওয়ার সব ব্যবস্থা করা হবে। রাজ্য সরকার এখানে কী কী প্রকল্প করেছে সেটা তুলে ধরা হবে। আর কী কী করতে চায় সেটাও সামনে রাখা হবে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে প্রস্তুতি বৈঠক ডাকা হয়েছে। ২০২৪ সালে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন না করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। তার পরিবর্তে দুর্গাপুজোর প্রাক্কালে ‘বিশ্ব বাংলা শপিং ফেস্টিভ্যাল’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আর তাই ২০২৫ সালের বাণিজ্য সম্মেলনের জন্য আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চাইছে রাজ্য সরকার।
ইতিমধ্যেই রাজ্য সরকারের নানা সামাজিক প্রকল্প বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে। রাজ্যের নিজস্ব ল্যান্ডব্যাঙ্ক আছে। যেখান থেকে শিল্প করার জন্য জমি অনায়াসেই পাওয়া যাবে। বিদ্যুৎ এবং পর্যটনে বিশেষ সাফল্য অর্জন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তৃতীয়বার ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেস সরকার বড় পরিকাঠামো, ক্ষুদ্র–ছোট–মাঝারি শিল্প, বিদ্যুৎ, স্বাস্থ্য, পর্যটন, পরিবহণ, চলচ্চিত্র–সহ নানা ক্ষেত্র ভাগ করে আগেই কয়েকটি সেক্টর কমিটি গড়ে দিয়েছে। শিল্প এবং পরিকাঠামো বিনিয়োগকারীদের জন্য কেমন করে সবটা প্রস্তুত রাখা হবে তা নিয়েই রাত পোহালে বৈঠক হবে বলে সূত্রের খবর।