মুম্বই ইন্ডিয়ান্সকে সচরাচর তারকাখচিত স্কোয়াড গড়তে দেখা যায়। বড় নামের পিছনে বরাবর ছুটতে দেখা যায় ꦗএমআইকে। তবে এবর আইপিএল ২০২৫-এর মেগা নিলামে একেবারেই ভিন্ন পথে হাঁܫটে মুম্বই। আসলে পাঁচ ভারতীয় সুপারস্টারকে রিচেন করার পরে মুম্বইয়ের হাতে বিশেষ টাকাও ছিল না। তাই ইচ্ছা থাকলেও মেগা নিলামে বড় নামের পিছনে ছোটার উপায় ছিল না তাদের।
সুতরাং, প্রয়োজন মতো কার্যকরী ক্রিকেটার কেনার দিকে নজর দিতে হয় মুম্বইকে। আপাতত আইপিএল ২০২৫-এর মেগা নিলামের পরে দেখে নেওয়া যাক মুম্বই ইন্ডিয়ান্সের চূড়ান্ত স্কোয়াড কেমন হল। দেখে নেওয়া যাক এম🎶আইয়ের সম্ভ🌞াব্য প্রথম একাদশ ও শক্তি-দুর্বলতা।
মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াড
ব্যাটার: রোহিত শর্মা, সূর্যকুমার ෴যাদব, রবিন মিঞ্জ, রায়ান রিকেলটন, উইল জ্যাকস, শ্রীজিৎ কৃষ্ণন, বেভান জꦛন জেকবস, তিলক বর্মা।
অল-রাউন্ডার: নমন ধীর, করণ শর্মা, মিꦬচেল স্যান্টনার, রাজ বাওয়া, অর্জুন তেন🌃্ডুলকর, বিগনেশ পুথুর, হার্দিক পান্ডিয়া।
বোলার: ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, আল্লাহ গজনফর, অশ্বনী কুমার, রিস টপলি, বেঙ্কট সত্যনারায়ণ, 💞লিজাড উইলিয়ামস, জসপ্রীত বুমরাহ।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ
রোহিত শর্মা, রায়ান রিকেলটন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দ🌠িক পান্ডিয়া, উইল জ্যাকস, মিচেল স্যান্টনার, দীপক চাহার, করণ শর্মা, ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহ।
মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি
১. ভারতীয় মহাতারকারাই মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান শক্তি। মুম্বই ইন্ডিয়ান্স তাদের রিটেন করা পাঁচ ভারতীয় ক্রিকেটারকে দিয়েই বাজিমারত করতে পারে।ꦕ ব্যাটিংয়ে রোহিত, সূর্যকুমার ও তিলকের সঙ্গে অল-রাউন্ডার হার্দিক এবং সেই সঙ্গে পেসার বুমরাহ যে কোনও দলকে টি-২০ ম্যাচ জেতানোর পক্ষে যথেষ্ট।
২. মুম্বইয়ের পেস বোলিংকে নিতান্ত শক্তিশালী দেখাচ্ছে। বুমরাহর সঙ্গে ট্রেন্ট বোল্ট ও দীপক চাহার যোগ দেওয়ায় প্রতিপক্ষ ব্যাটিং লাইনআপ🌺েট ঘুম ওড়া স্বাভাবিক। সেই সঙ্গে হার🐠্দিক পান্ডিয়া তো রয়েছেনই।
৩. দুই বিদেশি ব্যাটার রায়ান রিকেলটন 🐷ও উইল জ্যাকꦺস মুম্বইয়ের ব্যাটিং অর্ডারকে বাড়তি মাত্রা যোগ করবেন। তারকাসুলভ ভাবমূর্তি নেই, তবে ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেটের জন্য অত্যন্ত কার্যকরী দুই তারকা।
মুম্বই ইন্ডিয়ান্সের দুর্বলতা
ভারতের পিচে স্পিনারদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, সেটা আলাদা করে বলে দিতে হয় না। মুম্বই ইন্ডিয়ান্সকে ভোগাতে পারে ঠিক 🍃এই বিষয়টিই। কেননা মুম্বইয়ের স্পিন বিভাগকে নিতান্ত দুর্বল দেখাচ্ছে। করণ শর্মা কার্যকরীতা হারিয়েছেন। স্যান্টনার ব্যাটারদের বুকে ভয় ধরানোর মতো নন। গজনফর নিতান্ত আনকোরা। ভারতীয় স্পিনাররাও কেউই তেমন নামকরা নন। সুতরাং, খামতি ঢাকতে মুম্বইয়ে ওয়াংখেড়েপ পিচ করতে হবে পেস সহায়ক। ঘরের মাঠে পয়েন্ট খোয়ালে বিপদে পড়তে পারেন হার্দিক পান্ডিয়ারা।