Bias theory emerging: রিকি পন্টিং যা করেছেন তা দেখে😼 সকলেই অবাক হতে পারেন। কারণ পঞ্জাব কিংসের কোচ হওয়ার পরে নিলাম টেবিল থেকে আট জন বিদেশি ক্রিকেটারদের বেছে নিয়েছেন, তার মধ্যে পাঁচ জꦏনই হলেন অস্ট্রেলিয়ার। এরপরেই নিলাম টেবিলে পক্ষপাতের প্রশ্ন উঠছে। চলুন দেখে নেওয়া যাক বাকি দলের বিদেশি কোচেরা নিজের পদের ব্যবহার করে নিজেদের দেশের ক্রিকেটারদের জন্য আইপিএল-এর দরজা খুলে দিলেন কিনা।
পঞ্জাব কিংস-
পঞ্জাব কিংস দলের নতুন কোচ হয়েছেন রিকি প♑ন্টিং, আর কোচ হয়েই সকলকে অবাক করলেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন তারকা। দল কোটার আট বিদেশিকেই দলে নিয়েছে,আর সেই আট জনের মধ্যে পাঁচ জন হলেন অস্ট্রেলিয়ার। বাকি তিনজন হলেন একজন দক্ষিণ আফ্রিকার, একজন নিউজিল্যান্ডের ও বাকি একজন আফগানিস্তানের।
দেখে নিন পঞ্জাব কিংসের বিদেশিদের তালিকা-
জোশ ইংলিস, গ্লেন♏ ম্যাক্সওয়েল (স্পিন), মার্কাস স্টইনিস (পেস), মার্কো জানসেন (পেস) আꦜজমতউল্লাহ ওমরজাই (পেস), অ্যারন হার্ডি (পেস), লকি ফার্গুসন, জেভিয়ার বার্টলেট
এই দ𒐪ল বাছার পরেই সামালোচকরা বলছেন তাহলে কি ফ্র্যাঞ্চাইজিতে যেই দেশের কোচ রয়েছেন সেই দলে কোচের দেশে🤪র ক্রিকেটারের সংখ্যা বেশি হবে।
চেন্নাই সুপার কিংস
চেন্নাই সুপার কিংসের কোচিং দায়িত্বে রয়েছেন নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং ও অস্ট্রেলিয়ার মাইকেল হাসি। এই দলে মাথিসা পথিরানা, স্যাম কারান, জেমি ওভারটন ও নূর আহমেদ বাদে বিদেশিদের তালিকায় এই দুই দে𒅌শের ক্রিকেটারদেরই দেখা যাচ্ছে।
দেখে নিন CSK-এর বিদেশিদের তালিকা-
মাথিসা পথিরানা (ধরে রাখা হয়েছিল), ডেভন কনওয়ে, রচিন রবীꦇন্দ্র, নূর আহমেদ, স্যাম কারান, নাথান এলিস, জেমি ওভারটন
মুম্বই ইন্ডিয়ান্স-
এই তথ্যকে ভুল প্রমাণ করে মুম্বই ইন্ডিয়ান্স। MI-এর কোচ তালিকার শীর্ষে যে তিন জন রয়েছেন তাঁরা প্রত্যেকেই বিদেশি। তার মানে এমন নয় যে তারা তাদের দেশের ক্রিকেটারদের বেশি সুযোগ দিয়েছেন। এই তালিকায় রয়েছেন মাহেলা জয়াবর্ধনে🎐, কায়রন পোলার্ড ও লাসিথ মালিঙ্গা। মুম্বইয়ের বিদেশি ক্রিকেটাররা হলেন, রায়ান রিকেল্টন, আল্লাহ গজনফর, উইল জ্যাকস, ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্ট♉নার, রিস টোপলি, বেভন জ্যাকবস ও লিজাদ উইলিয়ামস।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও মুম🧔্বইয়ের পথ অনুসরণ করে। তাদের দলের কোচ অ্যান্ডি ফ্লায়োর। যদিও তিনি নিউজিল্যান্ডের কোচ, তবু তাঁর দলে অস্ট্রেলিয়া দলের ক্রিকেটারের সংখ্যাটাই বেশি। দেখে নিন বিদেশি ♛ক্রিকেটারদের তালিকা-
লিয়াম লিভিংস্টোন, ফিল সল্ট, জোশ হেজেলউড, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, নুয়ান থুশারা, জ্𝓡যাকব বেথেল অলরাউন্ডার, লুঙ্গি এনগিদি
সানরাইজার্স হায়দরাবাদ
MI, RCB পথে এগিয়ে চলেছে SRH. সানরাইজার্স হায়দরাবাদের কোচ হলেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেত্তোরি। তাঁর দলে কিউই ক্রিকেটার নেই। দেখে নিন স🐬ানরাইজা🐭র্স হায়দরাবাদ দলের বিদেশি ক্রিকেটারদের-
এনরিখ ক্লাসেন, ট💞্র্যাভিস হেড, প্যাট কামিন্স, অ্যাডাম🤡 জাম্পা, কামিন্দু মেন্ডিস, ব্রাইডন কারসে, ইশান মালিঙ্গা।
এই সাত জনের মধ্যে একজনও নিউজিল্যান্ড দলের নয়। এমন অবস্▨থায় অনেকেই বলছেন ড্যানিয়েল ভেত্তোরিতো বর্তমানে অস্ট্রেলিয়ার কোচ, তাই দলে প্যাট কামিন্সরা রয়েছেন। তবে অনেকেই বলছেন তারা গত মরশুম থেকেই রয়েছেন এবং দারুণ খেলছেন।
লখনউ সুপার জায়ান্টস
লখনউ স🐎ুপার জায়ান্টসের কোচিং দায়িত্বে রয়েছেন অস্ট্রেলিয়ার জাস্টিন ল্যাঙ্গার ও দক্ষিণ আফ্রিকার লান্স ক্লজনার। এই দলে ক্রিকেটারদের পারফরমেন্স দেখেই নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
দেখুন লখনউ সুপার জায়ান্টসের বিদেশি তালিকা-
এইডেন মার্কর🍸াম, ডেভিড মিলার, ম্যাথু ব্রিটজকে, নিকোলাস পুরান (রিটেইন), মিচেল মার্শ (পেস), শামার জোসেফ
কলকাতা নাইট রাইডার্স-
কলকাতা নাইট রাইডার্সের জন্য চন্দ্রকান্ত পণ্ডিত ও ডোয়েন ব্র্যাভো দল গঠন করলেও, এই দলে সেরা প্রাপ্তিদেরই বেছে নেওয়া হয়েছে। কোচ নিজের দেশের ক্রিকেটারদের কথা বেশি ভাবেননি।তবে অনেকে বলতে পারেন ডোয়েন ব্র্যাভো ক্যারিবিয়ান তাই নারিন, রাসেলকে রেখে দেওয়া হয়েছে। তবে জেনে নেওয়া যাক ♌দীর্ঘ দিন ধরে এই ক্রিকেটাররা এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত। যাদের নতুন নেওয়া হয়েছে তাদের মধ্যে পাওয়েল বাদে সকলেই ভিন্ন দেশের। দেখে নিন কলকাতা নাইট রাইডার্সের বিদেশিদের-
সুনীল নারিন (রিটেইন), আন্দ্রে রাসেল (রিটেইন), কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরব𒁏াজ, এনরিখ নরকিয়া, রোভম্যান পাওয়েল, স্পেনসার জনসন, মইন আলি (স্পিন)
দিল্লি ক্যাপিটালস-
দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হয়েছেন হেমাঙ্গ বাদানি। যেহেতু তিনি ভারতের কোচ তাই তার বিদেশি ক্রিকেটারদের পছন্দের বিষয়টা সেরা পারফরমেন্সের উপরেই নির্ভর করেছে। তাই তো বিদেশি ক্রিকেটারদের বাছার জন্ꩲয তিনি মাথা দিয়ে বিচার করেছেন। দেখে নেওয়া কাদের দলে নিল দিল্লি ক্যা🍷পিটালস। জেক ফ্রেজার-ম্যাকগার্ক (RTM), হ্যারি ব্রুক, ত্রিস্তান স্টাবস (রিটেইন), ফ্যাফ ডু প্লেসি, ডোনোভান ফেরেরিয়া, মিচেল স্টার্ক, দুষ্মন্ত চামিরা
গুজরাট টাইটানস-
গুজরাট টাইটানসের কোচ আশিস নেহꦰরা অবশ্য দলের স্বার্থেই টিম গড়েছেন। সেরাদের বেছে নেওয়ার চেষ্টা করেছেন। দেখুন গুজরাটের বিদেশি ক্রিকেটারদের-
ব্যাটসম্যান: শেরফে𒁃ন রাদারফোর্ড, উইকেটরক্ষক: জোস বাটলার, অলরাউন্ডার: রশিদ খান (স্পিন-রিটেইন), গ্𒁏লেন ফিলিপস (স্পিন), করিম জানাত (পেস), ফাস্ট বোলার: কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েটজি
রাজস্থান রয়্যালস-
রাজস্থান রয়্যালসের রাহুল দ্রাবিড় ও শেন বন্ডও দলের স্বার্থে টিম গড়েছেন। তারা নিলামে তাদের༒ সামনে থাকা সেরা ♏প্রাপ্তিদের বেছে নিয়েছেন।
দেখুন রাজস্🍸থান রয়্যালসের বিদেশি ক্রিকেটারদের তালিকা-
ব্যাটসম্যান: শিমরন হেতমায়ের (রিটেইন), স্পিনার: ওয়ানিন্দু হাসরাঙ্গা, মাহিশ থিকশানা, ফাস্ট বোল𝕴ার: জোফরা আর্চার, ফজলহক ফারুকি, কোয়েনা মাফাকা