আপাতত টিআরপি তালিকাতে বেশ বড়সড় রদবদল হতে চলেছে। কারণ বেশ কিছু নতুন ধারাবাহিক যেমন শুরু হয়েছে, তেমনই হয়েছে কিছু জনপ্রিয় সিরিয়ালের স্লট বদল। আপাতত টিআরপি তালিকাতে পয়লা নম্বরে নিজের জায়গা ধরে রাখতে সার্থক জি বাংলার ফুলকি। প্রাপ্ত রেটিং ৭.৩। সামান্য পিছিয়েই 🔜আছে জগদ্ধাত্রী। যদিও মাত্র .১ রেটিং কম থাকার কারণে। আর তৃতীয় স্থানে গীতা এলএলবি, পেয়েছে ৭.১ রেটিং।
আপাতত চর্চায় নতুন শুরু হওয়া সিরিয়াল পরিণীতা, যা স্বয়ং নিম ফুলের মধু-কে হটিয়ে দিয়෴েছে নিজস্ব স্লট থেকে। উড়ানের বিপরীতে স্লট দখল রাখছিল নিম ফুল। তবে পরিণীতার ক্ষেত্রে🍨 দেখা গেল, স্লট না হারালেও, দুজনের রেটিং সমান। যৌথভাব দুটি ধারাবাহিকই ষষ্ঠ স্থানে।
বরং দেখা যাচ্ছে, নতুন স্লটে কিছুতেই আ🐬র জমিয়ে বসতে পারছে না নিম ফুলের মধু। রুবেল ও পর্নার মেগা চলতি সপ্তাহে পেল ৫.২ রেটিং। এমনকী, এই স্লট স্টার জলসারই থাকছে। কারণ, বিপরীতে থাকা তেঁতুলপꦡাতার প্রাপ্ত নম্ব ৫.৭।
দেখে নিন টিআরপিতে সেরা দশের তালিক-
প্রথম: ফুলকি (৭.৩)
দ্বিতীয়: জগদ্ধাত্রী (৭.২)
তৃতীয়: গীতা এলএলবি (৭.১)
চতুর্থ: কোন গোপনে মন ভেসেছে (৭.০)
পঞ্চম: কথা (৬.৭)
ষষ্ঠ: পরিণীতা/ উড়ান (৬.৬)
সপ্তম: রাঙামতি তীরন্দাজ (৬.২)
অষ্টম: শুভ বিবাহ (৬.১)
নবম: রোশনাই (৬.০)
দশম: অনুরাগের ছোঁয়া/ আনন্দী (৫.৯)
নতুনদের মধ্যে ভালো ফল করছে রাঙামতি ত😼ীরন্দাজও। এক গ্রামের মেয়ের অলিম্পিকে যাওয়ার গল্প নিয়ে এই সিরিয়াল। অনকেই ভেবেছিলেন হয়তো সেই একঘেয়ে গল্পের কারণে সেভাবে জমিয়ে বসতে পারবে না এটি। কিন্তু দেখা যাচ্ছে ফুলকির বিপরীতেও খুব খারাপ ফল হয়নি। ৬.২ রেটিং পেয়ে এটি আপাতত রয়েছে ৭ নম্বরে।
টিআরপি-র ফলাফলে আলাদা করে উল্লেখের দাবি রাখে অনুরাগে🉐র ছোঁয়া। বেশ বড় লম্বা একট লাফ মেরেছে গল্প। সোনা-রূপা বর হয়ে গিয়েছে, নতুন মুখও সিরিয়াল। আর যার ফলে উৎসাহও ফিরে পেয়েছে দর্শক। ৫.৯ রেটিং পেয়ে আপাতত একসময়ের টিআরপি টপার মেগা ১০ নম্বরে। বর্তমানে স্টার জলসার সবচেয়ে পুরনো ধারাবাহিক এটিই।
এদিকে নন ফিকশনের টিআরপি-তে দেখা যাচ্ছে, সারেগামাপা-কে রেটিংয়ে হারিয়ে দিয়েছে দিদি নম্বর ১-এর সানড ধামাকা। ৫.৭ রেটিং পেয়েছন রচনা। এদিকে গানের রিয়েলিটি শো-থেক🎃ে এসেছে মাত্র ৫.১।