সিন্ধু সভ্যতার নিদর্শনে প্রত্নতাত্ত্বিক গবেষণা করছিলেন একদল গবেষক। সেই সময় মর্মান্তিক দুর্ঘটনা। গুহায় মাটি চাপা পড়ে মৃত্যু হল দিল্লি আইআইটির এক তরুণী গবেষকের। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে গুজরাটের লোথালের প্রত্নতাত্ত্বিক স্থানের কাছে। এখানে সিন্ধু সভ্যতার বেশ কিছু নিদর্শন রয়েছে। সেখানে গিয়েই গবেষণা চালাচ্ছিল এই গবেষকের দল। মাটিতে ধস নামার ফলে এই বিপত্তি ঘটেছে। এছাড়াও তিনজন আহত হয়েছেন। তাদের চিক🐬িৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঘুমোনোর সময় ভেঙে পড়ল ছাদ, হাওড়ায় মৃত্যু 🍨৪ শ্রমিকের! শব্দ শুনে বাঁচলেন ৫ জন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সুরভী ভার্মা (২৩)। তিনি আইআইটি দিল্লির গবেষক পড়ুয়া ছিলেন। চারজন গবেষকের একটি দল সেখানে প্রত্নতাত্ত্বিক গবেষণা চালাতে গিয়েছিলেন। যার মধ্যে দুজন ছিলেন আইআইটি দিল্লির গবেষক এবং দুজন আইআইটি গান্ধীনগর থেকে ছিলেন। পুলিশ সুপার (গ্রামীণ) ওম প্রকাশ জাট জানান, এই গবেষকরা হরপ্পার বন্দর শহর লোথালের প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের কাছে গবেষণার জন্য তারা মাটির নমুনা সংগ্রহ করছিলেন। সেই সময় দুর্ঘটনা ঘটে। তিনি জানান, আইআইটি দিল্লির গবেষক সুরভী বার্মা ঘটনাস্থলেই মারা যান। অন্য তিনজনকে উদ্ধার করে হাস𒉰পাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন পুলিশ সুপার।
জানা গিয়েছে, গবেষণার কাজের জন্য মাটির কিছুটা গভীর থেকে নমুনা সংগ্রহ করতে চেয়েছিꦡল এই দলটি। এরজন্য সেখানে মাটিতে ১০ ফুট গভীর গর্ত খোঁড়া হ𓃲য়েছিল। সেই গর্তে প্রবেশ করতেই মাটিতে আচমকা ধস নামে। তাতে মাটি চাপা পড়েন চারজনেই। তবে বাকি তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও সুরভী ঘটনাস্থলেই মারা যান। পুলিশ জানায়,
মূলত জলবায়ুর পরিবর্তন গবেষণার জন্য তাঁরা মাটির নমুনা সংগ্রহ করতে চেয়েছিল। সেই কারণে একটি জেসিবি মেশিন দিয়ে মাটিতে ১০ ফুট গভীর গর্ত করা হয়েছিল। পুলিশ সুඣপার জানান, ঘটনার খবর পেয়ে সেখানে দ্রুত পৌঁছে যায় অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড এবং স্থানীয় পুলিশের দল। তিনি জানান, ঘটনার খবর পাওয়ার মাত্র ১৫ মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিল পুলিশ এবং উদ্ধারকারী দল। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী কারণে মাটিতে ধস নামল তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে গবেষকের পরিবারে।