কেরিয়ারের শুরুর দিকে অনন্যা পান্ড🍌েকে নানা ভাবে ট্রোলের মুখোমুখি হতে হয়েছে। স্টার কিড বলে শুনতে হয়েছিল নানা কটাক্ষও। বলিউডে নেপোটিজম নিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন নায়িকা। সেই সময়ের কথা বলতে গিয়ে অনন্যা পান্ডে জানিয়েছেন যে তিনি মানসিক ভাবে কতখানি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তবে সেই কঠিন মুহূর্তে তিনি পাশে পেয়েছিলেন করণ জোহরকে।
অবশ্য অভিনেত্রী বি-টাউনে পা রেখে ছিলেন করণের হাত ধরেই। অনন্যা করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ -এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। প্রথম ছবিতে তাঁর অভিনয় দেখার পর, তাঁকে লঞ্চ করাকে কেন্দ্র করে করণকে তুলোধনা করেন দর্শ﷽করা। নেটপাড়ায় ওঠে ট্রোলের রোল। আর এই সব কিছুতে মানসিক ভাবে অনেকখানি ভেঙে পড়েন অভিনেত্রী।
আরও পড়ুন: 'সমান বুক,মুরগির ঠ্যাং...',স্কুলজীবন থেকেই শরীর নিয়ে ভয়ঙ্কর🌠 ট্রোলের শিকার অনন্যা!
সম্প্রতি ✤সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী দৃঢ় ভাবে জানান যে, করণ কখনই তাঁকে রক্ষা করার চেষ্টা করেননি। রাজ শামানির পডকাস্টে, অনন্যা শেয়ার করেছেন কীভাবে করণের দৃষ্টিভঙ্গি তাঁকে ওই কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিল।
নায়িকা বলেন, ‘করণ নিজেকেও কখনও এইসব কটূক্তি থেকে নিজেকে বাঁচাতে চাননি, সেখানে তিনি আমাদের বাচানোর চেষ্ܫটা করবেন এটা ভাবাটাই ভুল। তিনি আমাদের কাউকেই এর থেকে রক্ষা করতে চাননি। এই ব্যাপারে ওঁর দৃষ্টিভঙ্গিটা একেবারে আলাদা। করণ চান যাতে আমরাও এই বাস্তব জগৎটাকে উপলদ্ধি করি, এর মাধ্যমে যতটা সম্ভব এক্সপোজার পাই।’
আরও পড়ুন: 'মুফা🅰সা'-এর জীবনের সঙ্গে একাধিক মিল শাহরুখের! ছবি মুক্তির আগেই আবেগে ভাসলেন বাদশা
অভিনেত্রীর আরও বলেন, ‘মোটেও করণ আমাদের বাচানোর জন্য কোনও সুরক্ষা বর্ম গড়ে তোলেননি। করণ আমাদের কিছু বলেন বা ছেড়ে দেন তেমনটা নয়। পারফরম্যান্স হোক বা কোনও সাক্ষাৎকারে যদি ভুল কিছু বলি, আর সেটা যদি ওঁর পছন্দ না হয় তখন করণ আমাকে ফোন করে শাসন ক🍰রতে পিছপা হন না।’
অনন্যা করণকে তাঁর কর্মজীবনে নিয়ন্ত্রকের পরিবর্তে একজন বন্ধু ♏বা গাইড বলে মনে করেন। নায়িকার কথায় ‘কী করতে হবে তা বলার পরিবর্তে, করণ ভালো কিছু করলে আমাদের সমর্থন করেন, পাশে থাকেন। আবার খারাপ কিছু করলে বুঝিয়ে বলেন, বা শাসন করে♍ন।’
অনন্যার মতে, 'সকলে 'স্টার কিড' শব্দটা খারাপ শব্দে পরিণত করেছে, তবে আমি মনে করি না এরকমটা হওয়া উচিত বলে। যখন কেউ স্ক্রিনে কিছু দেখেন, তারা মনে করেন, ওহ, এই অমুকের মেয়ে, এটা তমুকের ছেলে। এমন হওয়ার দরকার নেই, আমার মনে হয় এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্যই খারাপ। অনেক স্টার কিড আছেন যারা অসাধারণ কাজ করে সকলের মনজয় করে নিয়েছে, আবার এ🍌মনও অনেকে আছেন যারা সেভাবে কাজও পান না। তাই স্টার কিডদের সঙ্গে পক্ষꩵপাতিত্ব করা হয় এই ধ্রণা খুব ভুল।'
কাজের সূত্রে, অনন্♊যাকে শেষ দেখা গিয়েছিল বিক্রমাদিত্য মোতওয়ানের ‘সিটিআরএল’- এ বিহান সামতের সঙ্গে।