বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সারজিস আলমের বিরুদ্ধে। চট্টগ্রামে নিহত আইনজীবীর শেষ যাত্রায় সামিল হয়ে ইসকন এবং বাংলাদেশি হিন্দুদের উদ্দেশে তিনি কার্যত হুঁশিয়ারি দেন। তিনি ইসকনকে দেশ থেকে তাড়ানোকে 'হাতের ময়লা' বলে উল্লেখ করেন। ইসকন অনুগামী হিন্দুদের তিনি উগ্রবাদী আখ্যা দেন। তাঁর কথায়, 'গোটা বাংলাদেশ উগ্রপন্থী হিন্দুদের প্রতিহত করবে।' এমনকী তিনি ইউনুস সরকারের বিরুদ্ধেও প্রতিবাদ জানানোর কথা বলেন। (আরও পড়ুন: চট্টগ্রামে আইনজীবী খুনে ধৃত ৭ হি𝓀ন্দু, হিংসার ঘটনায় গ্রেফতার আরও ২০: রিপোর্𓄧ট)
আরও পড়ুন: চিন্ময় 💫প্রভুর নামে এবার শিশু ধর্ষণের ভুয়ো অভিযোগ বাংলাদেশে, ভ🤡াইরাল 'ভিডিয়ো'
জনতার উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ইসকনকে হাতের ময়লা আখ্যা দিয়ে সারজিস বলেন, 'আমরা হাসিনাকে দেশ ছাড়া করেছি। এমন ছোটখাটো কিছু জঙ্গি ইসকনকে দেশছাড়া করা আমাদের জন্যে হাতের ময়লা। সরজিস এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'তাদের চরিত্র কী! তারা কীভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা দেখেছি। যারা আমার ভাইকে হত্যা করেছে, তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে পুরো বাংলাদেশের ছাত্র-জনতা একসাথে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে।' (আরও পড়ুন: বাংলাদেশে বন্ধ করে দেওয়া হল ইসকনের অফিস, ভক্তদের ন✃িয়ে গেল সেনা: রিপোর্ট)
আরও পড়ুন: চিন্ময় প্রভুর গ্রেফতারি ইস্যুতে মোদীকে চিঠﷺি ৬৮ জন প্রাক্তন বিচারপতি, IAS-IPSদের
এরপর বাংলাদেশি হিন্দুদের 'উগ্রবাদী' আখ্যা দিয়ে সারজিস আরও বলেন, 'এই বাংলাদেশের মুসলিমরা শান্তিপ্রিয়। এই💯 দেশের মুসলিমদের অন্য ধর্মের প্রতি সহানুভূতি রয়েছে। কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি ভারতের চক্রান্ত... যারা মাসের ৩০ দিনের ২৫ দিন দেহটা নিয়ে এই বাংলাদেশে বসে থাকে, আর বাকি পাঁচদিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে। এবং সেই চক্রান্ত এখানে এসে ঘটায়। এই সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্যে আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। আমরা অনেক সহ্য করেছি। আমরা আমাদের জায়গা থেকে অনেক উদারতা দেখিয়েছি। আমরা দেখেছি, বাংলাদেশ থেকে শেখ হাস🐷িনা পালিয়ে যাওয়ার পরে কাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছে। তাই আমাদের সহানুভূতিকে দুর্বলতা মনে করলে গোটা বাংলাদেশ এই সকল উগ্রপন্থীদের প্রতিহত করবে। ইসকনের নামে যে সব উগ্রপন্থীরা বিগত ১৬ বছরে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে... আওয়ামি লিগ তাদের মর্থন করেছে। আমরা সকল উগ্রবাদীদের বিরুদ্ধে।'