অসাধারণ একটা বছর চলছে যশস্বী জসওয়ালের জন্য। সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম শতরানটি পেয়েছেন তিনি। পার্থে দ্বিতীয় ইনিংসে ২৯৭ বলে ১৬১ রানের ইনিংস খেলে শিরোনামে উঠে এসেছেন যশস্বী। আর এই নিয়েই বলতে গিয়ে প্রাক্তন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় মনে করছেন এখান থেকে যশস্বী নিজেকে আরও🌠 উন্নত করবেন। পার্থে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন এই তরুণ ভারতীয় ব্যাটার। কিন্তু তারপর দ্বিতীয় ইনিংসে অসাধারণ প্রত্যাবর্তন করেন তিনি। কোনও রকম সুযোগই দেননি বিপক্ষ দলের বোলারদের। ভারতের ২৯৫ রানে ম্যাচ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই ২২ বছর বয়সী ক্রিকেটার।
যশস্বী প্রসঙ্গে বলতে গিয়ে রাহুল দ্রাবিড় বলেন, ‘যশস্বী দিনে দিনে আরও শক্তিশালী হয়ে উঠছে। এটা ভাবতে অবাক লাগে যে𝓀 মাত্র ১.৫ বছর আগেই এই ছেলেটার ওয়েস্ট ইন্ড൩িজের বিরুদ্ধে অভিষেক হয়েছিল। ও নিজের আসল খেলা শুরু করেছে খুব বেশিদিন হয়নি।’
রাহুল দ্রাবিড় যখন ভারতীয় দলের হেডকোচ ছিলেন তখন যশস্বীর অভিষেক হয়েছিল। ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর টেস্টে অভিষেক ঘটেছিল। সেই ম্যাচে ৩৮৭ বলে ১৭১ রানের ইনিংস খেলেছিলেন যশস্বী, রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে প্রথম উইকেটের জন্য গড়ে তুলেছিলেন ২২৯ রানের পার্টনারশিপ। এই বছর ভারত টি-২০ বিশ্বকাপ জেতার পর রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান। তাঁর জায়গায় নতুন কোচ হন গৌতম গম্ভীর। তবে IPL-এ রাহুল এবং যশস্বীকে একসঙ্🎐গে কাজ করতে দেখা যাবে আগামীতে। দু’জনেই রাজস্থান রয়্যালস দলে রয়েছেন।
যশস্বীর পার্থের ইনিংস সম্পর্কে বলতে গিয়ে রাহুল দ্রাবিড় বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট খেলা, তাও আবার পার্থে এবং সেখানে আবার শতরান লাগানো! আমার মনে হয় না এরকম খুব বেশি ক্রিকেটারের করার ক্ষমতা রয়েছে। তার মধ্যে যেই রান পাওয়ার চেষ্টা এবং ক্ষুধাটা রয়েছে সেটাই ওকে উন্নত থেকে আরও💞 উন্নততর করে তুলছে।’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের শতরানটি তাঁর এই বছরের তৃতীয় শতরান ছিল এবং এটি যশস্বীর আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের চতুর্থ শতক। জসওয়াল অল্প সংখ্যক টেস্ট খেলেই একটি অসাধারণ পরিসংখ্যান তৈরি করে ফেলেไছেন, যা প্রমাণ করে তিনি কোন স্তরের ক্রিকেটার। এখনও পর্যন্ত ১৫টি টেস্ট খেলে ১৫৬৮ রান করেছেন তিনি। তাঁর ব্যাটিং গড় ৫৮.০৭। যশস্বী টিম ইন্ডিয়ার হয়ে ২৩টি টি-২০ ম্যাচও খেলেছেন। সেখানে ১৬৪.১১ স্ট্রাইক রেটের সঙ্গে ৭২৩ রান করেছেন।