আইপিএলে তাঁর দেখা সেরা ফ্র্যাঞ্চাইজি মালিক শাহরুখ খান, বলছেন কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর গৌতম গম্ভীর। নিজের কেরিয়ারে কয়েকটি দলের হয়েই খেলেছেন গৌতি। কোথাও অধিনায়ক বা মেন্টরের দায়িত্বও সামলেছেন নিজের মতো করে। কখনও তাঁর নেওয়া সিদ্ধান্ত পক্ষে গেছে কখন বিপক্ষে, কিন্তু কেকেআরের মালিকই একমাত্র ব্যক্তি, যিনি কখনও তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করেননি বলছেন বর্তমান নাইট মেন্টর। দলকে দুবার আইপিএল জেতানোর নজির রয়েছে কলকাতা নাইট রাইডার্সের একদা অধিনায়ক গৌতম গম্ভীরের। এখনও পর্যন্ত যে দুবার কলকাতা চ্যাম্পিয়ন হয়েছে, সেই দুবারই অধিনায়ক ছিলেন দিল্লির ছেলে গৌতি। দীর্ঘদিন এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িত থাকার জেরে, অনেকটা ঘরের ছেলেই হয়ে গেছেন তিনি। সাত বছর দলের অধিনায়কত্ব করলেও সাত মিনিটের জন্য তাঁর সঙ্গে দল নিয়ে কথা ব🥀🎉লেননি শাহরুখ, বলছেন গৌতি।
আরও পড়ুন-IPL 2024-‘বউও বলেনি যে আমার হাসিটা দারুণ’...কার কথায় একেবারে গলে গেল🔜েন KKR মেন্টর গম্ভীর?
সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর আইপিএলে নিজের বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন, 'আমি যত ফ্র্যাঞ্𝐆চাইজি মালিকের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে শাহরুখ খান💞 সেরা। আমি এখন দলের মেন্টর বলে একথা বলছি না। এর আগে যখন আমি সাত বছর এই দলের অধিনায়কত্ব সামলেছি, তখন সাত মিনিটের জন্যেও আমার সঙ্গে ক্রিকেট নিয়ে কথা বলেনি। একমাত্র একটা সময়ই কথা বলেছিল যখন আমি একটু খারাপ সময়ের মধ্যে যাচ্ছিলাম, আর নিজেকে সরিয়ে নেব ভেবেছিলাম।
আরও পড়ুন-IPL 2024-ডেথ ওভারে নাইট বোলারদ▨ের রান দেওয়ার রোগ 🦄সারাতে, কোচের দাওয়াই ‘স্পট বোলিং’
এরপরই শাহরুখের দেওয়ার পেপ টকের কথা উল্লেখ করেন গৌতম গম্ভীর। ঠিক কতটা তাঁকে কিং খান♏ সমর্থন করেছিল সেটা বলতে গিয়ে নাইটদের মেন্টর বলছেন,' আমার যখন খারাপ সময় যাচ্ছিল ব্যাটে তখন আমায় একটা কথাই বলেছিল, তুমি যতদিন চাও এখানে খেলবে। তার জন্য নিজেকে বসানোꦫর কোনও প্রয়োজন নেই। প্রত্যেকটা ম্যাচেই আমায় খেলতে হবে বলেছিল শাহরুখ। তাহবে ভেবে দেখ, এমন একজন মানুষ যে নিজের জীবনে এত কিছু পেয়েছে। সে কখনও ক্রিকেট নিয়ে কথাই বলেনি, অথচ ঠিক সময় এসেই আমার সঙ্গে কথা বলেছিল। আমি বলছি না ওই সাত বছরে আমি সব সিদ্ধান্ত ঠিক নিয়েছিলাম, কিন্তু আমার ওপর ভরসা করত বলেই কখনও আমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করেনি। তাই আইপিএলে যতজনের সঙ্গে কাজ করেছি, শাহরুখ খানই সেরা'।
আরও পড়ুন-IPL 2024-রোহিত বা বোর্ড নয়, ইম্প্যাক্ট প্লেয়ার থাকবꦿে কিনা▨,সেটা ঠিক করুক দর্শকরাই, মত পন্টিংয়ের
একটা সময় আইপিএলে ধারাবাহিকভাবে খারাপ পারফরমেন্স 😼করছিলেন গৌতম গম্ভীর। সেই সময়ই নিজেকে প্রথম একাদশ থেকে সরিয়ে নেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু অধিনয়ক হিসেবে তাঁর প্রথম একাদশ থেকে নিজেকে সরিয়ে😼 নেওয়ার সিদ্ধান্ত , তাঁর বর্ণময় কেরিয়ারে একটা কালো দাগের মতো হতে পারত, সেই কারণে তাঁকে কেকেআরের প্রত্যেক ম্যাচেই খেলতে বলেন বলিউডের কিং খান।