নবাগত কোনও ক😼্রিকেটার ম্যাচের আগে বা পরে হাজার হাজার দর্শকের সামনে সাক্ষাৎকার দিলে যে রকম অস্বস্তিতে পড়েন, সোমবার তার থেকেও বেশি অস্বস্তিতে পড়তে দেখা গেল শুভমন গিলকে। শুভমন গিল আইপিএলে তো নয়ই, এমনকি আন্তর্জাতিক ক্রিকেটেও নবাগত নন। বরং ইতিমধ্যেই সর্বোচ্চ মঞ্চের সঙ্গে দারুণভাবে সꦦড়গড় হয়ে উঠেছেন।
ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন গিল। আইপিএলে গুজরাট টাইটানসের ক্যাপ্টেন্সি করছেন এই নিয়ে ২টি মরশুমে। ক্যাপ্টেন হিসেবে টসের পরে এবং ম্যাচের শেষে সঞ্চালকের সঙ্꧋গে কথাবার্তা বলেছেন বিস্তর। ম্যাচের সেরা হয়ে সাক্ষাৎকারও দিয়েছেন অনেক। সাংবাদিক𒅌 সম্মেলনে চোখা চোখা প্রশ্নের জবাবও দিতে হয়েছে গিলকে। তবে তাঁকে এমন বিব্রত আগে কখনও দেখায়নি।
সোম𝕴বার ইডেনে আইপিএল ২০২৫-এর ৩৯তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটানস। ম্যাচের আগে নাইট দলনায়ক রাহানের সঙ্গে টস করত🧸ে নামেন গুজরাট অধিনায়ক শুভমন গিল। টস জিতে রাহানে সঞ্চালক ড্যানি মরিসনকে জানিয়ে দেন যে, তাঁরা শুরুতে ফিল্ডিং করবেন।
রাহানের পরে সঞ্চালক মরিসনের সঙ্গে কথা বলেন গিল। তবে তা🏅ঁকে শুরুতেই যে প্রশ্নের মুখে পড়তে হয়, তেমনটা সম্ভবত কোনওভাবেই আশা করেননি শুভমন। মরিসন গিলকে জিজ্ঞাসা করেন যে, তাঁকে পরিপাটি দেখাচ্ছে। সামনে বিয়ে নাকি? মরিসনকে বলতে ꦺশোনা যায়, ‘তোমাকে পরিপাটি দেখাচ্ছে। বিয়ের ঘণ্টা বাজছে নাকি? তাড়াতাড়ি বিয়ে টিয়ে করছ নাকি?’
এমন 🎶প্রশ্নে শুনে লজ্জায় পড়ে যান শুভমন গিল। তিনি অস্বস্তি নিয়েই জবাব দেন যে, ‘না না, তেমন কিছু নয়।’
ইডেনে নিশ্চিত শতরান হাতছাড়া করেন গিল
সোমবার ইডেনে নিশ্চিত শতরান মাঠে ফেলে 🏅আসেন শুভমন গিল। তিনি ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ ৫৫ বলে ৯০ রান করে আউট হয়ে বসেন গুজরাট দলনায়ক। বৈভব আরোরার বলে রিঙ্কু সিংয়ের হাতে ধরা পড়ার আগে 🌜গিল ১০টি চার ও ৩টি ছক্কা মারেন।
গুজরাট টাইটানস শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৯৮ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে 🍰৩৬ বলে ৫২ রান করেন সাই সুদর্শন। ২৩ বলে ৪১ রানের আগ্রাসী ইনিংস খেলে নট-আউট থাকেন জোস বাটলার। তিনি মোট ৮টি চার মারেন।