আইপিএলের গত দুই বছরের অন্যতম সফল দল গুজরাট টাইটান্স। তুল্যমুল্য বিচার করলে সবচেয়ে সফল দলও বলা যা�💃�য় শেষ দুই বছরের। কারণ ২০২২ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২৩ সালে রানার্স আপ হয়েছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটানস। এবার অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে বিষয়টা কিছুটা যেন ঘেঁটে ফেলেছেন শুভমন গিল। অতিরিক্ত চাপ পড়ায় না তিনি ব্যাটে সেভাবে ছন্দ মেলে ধরতে পেরেছেন, না অধিনায়কত্বের দিক থেকে। মাঝখান থেকে দল নেমে গেছে ৯ নম্বর স্থানে। তাও আবার লিগের লাস্ট বয়ের কাছে পরপর দুই ম্যাচ হেরে। তাও যদি লড়াই দিয়ে হারত, তাহলে বলার জায়গা থাকত। আরসিবির বিপক্ষে প্রথম লেগের ম্যাচে চার ওভার বাকি থাকতে বিরাটরা ম্যাচ জিতেছিল, তাও ২০০-র ওপর রান চেজ করে। দ্বিতীয় লেগের ম্যাচে ৬ ওভারেরও বেশি বাকি থাকতে আরসিবি হারাল গুজরাটকে। এই পারফরমেন্সের পর গিলেরও খুব বেশি বলার কিছু নেই।
দল হারের হ্যাটট্রিক করেছে এবারের আইপিএলে, গিল নিজেও 💫এই তিন ম্যাচে চূড়ান্ত ব্যর্থ। দিল্লির বিরুদ্ধে করেছিলেন মাত্র ৬ রান। আরসিবির বিপক্ষে প্রথম লেগের ম্যাচে করেছিলেন ১৯ বলে ১৬ রান। গত ম্যাচে বিরাটের দলের বিপক্ষে করেছেন মাত্র ২ রান। দলের ওপেনারের যদি ফর্মের এই দশা হয়, তাহলে দলেরও ৯ নম্বরে থাকাটা অস্বাভাবিক নয়। তাই গিল বলছেন, সব কিছু ভুলে শুন্য থেকেই শুরু করতে হবে দলকে।
জোসুয়া লিটল, নুররা গুজরাটকে আরসিবির বিপক্ষে খেলায় ফেরালোও দলের রানের পুঁজি কম থাকায় শেষরক্ষা হয়নি। ৩৮ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুড়ে নেয় কার্তিকরা। ম্যাচের শেষে গুজরাট অধিনায়ক বলছেন,' এই পিচে ১৭০-১৮০ রান উঠলেই লড়াই করা যেত। কিন্তু যেভাবে আমরা পাওয়ার প্লেতে বোলিং আর ব্য়াটিং করেছি, তাতেই খেলায় পার্থক্য তৈরি হয়েছে। যদি আমরা পরপর উইকেট না হারাতাম তাহলে একজ♈ন অতিরিক্ত বোলার খেলাতে পারতাম, কিন্তু কিছু করার নেই। এখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে তাকাতে হবে। পরের ম্যাচে শূন্য থেকেই শুরু করতে হবে। যতটা সম্ভব পয়েন্ট তোলা যায়, সেদিকেই নজর দিতে হবে'।
আরও পড়ুন-IPL 2024- আইপিএল থেকেই ছিটকে গেলেন এলএসজির তারকা 😼পেসার, জানালেন কোচ ল্যাঙ্গার
এই নিয়ে ১১ ম্যাচের মধ্যে ৭টিতেই হারল তাঁরা। গত দুবছরে তাঁদের যা পারফরমেন্স ছিল তাঁতে এইরকম পারফরমেন্স মোটেই আশা করা যায় না।꧅ কারণ হার্দিক গ𓃲েলেও ঋদ্ধিমান সাহা, রশিদ খান, ডেভিড মিলারসহ দলের কোর টিম ধরেই রেখেছিল ম্যানেজমেন্ট। তাও এমন ফল হওয়া/ গিলের মতোই হতাশ দলের ম্যানেজমেন্টও।
আরও🏅 পড়ুন-হঠাৎই Undertaker-এর ভূমিকায় কেকেআর ক্রিকেটার, মারলেন চোকস্লাম, দেখুন ভিডিয়ো
ꦑগিলদের পরের ম্যাচ আগামী শুক্রবার মহেন্দ্র স💫িং ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আহমেদাবাদে।