এশিয়া কাপ শুরুর দিনক্ষণ যত এগিয়ে আ⭕সছে, টুর্নামেন্টের জন্য ভারতের সম্ভাব্য স্কোয়াড নিয়ে ততই আগ্রহ বাড়ছে ক্রিকেটপ্রেমীদের। এই অবস্থায় বিশেষজ্ঞরা এশিয়া কাপের জন্য ভারতের সম্ভাব্য স্কোয়াড নিয়ে নিজেদের൲ পছন্দ-অপছন্দের কথা জানিয়ে চলেছেন। ক্রিকেট পণ্ডিতরা বেছে নিচ্ছেন নিজেদের পছন্দের ভারতীয় দল।
ক'দিন আগেই রবি শাস্ত্রী, সন্দীপ পাতিল ও এমএসকে প্রসাদের বিশেষজ্ঞ প্যানেল নিজেদের পছন্দের ১৫ জনের ভারতীয় স্কোয়াডে কারা জায়গা পেতে পারেন, তা স্পষ্ট🍌 জানিয়ে দেয়। এবার সেই পথেই হাঁটলেন হরভজন সিং। তিনি নিজের ইউটিউব চ্যানেলে এশিয়া কাপের জন্য ১৫ জনের দল গড়ে নেন। সেই সঙ্গে ১৬ জনের স্কোয়াড গড়া হলে কে সুযোগ পেতে পারেন, তাও স্পষ্ট করে দেন সর্দার।
ভাজ্জি এশিয়া কাপের দল♛ গড়ে নিতে বসে শাস্ত্রীদের সঙ্গে অনেকটাই একমত হয়েছেন। কেননা তিনিও আস্থা রেখেছেন সূর্যকুমার যাদবের উপরে। সেই সঙ্গে তিলক বর্মার এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পাওয়া উচিত বলে মনে হয়েছে টার্বুনেটরের। শাস্ত্রীদের মতো হরভজনও বিবেচনা করেননি সঞ্জু স্যামসনের নাম। তফাৎ শুধু একটাই। ভাজ্জির মনে হয়েছে লোকেশ রাহুল যেহেতু ফিট, তাই তাঁকে বিশ্ব🐓কাপের জন্য বিবেচনা করা হলে আগে এশিয়া কাপের স্কোয়াডে জাগয়া করে দেওয়া উচিত।
হরভজ🍨ন শ্রেয়স আইয়ারের প্রসঙ্গও উত্থাপন করেননি নিজের আলোচনায়। অক্ষর প্যাটেলকে তিনি স্কোয়াডের ১৬তম ক্রিকেটার হিসেবে বিবেচনা করেছেন। কুলদীপ যাদবকে ১৫ জনের স্কোয়াডে জায়গা করে দিলেও সর্দারের দাবি, ভারত প্রথম একাদশে ২ জন স্পিনার খেলালে জাদেজার সঙ্গে সেই দলে জায়গা হওয়া উচিত যুজবেন্দ্র চাহালের।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের টি-২০ সিরিজ হার নিয়ে হরভজন কার্যত বিস্ময় প্রকাশ করেন। তিনি স্পষ্ট ไজানান যে, যারা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্যন্ত করতে পারেনি, তেমন দলের কাছে ভারতের টি-২০ সিরিজ হার🐭 তাঁকে অবাক করেছে। টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার এও জানান যে, হতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে রোহিত-কোহলি খেলেননি। তবে এটা মাথায় রাখা উচিত যে, রোহিত-কোহলি কিন্তু সর্বদা থাকবেন না।
এশিয়া কাপের জন্য হরভজনের বেছে নেওয়া ভারতীয় স্কোয়াড:-
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, ইশান কিষান (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, লোকেশ রাহুল, অক্ষর 🌞প্যাটেল (১৬তম ক্রিকেটারꦓ)।