একদা আইপিএলে একই দলের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে﷽ছেন হার্দিক-ক্রুণাল দুই পান্ডিয়া ভাই। দু'জনে এখনও ইন্ডিয়ান প্রিমিয়র লিগে রং ছড়াচ্ছেন, তবে ভিন্ন দলের হয়ে। হার্দিক পান্ডিয়া এখন মুম্বই ইন্ডিয়ান্সেﷺর কাণ্ডারী। অন্যদিকে ক্রুণাল পান্ডিয়া নির্ভরতা দিচ্ছেন আরসিবিকে।
সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়🐟ামে দুই পান্ডিয়া ভাই মাঠে নামেন একে অপরের বিরুদ্ধে। শেষমেশ ছোট ভাই হার্দিকের দলকে হারিয়ে শেষ হাসি হাসে দাদা ক্রুণাল পান্ডিয়ার দল। তবে এই ম্যাচে দুই পান্ডিয়া ভাইই দুর্দান্ত ব্যক্তিগত নজির গড়েন। হার্দিক যেখানে একাধিক মাইলস্টোন ছুঁয়ে ফেলেন, ক্রুণালও পিছিয়ে থাকেননি মাইলফলক টপকানোয়।
ওয়াংখেড়ের এই ম্যাচে হার্দিক পান্ডিয়া প্রথমে ৪ ওভার বল করে ৪৫ রানের বিনিময়ে ২টি উই🦹কেট তুলে নেন। তিনি সাজঘরে ফেরান বিরাট কোহলি ও লিয়াম লিভিংস্টোনকে। পরে ব্যাট হাতে ১৫ বলে ৪২ রানের মারকাটারি ইনিংস খেলেন হার্দিক। এমন আগ্রাসী ইনিংসে ৩টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি।
অন্যদিকে ক্রুণাল পান্ডিয়া এই ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি। তবে বল হাতে চমক দেন তিনি। ক্রুণাল ৪ ওভার বল করে ৪৫ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন। তিনি সাজঘরে ফেরান🌱 উইল জ্যাকস, নমন🌸 ধীর, মিচেল স্যান্টনার ও দীপক চাহারকে।
জোড়া মাইলস্টোন হার্দিক পান্ডিয়ার
মুম্বই বনাম আরসিবি ম্যাচে ২টি উইকেট নেওয়ার সুবাদে ঘরোয়া ও আন্তর্জাত꧑িক ক্রিকেট মিলিয়ে টি-২০ কেরিয়ারের ২০০ উইকেট নেওয়ার মাইলস্টোন ছুঁয়ে ফেলেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক। ২৯১টি টি-২০ ম্যাচের ২৩২টি ইনিংসে বল করে হার্দিক সংগ্রহ করেছেন সাকুল্যে ২০০টি উইকেট।
এছাড়া সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরসিবির বিরুদ্ধে ৩টি চার🦂 মারার সুবাদে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ কেরিয়া𝕴রের ৪০০টি চার মারার নজির গড়েন হার্দিক পান্ডিয়া।
দুরন্ত নজির ক্রুণাল পান্ডিয়ার
ক্রুণাল পান্ডিয়া মুম্বইয়ের বিরুদ্ধে এই ম্যাচে ৪টি উইকেট নেওয়ার সুবাদে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ কেরিয়ারে ১৫০টি উইকেট নেওয়ার মাইলস্টোন টপকে যান। ২১১টি টি-২০ ম্যাচের ১৯৯ౠটি ইনিংসে বল করে ক্রুণাল সংগ্রহ করেছেন সাকুল্যে ১৫২টি উইকেট।
উল্লেখ্য, সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে আইপিএল ২০২৫-এর ম্যাচে ১২ রানের সংক্ষিপ্ত ব্যবধানে পরাজিত করে আরসিবি। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে আরসিবি। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২২১ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। জব🐻াবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২০৯ রানে আটকে যায়।