সাতাশ মিটার দৌড়ে এসে অবিশ্বাস্য ক্যাচ নিলেন হার্দিক পান্ডিয়া। দৌড়ে এসে ডিপ মিড-উইকেটে উলটো হাতে ক্যাচটা ধরেন। যা দেখে হতভম্ব হয়ে গিয়েছেন সকলে। নেটিজেনরা তো হতবাক হয়েই গিয়েছেন। হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ধারাভাষ্যকাররাও। শুধু তাই নয়, ক্যাচটা এতটাই ভালো ছিল যে ম্য⛎াচের মধ্যেই হার্দিককে জড়িয়ে ধরেন ভারতীয় দলের 💎ফিল্ডিং কোচ টি দিলীপ। যা দেখে সকলেই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছেন যে এবারের ফিল্ডিং মেডেলটা যাচ্ছে হার্দিকের কাছেই। আর তা নিয়ে দুনিয়ার কারও কোনও প্রশ্ন থাকবে না।
অবিশ্বাস্য ক্যাচ হার্দিকের
আর সত্যি মেডেলটা হার্দিকের কাছেই যাওয়ার কথা। কারণ ১৩.৩ ওভারে বরুণ চক্রবর্তীর বলে যে স্লগ সুইপটা মারেন বাংলাদেশের রিশাদ হোসেন, সেটা বেশ ভালোই ছিল। সেই শটটায় নিশ্চিত বাউন্ডারি লেখা ছিল। কিন্তু ২৭ মিটার দৌড়ে এসে সেই বলটা শুধু বাউন্ডারিতে যাওয়া থেকে আটকাননি হার্দ♋িক, অবিশ্বাস্য ক্যাচ ধর🌄েন ভারতের তারকা ক্রিকেটার। বলটা তীরের মতো যাচ্ছিল। হার্দিক বলটা ধরার জন্য দু'হাত বাড়ান।
আরও পড়ুন: IND vs SL Women's T20 WC: শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত ক𝓡রে সেমিফাইনালের দাবি 🎶জোরালো করল ভারত
হার্দিক ও তাঁর অবিশ্বাস্য রিফ্লেক্স
তবে অতটা দৌড়ে এসে একেবারে নিখুঁতভাবে বলের গতিপথ নির্ধারণ করা সহজ নয়। হার্দিকেরও সেই ‘জাজমেন্ট’-টা পুরোপুরি নিখুঁত হয়নি। কিন্তু হা্র্দিকের রি♛ফ্লেক্স এতটাই ভালো যে ডানহা🉐তটা উলটো করে অবিশ্বাস্য ভঙ্গিমায় ক্যাচ ধরে নেন ভারতের তারকা ক্রিকেটার। তারপর গতির কারণে ভারসাম্য হয়ে পড়ে যান। কিন্তু অনুভূমিকভাবে স্লাইড করেন, যাতে বাউন্ডারির রোপে ধাক্কা না খেয়ে যান।
শুধু ফিল্ডিং নয়, দুর্দান্ত ব্যাটিংও করেন হার্দিক
তবে শুধু ℱফিল্ডিং নয়, বুধবার দিল্লিতে ব্যাট হাতেও ঝড় তোলেন হার্দিক। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ছয় নম্বরে নেমে ১৯ বলে ৩২ রান করেন ভারতের তারকা। দুটি চার মারেন। হাঁকান দুটি ছক্কা। আর তারপর সেই দুর্ধর্ষ ক্যাচ নেন। যদিও বুধবার তাঁর হাতে বল দেনন꧃ি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। আর সেটার প্রয়োজনও পড়েনি।
আরও পড়ুন: IND vs BAN T20I: আগেরদিন পা কাঁপছিল, আর🃏 এখন ꦦবাংলাদেশ বলছে মায়াঙ্কের মতো বোলারকে আমরা নেটে খেলি!
কারণ তিনি যে সাত বোলারকে ব্যবহার করেছেন, তাঁদের প্রত্যেকেই উইকেট পেয়েছেন। আর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা, মায়াঙ্ক য🔥াদব এবং রিয়ান পরাগ একটি করে উইকেট তুলে নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন নীতীশকুমার রেড্ডি এবং বরুণ চক্রবর্তী। তারপরও আরও তিন বোলারকে ব্যবহার করতে পারতেন সূর্য। একজন তিনি নিজেই। একজন রিঙ্কু সিং। আর অপরজন হলেন হার্দিক।