দিল্𒈔লি ক্যাপিটালসের বিপক্ষে ঘরের মাঠে সহজেই ম্যাচ জিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করতে এসে বড় রান তুলতে পারেনি ঋষভ পন্তের দিল্লি। সেই সুযোগই কাজে লাগায় নাইটরা। মাত্র ১৬.৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কেকেআর শিবির। তবে ম্যাচ জয়ের পিছনে অনেকটাই ভূমিকা রয়েছে দলের বোলারদের। গত কয়েকটা ম্যাচেই বিস্তর সমালোচনা হয়েছে নাইট রাইডার্সের বোলিং নিয়ে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে হার হোক বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে কোনও মতে জয়। সঙ্গে গত পঞ্জাব ম্যাচে হার, নাইট বোলারদের হতশ্রী বোলিং বারবার উঠেছে প্রশ্ন মুখে। ইডেনের পিচ নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে। এরই মধ্যে কলকতার ষষ্ঠ জয় অনেকটাই অক্সিজেন দিয়েছে গৌতম গম্ভীরকে। প্রথম কয়েকটি ওভারে মিচেল স্টার্ক দাগ কাটতে না পারলেও নাইটদের স্বদেশী ব্রিগেড কিন্📖তু হিট, তা বলাই যায়।
আরও পড়ুন-IPL 2024-'প্রথম দ🗹েখায় বিরাট কোহ༺লি বলেছিল'…অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স
মিচে স্টার্ক🔯 প্রথম ওভারে একটু বেশি রান দিয়ে ফেলেছিলেন, তখন কাজটা কঠিন হয়ে গেছিল আরেক ওপেনিং বোলার বৈভব অরোরার কাছে। কিন্তু মাথা ঠান্ডা রেখেই পৃথ্বীকে সাজঘরে ফেরান বৈভব। এরপর তিনি নেন শাই হোপের উইকেটটিও। এরই মধ্যে উইকেট নেওয়ার আসরে যোগদান করেন হর্ষিত রানা। এবারের আইপিএলে রানা খুব খারাপ বোলিং করেননি। অন্তত উইকেট তিনি নিতেই থেকেছেন। ৮ ম্যাচে ১১ উইকেট নেওয়া হয়ে গেছে তাঁর। দিল্লির বিপক্ষেও 🌺নিয়েছেন দুটি উইকেট। তার মধ্যে অভিষেক পোড়েলের উইকেটটি তুলে নেওয়ার পর চেনা আগ্রাসী সেলিব্রেশন দেখা যায় হর্ষিতের থেকে। প্রথমে বঙ্গতনয় অভিষেককে সাজঘরের উদ্দ্যেশে হাত দেখান হর্ষিত, এরপরই ফ্লায়িং কিস ছুঁড়তে যান। তখনই তাঁর মনে পড়ে যায় বিসিসিআইয়ের শাস্তির কথা, তাই কোনওমতে নিজেকে সামলে নেন দিল্লির এই ২২ বছর বয়সি পেসার।
আরও পড়ুন-IPL 2024-রিঙ্কুর পর আবার কোন ক্রিকেটার পেলেন বিরাট কোহলির ব্যাট♌? দ꧅েখুন…
এবারের আইপিএলে প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে হায়দরাবাদের ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে আউট করার পর তাঁকে ফ্লায়িং কিস ছুঁড়েছিলেন হর্ষিত। যার পরিণাম খুব একটা ভালো হয়নি। তাঁকে খোয়াতে হয়েছিল ম্যাচ ফির ৬০ শতাংশ। আইপিএলের কোড অফ কনডাক্টে লেভেল ওয়ানের নিয়ম লঙ্ঘনের জন্য সেই শাস্তি হয়েছিল। দিল্লির বিরুদ্ধে পোড়েলের উইকেট নেওয়া🌸র পর হর্ষিত তাই সেলিব্রেশন করতে গিয়েও থামিয়ে নেন। আসলে দিল্লির পেসারকে পরপর বাউন্ডারি মেরেছিলেন পোড়েল। তাতেই কিছুটা চাপে পড়ে যান হর্ষিত, তাই উইকেট নেওয়ার পর করে বসেন এমন সেলিব্রেশন।
আরও পড়ুন-IPL 2024-‘ওভাবে বোলিং করলে তো মার 🍎খাবেই’,স্পিনারদের ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখালেন মুরলি
হর্ষিতের সেলিব্রেশ𒅌নের ভঙ্গিমা খুব একটা পছন্দ হয়নি ধারাভাষ্যকার হিসেবে ক꧟াজ করা সুনীল গাভাসকরেরও। তিনিও হর্ষিতের সমালোচনা করে বলেন, 'অভিষেক তো কোনও কিছুই করেনি হর্ষিততে, তাহলে ওর উচিত নয় ওভাবে উচ্ছাস দেখানো। ক্রিকেট এখন টেলিভিশনে অনেক জনপ্রীয় হয়ে উঠেছে মানছি, কিন্তু নিজের দলের সঙ্গে উইকেট নেওয়ার আনন্দ উপভোগ করা উচিত। এমনভাবে কাউকে অপমান করে সেলিব্রেশন উচিত নয়'।