শুভব্রত মুখার্জি:- অধিনায়ক রোহিত শর্মা হোক কিংবা ক্রিকেটার রোহিত শর্মা এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম প্রতিষ্ঠিত নাম তিনি। আন্তর্জাতিক ক্রিকেট হোক কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সর্বত্রই অত্যন্ত দা♏পটের সঙ্গে খেলছেন তিনি। তাঁর অধিনায়কত্বে ভারত যেমন কয়েকমাস আগেই টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে, তেমনি ভারত ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওডিআই বিশ্বকাপের ফাইনালেও খেলেছে। আবার তাঁর নেতৃত্বেই পাঁচ পাঁচটি আইপিএলের শিরোপা জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স দলও। আইপিএলে মোট ছয়টি শিরোপা জিতেছেন রোহিত শর্মা।
পাঁচটি জিতেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে। আর ক্রিকেটꦓার হিসেবে ২০০৯ সালে ডেকান চার্জার্সের হয়ে জিতেছেন আইপিএলের ট্রফি। ২০০৮ সালের প্রথমবার আইপিএলেও তিনি খেলেছিলেন ডেকান চার্জার্সের হয়েই। প্রাক্তন নিউজিল্যান্ড তারকা অলরাউন্ডার স্কট স্টাইরিস ওই সময়েই ছিলেন তাঁর সতীর্থ। আর সেই সময়েই নাকি তিনি রোহিতের ‘স্পেশাল’ প্রতিভাকে চিনে নিয়েছিলেন। এমনটাই দাবি করেছেন তিন🔯ি।
আরও পড়ুন… জিততে পারলেন না, দেখলেন কার্ড! চোখের জল ♚ও মেসির বার্তায় শেষ বিশ্ব ফুটবলের সুয়ারেজ অধ্যায়
অগস্ট মাসে ভারত গিয়েছিল শ্রীলঙ্কা সফরে। এই সফরেই দীর্ঘ কয়েক বছর বাদে রোহিতের সঙ্গে দেখা হয় স্কট স্টাইরিসের। ২০০৮ সালে যে রোহিতকে তিনি দেখেছিলেন সেই রোহিত যে ১৬ বছর বাদেও বদলাননি তা স্পষ্ট করে দিয়েছেন স্কট স্টাইরিস। তবে ব্যাটিং স্টাইল থেকে ব্যাটিং অ্যাপ্রোচ সবটাই বদলে গিয়েছে রোহিতের। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে♚ ধোনিই প্রথম রোহিতকে ওপেনার হিসেবে ব্যবহার করেছিলেন। তারপর থেকে ধীরে ধীরে রোহিতের ব্যাটিংয়ে বিরাট পরিবর্তন এসেছে। এখন আবার পাওয়ারপ্লেতে আল্ট্রা আক্রমণাত্মক ক্রিকেটটা খেলেন রোহিত। তবে এতকিছু বদলালেও রোহিতের আচার আচরণে আসেনি কোন পরিবর্তন। মানুষ রোহিত যে একই রকম রয়ে গিয়েছেন তা জানিয়েছেন স্কট স্টাইরিস।
ক্রিকেট ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট স্টাইরিস জানিয়েছেন, ‘২০০৮ সালের আইপিএলেই আমি প্রথম সুযোগ পাই রোহিত শর্মার টিমমেট হিসেবে খেলার। সেই সময়েই প্রথম দেখেছিলাম রোহিত শর্মাকেܫ। ডেকান চার্জার্সে ও আমাদের সঙ্গেই খেলছিল। তখন রোহিত শর্মার কত বয়স হবে ১৯ কি ২০। সেই সময়েই আমার মনে হয়েছিল এই তরুণের মধ্যে আলাদা প্রতিভা রয়েছে। আমি সবেমাত্র শ্রীলঙ্কা থেকে ফিরেছিলাম। সেখানে ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজে আমি ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছি। সেখানে দীর্ঘ কয়েক বছর পরে ওঁꦰর সঙ্গে আমার দেখা হয়েছিল। ১৬ বছর আগেও মানুষ হিসেবে রোহিত শর্মা ঠিক যেমন ছিল এখনও তেমনই আছে। একটুও বদল আমি ওঁর মধ্যে দেখিনি।’
আরও পড়ুন… RRไ-কে পরবর্তী স্তরে নিয়ে যেতে চাই- রয়্যালস পরিবারে ফিরে কী বললেন রাহুল দ্রাবিড়🌳?
২০০৮ সালে ডেকান চার্জার্সের দল ছিল একেবারে তারকা খচিত। হার্সেল গিবস, চামিন্ডা ভাস, শাহিদ আফ্রিদি, অ্যান্ড্রু সাইমন্ডস, ভিভিএস ❀লক্ষ্মণ, অ্যাডাম গিলক্রিস্ট সহ একগাদা তারকা ছিলেন সেই দলে। সেই দলের অংশ ছিলেন রোহিত শর্মা। যদিও ডেকান চার্জার্স ওই বছরে আইপিএল জিততে পা🃏রেনি। তবে তারা পরের বছর অর্থাৎ ২০০৯ সালে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল। যে দলের অন্যতম সদস্য ছিলেন রোহিত শর্মা।