শুভব্রত মুখার্জি:- বুধবার ভারতীয় সিনিয়র পুরুষ ক্রিকেট꧃ দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মর্নি মর্কেল। প্রাক্তন এই দক্ষিণ আফ্রিকার পেসার সেপ্টেম্বর মাসেই বাংলাদেশ সিরিজ থেকে জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন। ভারতের বোলিং কোচ হওয়ার দৌড়ে মর্কেল একা ছিলেন না। তাঁকে এই পোস্টের জন্য লড়াই করতে হয়েছে আরো দুই প্রখ্যাত প্রাক্তন ভারতীয় পেসারের সঙ্গে। বোলিং কোচ হওয়ার লড়াইতে ছিলেন লক্ষ্মীপতি বালাজি এবং বিনয় কুমার ও। তাদেরকে টপকে কিভাবে অসাধ্য সাধন করলেন প্রাক্তন প্রোটিয়া পেসার?আসুন জেনে নেওয়া যাক নেপথ্য কাহিনী।
গতকালকেই বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ জানিয়ে দিয়েছিলেন যে পাঁচ বছরের চুক্তিতে অর্থাৎ ২০২৭ পর্যন্ত জাতীয় দলের বোলিং কোচ হিসেবে থাকছেন মর্নি মর্কেল। বিসিসিআইয়ের সূত্র মারফত খবর এই মুহূর্তে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের সুপারিশ নাকি নেপথ্যে কাজ করেছে মর্কেলের ভারতীয় কোচ হওয়ার পিছনে। পাশাপাশি মর্কেলের কোচ হিসেবে অভিজ্ঞতা ও তাঁকে অনেকটাই এগিয়ে রেখেছিল এই বিষয়ে। তিনি পাকিস্তা💙ন দলের কোচ হিসেবে কাজ করেছেন।
২০২৩ ওডিআই বিশ্বকাপে তিনি পাকিস্তান দলের কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন। পাশাপাশি আইপিএলে ও কোচ হিসেবে অভিজ্ঞতা তাঁর যথেষ্ট বেশি। তিনি লখনউ সুপার জায়ান্টসের হয়ে দুই বছর কাজ করেছেন। সেখানে তিনি গৌতম গম্ভীরের সঙ্গে ও দুই বছর কাজ করেছেন। একসঙ্গে কাজ♍ করা🔯র সুবাদে মর্কেলের কোচিং স্টাইল ও জানা গম্ভীরের। ফলে জাতীয় দলের হয়ে দুজনের জুটি বেঁধে কাজ করতে ও সুবিধা হবে।এইসব ফ্যাক্টরগুলোই নাকি কাজ করেছে মর্কেলের পক্ষে। আর তাই ভারতীয় বোলিং কোচ হওয়ার দৌড়ে নাকি অনেকটাই এগিয়ে যান মর্কেল।
সেপ্টেম্বর মাসের শুরুতেই ভারতে আসছেন মর্নি মর্কেল।তিনি প্রথমে যোগ দেবেন বেঙ্গালুরুর এনসিএতে অর্থাৎ ন্যাশনাল ক্রিকেট অ্যাকাদেমিতে। আশা করা হচ্ছে তিনি বেশ কয়েকটি দিলীপ ট্রফির ম্যাচে উপস্থিত থাকবেন। এনসিএতে তিনি প্রধান ভিভিএস লক্ষ্মণ এবং ট্রয় কুলির সঙ্গে সময় কাটাবেন।সেখান থেকে তিনি তাঁর দায়িত্বভার বুঝে নেবেন।ভারতীয় বোলিং কোচ হিসেবে মর্কেলের প্রথম চ্যালেঞ্জ হবে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ। ভারত ঘরের মাঠে দুইꦛ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগারদের বিপক্ষে।মর্কেলের সবথেকে বড় চ্যালেঞ্জ হবে ভারতের অস্ট্রেলিয়ার সফর। যেখানে তারা টানা তিনবার সিরিজ জয়ের লক্ষ্যে রয়েছে।অজিভূমে ভারতীয় পেসারদের পাশাপাশি মর্কেলকে ও যে কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হবে তা বলাই বাহুল্য।