আর তিন দিন পরই শুরু হয়ে যাচ্ছে আইপিএলের নিলাম। সেখানে বসার আগে সব দলই তাঁদের টার্গেট লিস্ট তৈরি করꦬে নিয়েছে। যেমন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরাট কোহলি, যশ দয়াল এবং রজত পতিদারকে রিটেন করেছে। আইপিএলে ৮০০৪ রান করে সর্বোচ্চ রানের মালিকই বিরাট কোহলি, তাই তাঁকে কেন রাখা হয়েছে সেকথা বলার অপেক্ষা রাখে না। গত আইপিএলেও সর্বোচ্চ রানের মালিক ছিলেন কোহলিই। করেছিলেম ৭৪১ রান। আগ🌸ামী মরশুমে তিনিই দলের অধিনায়ক।
আরও পড়ুন꧋- IPL নꦍিলামের আগেই ব্যাট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশতরান RR, RCB-র প্রাক্তন তারকার…
আরসিবির হাতে রয়েছে আইপিএলের নিলামের আগে ৮৩ কোটি টাকার বেস প্রাইস, এছাড়াও তিনটি রাইট টু ম্যাচ কার্ড। একঝলকে দেখে নেওয়া যাক কোন কোন ক্রিকেটার𓃲ের দিকে আগামী আইপিএলের জন্য এবারের নিলামে টার্গেট করতে পারে আরসিবি। তাঁ🍸রা অবশ্যই চাইবেন এমন দল বানাতে, যাতে প্রথম ট্রফির দেখা পাওয়া যায়।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় অনুশীলনে চেনা ছন্দ🉐ে বিরাট! ফাস্ট পিচে ল্যাজেগোবরে অবস্থা সরফরাজের!
১🦩. রাচীন রবীন্দ্র- ভারত নিউজিল্যান্ড সিরিজে এমনিতেই নজরে এসেছেন তিনি। এছাড়াও গতবার সিএসকের জার্সিতেও খেলেছিলেন, তবে তেমন ছন্দেও ছিলেন না। ওপেনিং এবং মিডল অর্ডারে ꩵব্যাটিং করতে পারেন।
২. একজন ভারতীয় স্🏅🌺পিনারের দরকার রয়েছে আরসিবির, সেক্ষেত্রে পুরনো অস্ত্র যুযবেন্দ্র চাহালকেই ফেরানো হতে পারে।
৩. ইতিমধম্যেই গুঞ্জন﷽ ছড়িয়েছে কেএল রাহুলকে নিয়ে। নিয়ে ওপেনিংয়ের পাশাপাশি মিডল অর্ডারও খেলেন, আবার উইকেট কিপিও করেন।
আরও পড়ুন-‘ওকে খেলা অসম্ভব’! টেস্ট সিরিজ শুরুর আগে ট্রাম্প কার্ড বুমরাহꦇকে নিয়ে সতর্ক অজিরা
৪. আরꦡসিবি যদি মহম্মদ সিরাজকে ফেরাতে না পারে সেক্ষেত্রে তাঁরা মহম্মদ শামির জন্য মরিয়া হয়ে ঝাঁপাতে পারে। কারণ ভালো ভারতীয় বোলার তাঁদের প্রয়োজন
৫. উইল জ্যাকসকে আরটিএম কার্ড দিয়েই ফেরাতে চাইবে আরসিবি। কারণ গত আইপি🔥এলে তাঁর দুরন্ত পারফরমেন্সেই ঘুরে দাঁড়িয়েছিল শেষদিকে দল।
৬. ওয়াসিংটন সুন্দরকে নিয়েও বেশ চর্চা চ🌄লছে। তাঁকেও টার্গেটে রাখছে আরসিবি। কারণ অতীতে তিনি খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে, বোলিং ব্যাটিং দুই পারেন।
৭. ইংল্য🐲ান্ডের কিপার ব্যাটার জোস বাটলারকে বাকি সব দলের মতো আরসিবিও টার্গেট করছে। এমন ওপেনিং ব্যাটার পেলে🃏 বিরাটের সঙ্গে জুঁটি বাঁধা নিয়ে চিন্তা থাকবে না, সঙ্গে উইকেটকিপিংও করেন।
আরও পড়ুন-অদম্য জেদ! বৃষ্টি🌠র জন্য ♏মাঝপথেই নেট অনুশীলন থামালেন বাকিরা! কিন্তু নেট ছাড়লেন না কোহলি…
৮.কে༒কেআরের হয়ে গত আইপিএলের প্লে অফ এবং ফাইনালে দুরন্ত বোলিং করা মিচেল স্টার্ককেও চড়া দামে ন♒িতে তৈরি আরসিবি।
৯. কম দামে যদি পাওয়া 🎃যায়, সেক্ষেত্রে বর্ষিয়ান স্পিনার ভুবনেশ্বর কুমারকেও টার্গেট করছে বিরাটের ফ্র্যাঞ্চাইজি, কারণ তাঁর নিঁখুত ইয়র্কার আর সুইং বোলিং।
১০. নিউজিল্যান্ডের ব্যাটার তথা পার্ট টাইম স্পিনার গ্লেন ফিলিপসকেও নিতে পারে আরসিবি, তবে🦹 টার্গেট লিস্ট কেমন 🍰ভড়ছে সেসব দেখে।