ইস্টবেঙ✤্গল জার্সি গায়ে কেন ভালো খেলতে পারছেন না আনোয়ার আলি? মোহনবাগানের প্রাক্তন ফুটবলারের কি মানসিক সমস্যা হচ্ছেꦆ। ওকে মনোবিদের কাছে নিয়ে যাওয়া উচিত? সেই কারণেই কি আনোয়ার আলির পারফরম্নেস খারাপ হচ্ছে। এমনই সব নানা প্রশ্ন ফুটবল ময়দানে ঘুরে বেড়াচ্ছে। এই বিষয়ে মোহনবাগান ও ইস্টবেঙ্গল কর্তাদের মধ্যে মাঠের বাইরে এক আলাদা লড়াই দেখা যাচ্ছে।
মোহনবাগান কর্তা বলছেন আনোয়ার চাপে রয়েছেন। আনোয়ারের মানসিক চাপ নিয়ে জবাব এল ইস্টবেঙ্গলের তরফেও। এদিকে ইস্টবেঙ্গল কর্তারা ব🎃লছেন এ বিষয়ে আনোয়ার বলতে পারবেন। বড় ম্য𝄹াচে প্রথম গোলটির ক্ষেত্রে আনোয়ারের ভুল ছিল এমন প্রশ্নে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা নীতু সরকার বলেন, ‘কেন আনোয়ারের। ভুল তো মাঝমাঠেই হয়েছে।’
আরও পড়ুন… ওদের মধ্যে সেই আবেগটা🐟ই নেই: ভারতের বর্তমান প্রজন্মের জিমন্যাস্টদের দেখে হতাশ দীপা কর্মকার
আসলে ডার্বিতে খেলা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন আন𒉰োয়ার আলির। গত মরশুমে মোহনবাগানে খেলেছিলেন। চলতি মরশুমে লাল-হলুদে সই করেছেন। যদিও তাঁর পারফরম্যান্স সেই অর্থে ভালো জায়গায় নেই। এদিকে আনোয়ার আলিকে নিয়ে মামলাও চলছে। শুনানি পিছিয়ে যাওয়ায় বড় ম্যাচে খেলতে সমস্যা হয়নি। কিন্তু আনোয়ার আলির পারফরম্যান্স খুবই হতাশা জনক ছিল। আনোয়ার আলির ইস্যুতে ইস💞্টবেঙ্গলকে তোপ মোহনবাগান কর্তার। এবার জবাব দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তাও।
আরও পড়ুন… IND vs NZ 1st Test 5th day Live: জয়ের জন্য 🅘নিউজিল্যান্ডের দরকার ১০৭ রান, বরুণ দেবের কী ইচ্ছা?
আনোয়ার আলি কি বর্তমানে মানসিক চাপ রয়েছেন?♐ ওকে মনোবিদের কাছে নিয়ে যাওয়া উচিত? এই প্রশ্নে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা নীতু সরকার বলছেন, ‘সেটা তো আনোয়ার আলিই বলতে পারবেন। ও মনে করলে অবশ্যই ওকে মনোবিদের পাঠাবো।’
আনোয়ার আলিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা প্রশ্নে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ‘আনোয়ার অবশ্যই বড় প্লেয়ার। কিন্তু ও যাদের পরামর্শে চলছে, তারা ওর কেরিয়ার নিয়ে ছিনিমিনি খেলছেন। আমি শুধু বলব, ভগবান ওনাদের সুবুদ্ধি দিক, আনোয়ারকে মুক্তি দিক।’ আনোয়ার আলি মানসিক ভাবে বিধ্বস্ত বলেই মন𒆙ে করেন দেবাশিস দত্ত। মাঠের বাইরের ঘটনা নিয়ে আনোয়ার আলির সমস্যায় রয়েছেন বলেও মনে করা হচ্ছে।
আরও পড়ুন… BGT-র আগে সরফরাজকে রোগা ও ফিট করতে পন্তের🃏 বড় উদ্যোগ!♛ রহস্য ফাঁস করলেন সূর্যকুমার যাদব
মোহনবাগান কর্তা আরও ব𒁃লছেন, ‘আনোয়ার ওর কেসটার জন্য চাপে রয়েছে। ও তো বুঝে উঠতে পারছে না, ওকে নির্বাসন দেওয়া হবে কিনা, কত টাকা জরিমানা করা হবে, আদৌ খেলতে পারবে কিনা। ও এসব ভেবেইও চাপে রয়েছে।’
অস্কার ব্রুজোকে নিয়ে মোহনবাগান কর্তা বলেন, তাঁকে দর্শক হিসেবে ডাগআউটে রাখা হয়েছিল। যা শুনে ইস্টবেঙ্গল কর্তার জবাব, ‘যারা জেতে, অনেক কিছুই বলে। এটা রুচির ব্যাপারꦆ।’ টিমের পারফরম্যান্স নিয়ে শুধুমাত্র কোচের দিকে আঙুল তুলতে নারাজ। লাল হলুদ কর্তা বলছেন, ‘প্লেয়াররাও আশা করি বুঝতে পারছে। ওদেরও এত হারতে আশা করি ভালো লাগছে না।’