গত পুজোতে মুক্তি পেয়েছিল ৩ তিনটি বাংলা ছবি। ‘বহুরূপী’, ‘টেক্কা’ ও ‘শাস্ত্রী’। তবে সিনেপ্রেমী দর্শক সবথেকে বেশি উৎসাহী নন্দিতা-শিবপ্রসাদের ছবি ‘বহুরূপী’ নিয়ে। অন্তত বক্স অফিস রিপোর্ট তেমনই ইঙ্গিত দিয়েছে। রিপোর্ট বলছে ব্যবসার নিরিখে সবথেকে বেশি এগিয়ে ‘বহুরূপী’, দ্বিতীয় স্থানে রয়েছে 'টেক্ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚকা', আর এই দুই ছবির থেকে অনেকটাই পিছিয়ে ‘শাস্ত্রী’।
প্রসঙ্গত, গত ৮ অক্টোবর, পুজোর ছবি হিসাবে মুক্তি পেয়েছিল 'বহুরূপী'। তারপর একের পর এক সাফল্য। ১ মাস পার করেও থেমে থাকেনি নন্🍰দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ে🐬র ছবির সাফল্যের ঘোড়া। এখনও বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে ‘বহুরূপী’। গত ৯ নভেম্বর, উইনডোজ প্রোডাকশনের তরফে Hindustan Times Bangla-কে জানানো হয়, ছবির ব্যবসা প্যান ইন্ডিয়ায় ১৪ কোটি ছাড়িয়ে গিয়েছে। আর এবার ১৫ নভেম্বর টলিবাংলা বক্স অফিসের রিপোর্ট বলছে, ইতিমধ্যেই ছবিটি ১৫ কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। এর আগে মুক্তির পর ৩ সপ্তাহে ছবির ব্যবসায় যে হিসেব টলি বাংলা বক্স অফিসের তরফে দেওয়া হয়েছিল, তাতে দেখানো হয়েছিল বহুরূপী ১২ কোটি, টেক্কা-৪. ৫ কোটি এবং শাস্ত্রী-১.০৮ কোটি টাকার ব্যবসা করেছে। (প্যান ইন্ডিয়া রিপোর্টের ভিত্তিতে এই তথ্য দেওয়া হয়েছিল।
𝔉আরও পড়ুন-রণবীরের গন্ধমাখা বিছানায় শুয়ে…', ঠিক কী করেন? বেডরুমের গোপন কথ𝔍া বলে ফেললেন দীপিকা
সম্প্রতি ১০ দিনে টেক্কার আয় ঠিক কত? সেটি শুক্রবার নিজেই প্রꦓকাশ্যে এনেছেন ছবির প্রযোজক দেব। দেব জানান, ‘টেক্কার অভূতপূর্ব জার্নি জারি রয়েছে…. ইতিমধ্যেই সম্প্রসারিত প্রথম সপ্তাহে ছবির আয় ছিল ৩.৫ কোটি টাকা’। প্রযোজকের দেওয়া ফিগারের সঙ্গে মিলিয়ে sacnilk.com-এর তথ্য়ও বলছে, ১০ দিনে টেক্কার আয় ৩.৩২ ღকোটি টাকা।
যদিও আবার বহুরূপীর আয় নিয়ে একটু হলেও জলঘোলা হয়েছে। ৮ দিনেই নাকি বহুরূপীর ব্যবসা ১০ কোটি ছুঁয়েছে বলে জানিয়েছিলেন ছবির পরিচাল♏ক-প্রযোজক। তবে sacnilk.com-এর মতো বক্স অফিস পোর্টাল জানাচ্ছে ১০ দিনে এই ছবির আয় ৬.২৫ কোটি। যা প্রযোজকের অঙ্কের চেয়ে অনেকটাই কম। তবুও ছবির আয়ই বলছে পুজোর তিনটি ছবির মধ্যে 'বহুরূপী' নিয়েই দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপ𝕴না রয়েছে সবথেকে বেশি।
তবে আবার ‘শাস্ত্রী’র আয়ের কোনও পরিসংখ্যান প্রকাশ্যে আনেননি ꦑপ্রযোজক-অভিনেতা সোহম চক্রবর্তী ♈কিংবা সুরিন্দর ফিল্মস। sacnilk.com-এর পরিসংখ্যান বলছে এই ছবি ১০ দিনেও ১ কোটির গণ্ডিও নাকি ছুঁতে পারেনি। আয় দাঁড়িয়েছে ৮২ লক্ষে।