ম্যাচের এমন নাটকীয় সমাপ্তিও হতে পারে! রোমাঞ্চে পরিপূর্ণ শেষ বল পর্যন্ত গড়ানো ম্যাচে নিজের স্নায়ু ধরে রাখার এক কঠিনতম পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হলেন স্যাম কারান। বিশাল চাপে বোঝা কাঁ🧸ধে নিয়ে নিজের সঙ্গে অসম্ভব এক কঠিন যুদ্ধে জয়ী হলেন তিনি নিজেও, জেতালেন তাঁর দলকেও।
কারানের দৌলতেই হান্ড্রেডের রোমহর্ষক ম্যাচে লন্ডন স্পিরিটের বিরুদ্ধে ওভাল ইনভিন্সিবলস জিতল মাত্র ২ রানে। ১৯০ রান তাড়া করতে নেমে অ্যাডাম রসিংটনের (৩২ বলে ৬১) ঝোড়ো সূচনার হাত ধরে জয়ের খুব কাছে পৌঁছ গিয়েছিল লন্ডন। তাদের জিততে শেষ বলে ছয় রানের প্রয়োজন ছিল। কারানের ๊বলে ম্যাট ক্রিচলি কেবল মাত্র এক রানই নিতে পেরেছিলেন। এর পরে জয়ের সেলিব্রেশন শুরু করে দেন ওভালের ক্রিকেটাররা। ঠিক সেই সময়ে নো-বল দেন আম্পায়ার।
আরও পড়ুন: বিশ্বকাপের পরে🅰ই ODI থেকে অবসর নিয়ে সিদ্ধান্ত ন꧒েবেন- দাবি করলেন কামিন্স
তৃতীয় আম্পায়ার স্যাম কারান ওভারস্টেপ করেছেন বলে রায় দেওয়ায় হঠাৎ-ই আলো থেকে অন্দকার খাদের কিনারায় সামনে এসে দাঁড়িয়ে পড়ে ওভাল। নো-বলের ফলে ম্যাচ জিততে শেষ বলে মাত্র তিন রান প্রয়োজন ছিল লন্ডনের। কিন্তু কারানের ইয়র্কার খেলতেই পারেননি ক্রিস উড। ൩কোনও রান হয়নি এই বলে। স্বস্তি ফেরে ওভাল শিবিরে। টানটান উত্তেজনার ম্যাচে অবশেষে দুই রানে জয় পায় ওভাল ইনভিন্সিবলস। সেই সঙ্গে তারা লিগ টেবলের শীর্ষে উঠে আসে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১০০ বলে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান করে ওভাল। দলের ওপেনিং জুটি ৪৬ বলে ৭৯ রান করে দলের ভিত মজবুত করে দিয়েছিল। জেসন রয় ১৮ বলে ২৩ করে আউট হন। তার পর উইল জ্যাকসের সঙ্গে হেনরিখ ক্লাসেন এসে রানের গতি এগিয়ে নিয়ে যেতে থাকেন। উইল জ্যাকস ৪২ বলে ৬৮ রান কর🍎েন। ২৪ বলে ৪৬ করে অপরাজিত থাকেন ক্লাসেন। এছাড়া স্যাম কারান করেছেন ১৭ বলে ৩৫ রান। 🐷লন্ডনের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন নাথান এলিস এবং ড্যারিল মিচেল।
রান তাড়া করতে নেমে লন্ডনের অ্যাডাম রসিংটন শুরুটা ঝোড়ো মেজাতে ক♛রেন। ৩২ বলে ধামাকাদার ৬১ রান করেন তিনি। তবে আর এক ওপেনার জ্যাক ক্রলি ২১ বলে ১৯ রান কಌরেন। এ ছাড়া লন্ডনের অধিনায়ক ড্যান লরেন্স ১১ বলে ২৪ করেন। ম্যাথু ওয়েড ১৫ বলে ১৯ করেন। ম্যাট ক্রিচলি ১৩ বলে অপরাজিত ৩২ করে দলকে জেতানোর জন্য মরিয়া চেষ্টা করলেও, শেষ পর্যন্ত তাঁর লড়াই কাজে আসেনি। ১০০ বলে ৭ উইকেট হারিয়ে লন্ডন করে ১৮৭ রান। ওভালের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা এবং উইল জ্যাকস।