একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ডানহাতি স্পিডস্টার প্রকাশ করেছেন যে, তিনি ২০২৩ বিশ্বকাপের পরে তাঁর ওডᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚিআই ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেবেন। এবং মেগা টুর্নামেন্টের আগেই হয়তো অধিনায়ক হিসেবে অন্য কেউ দলের দায়িত্ব নেবেন।
গত নভেম্বরে অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক হিসেবে অ্যারন ফিঞ্চের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে কামিন্স মাত্র একবারই এই ফর্ম্যাটের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ৩০ বছরের তারকা টেস্ট টিমের নে🦩তৃত্ব দিলেও, সম্ভবত মিচেল মার্শের হাতে ওয়ানডে দলের লাগাম হস্তান্তর করতে পারেন। মিচেশ মার্শ আবার ফিঞ্চের জায়গায় অজি দলের টি-টোয়েন্টি অধিনায়ক হয়েছেন।
তাঁর ওয়ানডে ভবিষ্যত সম্পর্কে প্রশ্ন করা হলে কামিন্স দাবি করেছেন যে, তিনি এখনও এটি নিয়ে ভাবেননি এবং অস্ট্রেলিয়ার অস্থায়ী অধিনায়ক হিসেবে কাজ করার জন্য বেশ কয়েক জন প্রার্থী তৈরি রয়েছে। ফক্স স্পোর্টসে তিনি কামিন্স বলেছেন, ‘সত্যি বলতে, ওডিআই ক্রিকেট থেকে অবসর নেওয়া নিয়ে আমি এখনই বেশি কিছু ভাবছিনি। আমরা 🍰এই বিশ্বকাপ খেলব এবং তার পরে কী সিদ্ধান্ত নেব, সেটা ভাবব। ওয়ানডে-তে অধিনায়কত্ব ভাগাভাগি করে চালানো হচ্ছে। স্মিথি দু'টি ম্যাচে নেতৃত্ব দিয়েছে। আর জোশি হ্যাজলেউড আবার এক ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছে। এছাড়াও মিচি আছে। অ্যালেক্স ক্যারিও আছে। তাই আমি মনে করি, অধ♛িনায়ক একজন কাউকে ঠিক সময়ে বেছে নেওয়া হবে।’
আরও পড়ুন: এশিয়া কাপে নেপালের অধিনায়ক রোহিত,দলে জায়গা করে নিলেন🦂 DC-তে খেলা তারকা ক্রিকেটারও
প্যাট কামিন্স যোগ করেছেন, ‘ভালো কথা হল, আমাদের কাছে কয়েকটি বিকল্পಞ আছে। মিচি সম্ভবত সবচেয়ে এগিয়ে রয়েছে। কারণ ও টি-টোয়েন্টি দলেরও অধিনায়ক। বিশ্বকাপের আগে ওয়ানডে ম্যাচের সংখ্যা দেখে আমি অবাক নই। কিছু প্লেয়ার হয়তো এক-আধটা ম্যাচ মিসও করতে পারে। মিচি যদি একটি খেলা মিস করে, অন্য কেউ হয়তো নেতৃত্ব দেবে।’
﷽মায়ের মৃত্যুতে নিউ সাউথ ওয়েলসের এই বোলার চলতি বছরের শুরুতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মিস করেন। স্মিথ, য🐈িনি শেষ দু'টি টেস্টেও অধিনায়ক ছিলেন, ওয়ানডেতেও দলের নেতৃত্বের দায়িত্ব পালন করেন।
২০২৩ সালের অ্যাশেজ সিরিজের সময় তাঁর কব্জির আঘাতের কথা বলতে গিয়ে, কামিন্স দাবি করেন যে, চোটটি খুব গুরুতর নয় এবং বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, ‘এটা খুব ♛একটা বড় চোট নয়। আমি হয়তো দক্ষিণ আফ্রিকায় শেষের দিকে যোগ দেব। আমরা বিশ্বকাপের আগে ওয়ানডেগুলির দিকে আরও বেশি নজর দিচ্ছি।’