গোড়ালির চোটের কারণে দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের পর বাইশ গজ থেকে ছিটকে গিয়েছিলেন মহম্মদ শামি। বিশ্বকাপ পরবর্তীতে আর মাঠে ফিরতে পারেননি ভা🤡রতের তারকা পেসার। এই গোড়ালির চোটের কারণে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড সিরিজে খেলা হয়নি তাঁর। এমন কী এই বছর আইপিএলেও খেলতে পারবেন না শামি। সেই সঙ্গে তিনি খুব সম্ভবত ছিটকে যেতে পারেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও।
আরও পড়ুন: ফের ক্রিকেট খেলতে পারবেন, একটা সময়ে ভাবতে পারেননি 𓂃পন্ত, ইংল্যান্ডের বিরুদ্ধেই ফিরতে চেয়েছিলেন মাঠে
সম্প্রতি বোর্ড সচিব জয় শাহ যে বিবৃতি দিয়েছিলেন, তাতেই জল্পনা তৈরি হয়েছে বিশ্বকাপে খেলতে পারবেন না শামি। কারণ জয় শাহ তারকা পেসারের ২২ গজে ফেরার যে সময় দিয়েছেন, তাতেই মনে করা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হবে না শামির। জয় শাহ দাবি করেছেন, ‘শামির অস্ত্রো🅠পচার হয়ে গিয়েছে। ও দেশে ফিরে এসেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে ও ফিরতে পারে।’ অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর শামি ফিরবেন বলে দাবি করেছেন জয় শাহ। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা জুন মাসে। বোর্ড সচিবের কথা অনুযায়ী, বিশ্বকাপে খেলার সম্ভাবনা নেই শামির। যদি না শেষ মুহূর্তে অলৌকিক কিছু ঘটে।
বুধবার মহম্মদ শামি নিজেই একটি আপডেট দিয়েছেন। তিনি এক্সের মাধ্যমে জানিয়েছেন, তাঁর সেলাই কাটা হয়ে গিয়েছে। তিনি লিখেছেন, ‘আমার সেরে ওঠার অগ্রগতি সম্পর্কে একটি আপডেট দিতে চাই। আমার অস্ত্রোপচারের ১৫ দিন হয়ে গিয়েছে, এবং সম্প্রতি আমার সেলাই-ও কাটা হ🎃য়েছে। আমি যে অগ্রগতি অর্জন করেছি, তার জন্য কৃতজ্ঞ এবং আমার নিরাময় যাত্রার পরবর্তী পর্য💦ায়ের অপেক্ষা করছি।’
২০২৩ ওডিআই বিশ্বকাপে ২৪ উইকেট নেওয়া শামি গোড়ালির চোটের চিকিৎসা করতে লন্ডনে গিয়েছিলেন। শামির পায়ে গত মাসে অস্ত্রোপচার করা হয়। আইপিএলের এবারের মরশুমে শামি খেলতে পারবেন না, সেটি আগেই জানা গিয়েছিল। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও তাঁর ছিটকে যাওয়া কথা জানানো হয়। শামির অস্ত্রোপচারের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে লিখেছিলেন, ‘তোমার দ্রুত সুস্থতা এবং সুস্বাস্থ্য কামনা করছি। তুমি এই চোট কাটিয়ে সাহসের সঙ্গে ফিরবে, সে ব্🔯যাপারে আমি আত্মবিশ্বাসী।’ প্রধানমন্ত্রীর এই পোস্টের উত্তরে শামি লিখেছিলেন, ‘আমার সুস্থতা কামনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যারের এই বার্তা সুন্দর এবং চমকে দেওয়ার মতোই। আমাকে সমর্থনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।’