ক্রিকেটারদের টি টোয়েন্টি র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ভারতীয় বিস্ফোরক ব্যাটসম্যান সূর্যকুমার যাদব T20 আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে নিজের আধিপত্য অব্যাহত রেখেছেন। যেখানে বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদ এবং স্পিনার মাহেদি হাসান সর্বশেষ ICC পুরুষদের T20 র্যাঙ্কিং💙য়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন। সূর্যকুমার ৮৬১ পয়েন্ট নিয়ে T20I ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন এবং ইংল্যান্ডের ব্যাটসম্যান ফিল সল্ট ৮০২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। এদিকে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ দুই ধাপ লাফিয়ে একই তালিকায় ৮১তম স্থানে উঠে এসেছেন।
আরও পড়ুন… ১২ রানেই গুটিয়ে গেল পুরো দ♚ল, ৬ জন ফিরলেন শূন্যতে! T20I-তে লজ্জার নজির গড়ল এশিয়ার এই দল
বাংলাদেশ বনাম জিম্বাবোয়ে সিরিজ কতটা প্রভাব ফেলেছে-
টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি ফর্ম্যাটে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। তবে এই মুহূর্তে ৩-০তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দুই ম্যাচে আগেই সিরিজে জয় নিশ্চিত করেছে𝐆 তারা। ব্যাটে-বলে꧙ পারফর্ম করেছেন তৌহিদ হৃদয় ও তাসকিন আহমেদরা। আইসিসি র্যাঙ্কিংয়েও পড়েছে তার ছাপ। বুধবার ক্রিকেটারদের টি টোয়েন্টি র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। জিম্বাবোয়ের বিরুদ্ধে টানা তিন ম্যাচের ধারাবাহিক পারফরম্যান্সে টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে তাসকিন এগিয়েছেন ৬ ধাপ। ৩ ম্যাচে ৬ উইকেট নেওয়া পেসার উঠে এসেছেন র্যাঙ্কিংয়ে ২৬ নম্বরে।
তাসকিন জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচে মাত্র ৮.৮৩ গড়ে ছয় উইকেট নিয়ে টি-টোয়েন্টি📖 বোলিং র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে ২৬ তম স্থানে এসেছেন। এটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং। জিম্বাবোয়ের বিরুদ্ধে দুই ম্যাচে তিন উইকেট নেওয়ার পর ২৯ বছর বয়সি মেহেদিও একই তালিকায় ছয় ধাপ এগিয়ে ২২তম স্থানে উঠে এসেছেন। দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে শেখ মেহেদি হাসান এগিয়েছেন ছয় ধাপ। নিউজিল্যান্ডের টিম সাউদির সঙ্গে যৌথভাবে ২২তম স্থানে রয়েছেন তিনি। টি টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে র্যাঙ্কিংয়ে এখনও পর্যন্ত সকলের উপরে রয়েছেন এই অফস্পিনার।
আরও পড়ুন… MI, KKR, RCꦉB, CSK সকলকে পিছনে ফেলল SRH! ছক্কা মারার নিরিখে IPL𒆙-এ নতুন ইতিহাস লিখল কামিন্সের দল
জিম্বাবোয়ের ডানহাতি ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানি বাংলাদেশের বিরুদ্ধে এখন পর্যন্ত চার উইকেট নিয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় পাঁচ ধাপ লাফিয়ে ৬৯তম স্থানে এসেছেন। ডানহাতি ব্যাটসম্যান🥃 তৌহিদ হৃদয় জিম্বাবোয়ের বিরুদ্ধে তার ১২৭ রান এবং দুটি অপরাজিত ইনিংস সহ T20I র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ থেকে ৯০ তম স্থানে চলে এসেছেন।
র্যাঙ্কিংয়ে কারা কারা শীর্ষে রয়েছেন-
ব্যাটিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সেরা অবস্থানে রয়েছেন লিটন দাস। বাংলাদেশ বনাম জিম্বাবোয়ে সিরিজে জ্বলে উঠতে না পারার ফলে দুধাপ অবনমন হয়েছে তাঁর। ২৯ থেকে ৩১তম স্থানে নেমে গিয়েছেন তিনি। টি-টোয়েন্টি বোলারদের শীর্ষে রয়েছে ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ। ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষে ভারতের সূর্যকুমার যাদব। অলরাউন্ড𝕴ারদের মধ্যে 𒉰প্রথমস্থান ধরে রেখেছেন টাইগারদের শাকিব আল হাসান।