ডারবানের প্রথম টি-২০ ম্যাচে বড় রানের ইনিংস গড়ে দক্ষিণ আফ্রিকার বি🌌রুদ্ধে দাপুটে জয় তুলে নেয় ভারত। তবে কেবেরহার দ্বিতীয় টি-২০ ম্যাচে নিতান্ত ছোটখাটো পুঁজি নিয়ে লড়ে হারে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচে হেরে লিড খোয়াতে হলেও সিরিজের বাকি ২টি ম্যাচে লড়াইয়ে ফেরার প্রতিশ্রুতি দেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। যদিও একেবারে নিজস্ব ভঙ্গিতে।
সূর্যকুমার স্পষ্ট জানান যে, সিরিজে এখনও ২টি ম্যাচ বাকি রয়েছে। বিস্তর মনোরঞ্জন অপেক্ষা কಌরে রয়েছে। তিনি এও আশা প্রকাশ করেন যে, জোহানেসবার্গের শেষ টি-২০ ম্যাচ পর্যন্ত মজাদার ক্রিকেট খেলা হবে নিশ্চিত।
ক্যাপ্টেন হিসেবে সূর্যকে অত্যন্ত বাস্তববাদী শোনায়। তিনি স্বীকার করে নিতে কুণ্ঠা বোধ করেননি যে, টি-২০ ক্রিকেটে ১২৫ বা ১৪০ 🌞রান কেউই চান না। তবে সেই সঙ্গে তিনি এটাও জানাতে ভোলেননি যে, দল যে কোনও টোটালই সংগ্রহ করুক না কেন, সেটাকে হাতিয়ার করেই পালটা লড়াই💛 চালানোই প্রধান কর্তব্য।
ভারত অধিনায়কের কথায়, ‘দল যে কোনও টোটালই গড়ে তুলুক না কেন, আপনাকে সর্বদা সেটাকেই🐬 রক্ষা করার চেষ্টা করতে হবে। অবশ্যই টি-২০ ক্রিকেটে আপনি কখনই চাইবেন না ১২৫ বা ১৪০ রানে আটকে যেতে। তবে এত কম রানের পুঁজি নিয়েও ছেলেরা যে রকম বল করেছে, অনবদ্য।’
সূর্য আরও বলেন, ‘এখনও ২টি ম্যাচ বাকি রয়েছে। এখনও বিস্তর মনোಞরঞ্জন অপেক্ষা করে রয়েছে। আশা করি জো’🎀বার্গ পর্যন্ত মজাদার ক্রিকেট দেখা যাবে।'
বরুণ চক্রবর্তীর পারফর্ম্যান্সে আপ্লুত সূর্যকুমার
সূর্যকুমারকে আলাদা করে আপ্লুত শোনায় বরুণ চক্রবর্তীর বোলিং পারফর্ম্যান্সে। হাতে এত কম রান থাকা সত্ত্বেও ৫ উইকেট নিয়ে বরুণই ভারতকে ম্যাচের শেষ পর্যন্ত লড়াইয়ে রাখেন। বরুণের প্রসঙ্গে সূর্যকুমার বলেন, ‘টি-২০ ম্যাচে ১২৫ রান ডিফেন্ড করতে নেমে এমন পরিস্থিতিতে কেউ ৫ উইকেট নিচ্ছে, অবিশ্বাস্য। নিজের খেলা নিয়ে বিস্তর খাটে ও। নিজেকে মেলে ধরার জন্য একটা মঞ্চের অপেক্ষায় ছিল ও। সবাই খুব উপভোগ করেছে ওর পারফর্ম্যান্স। অসাধারণ ব🍬ল করেছে ও।'
আরও পড়ুন:- WBBL 2024: মেয়েদের ক্রিস গেইল🤡! চার-ছক্কার ঝড়ে T20 ম্যাচে ১৫০ লিজেল লি'র- ভিডিয়ো
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-২০ ম্যাচের ফলাফল
কেবেরহায় শুরুতে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১২৪ রান তোলে। ৪৫ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। পালটা ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৯ ওভারে ৭ উইকেꩵটের বিনিময়ে ১২৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ৪১ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন ত্রিস্তান স্টাবস। ৪ ওভারে ১৭ রান খরচ করে ৫টি উইকেট নেন বরুণ চক্রবর্তী।