একদিকে যখন টিম ইন্ডিয়ার সিনিয়র দল ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হেরে ঘুরে দাঁড়াবার লড়াই চালিয়ে যাচ্ছে। ঠিক অন্যদিকে একেবারে উল্টো চিত্র দেখা যাচ্ছে তরুণ দলের ক্রিকেটারদের ক্ষেত্রে। একেবারে স্বাচ্ছন্দের সঙ্গেই খেলতে দেখা যাচ্ছে ইংল্যান্ড লায়ন্সদের বিরুদ্ধে। তিন ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যেই ১-০ ব্যবধানে তারা এগিয়ে। চলতি টেস্টে প্রথমদিকে বিপর্যয়ের মুখে পড়লেও, পরের দিকে একেবারে দাপটের সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় এ দল। জয় পাওয়া কার্যত পাকাপাকি বলাই যায়। সৌজন্য🌟ে সাই সুদর্শনের দুর্দান্ত শতরান। যদিও সারাংশ জৈনও একটি উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন তৃতীয় দিনে। সবমিলিয়ে, এখনও পর্যন্ত চালকের আসনে তরুণ ব্রিগেড। জয় পেতে গেলে এখনও অনেক লড়াই করতে হবে ইংল্যান্ড লায়ন্সদের। এখনও করতে হবে ৩২০ রান।
শনিবার, অর্থাৎ ৩ ফেব্রুয়ারি, আমদাবাদে তৃতীয় দিনের খেলা খেলতে নামে দুই দল। তিন উইকেটে ১৪৮ রান নিয়ে ক্রিজে আসেন সাই সুদর্শন ও রিঙ্কুౠ সিং। তবে ৫৫ রান যোগ করার পরেই দিনের প্রথম উইকেটটি হারায় তারা। প্যাভিলিয়নে ফিরে যান রিঙ্কু। এরপরই একাধিক বড় পার্টনারশিপ আসে দলের ব্যাটারদের থেকে, যার সুবাদে বোর্ডে একটি লড়াকু স্কোর তুলতে সফল হয় ভারতীয় এ দল। ২৪০ বল খেলে ১১৭ রান করে আউট হন সাই সুদর্শন, যার মধ্যে রয়েছে ১৬টি বাউন্ডারি। এছাড়াও ১০২ বলে ৬৩ রানের একটি সাজানো-গোছানো ইনিংস খেলেন সারাংশ জৈন। সবমিলিয়ে, ৪০৯ রানের শেষ হয় তাদের দ্বিতীয় ইনিংস। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে দিনের শেষে দুই উইকেট হারিয়ে ইংল্যান্ড লায়ন্স তোলে ৮৩ রান। ক্রিজে রয়েছেন আলেক্স লিস ও ম্যাথিউ ফিশার। 'ইন্ডিয়া এ'র বোলারদের মধ্যে দুটি উইকেটই নেন সারাংশ জৈন।
প্রসঙ্গত, তৃতীয় টেস্টে প্রথমে ব্যাট করে ভারতীয় এ দল সবকটি উইকেট হারায় ১৯২ রানে। জবাবে ইংল্যান্ড লায়ন্সের প্রথম ইনিংস শেষ হয় ১৯৯ রানে। এরপর ব্যাট করতে নেমে বড় ব্যবধানে এগিয়ে 🤪যায় ভারত। এবার দেখার বিষয়, শেষ পর্যন্ত গত দুটি টেস্টের মতো তৃতীয় টেস্টেও দাপট অব্যাহত রাখতে পারে কিনা তরুণ ব্রিগেড। তারা কি পারবে ইংল্যান্ড লায়েন্সকে হোয়াইটওয়াশ করতে? সব উত্তর পাওয়া যাবে শীঘ্রই।