অধিনায়ক হিসাবে হাতেখড়িতেই বাজিমাত করেছেন সূর্যকুমার যাদব। তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ জিতে নিয়েছে ভারত। রবিবার, ৩ ডিস🅷েম্বর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং ভারত প্রথমে ব্যাট করতে পাঠায় তারা। প্রথমে ব্যাট করে অজিদের সামনে খুব বড় লক্ষ্য রাখতে পারেনি ভারত। ১৬১ রানের টার্গেট দেয় ওয়েড ব্রিগেডকে। রান তাড়া করতে নেমে ৬ রানে হেরে বসে থাকে অজিরা।
তবে শেষ ম্যাচের আগেই ভারত টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুড়ে ফেলেছিল। এই ম্যাচটি নিয়মরক্ষারꦐ হলেও, আগাগোড়া খেলা দেখে তা মনে হয়নি। বরং রুদ্ধশ্বাস একটি ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে শেষ হাসিটুকুও হাসে টিম ইন্ডিয়াই। ম্যাচ জেতার পর সূর্যকুমার দলের তরুণ খ🌄েলোয়াড়দের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: শেষ ওভারে ব🦄াজিমাত করলেন আর্শদীপ, রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে ৪-১ করল ভারত
সূর্য বলেছেন, ‘এটꦺা একটা ভালো সিরিজ ছিল। ছেলেরা যে ভাবে তাদের প্রতিভা প্রদর্শন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা নির্ভয়ে খেলতে চেয়েছিলাম। উপভোগ করতে চেয়েছিলাম। আমি ছেলেদের বলেছিলাম, যেটা ঠিক, সেটাই করো এবং নিজের খেলাটা উপভোগ করো। এবং তার𝐆াও সেটাই করেছে। এই ফলে খুব খুশি। ওয়াশিংটন সুন্দর থাকলে, গোটা ব্যাপারটা আরও ভালো হত।।’
ম্যাচ নিয়ে সূর্য বলে🌄ছেন, ‘চিন্নাস্বামীতে ২০০+ রান তাড়া করা সহজ। ১৬০-১৭৫ রান রক্ষা করাটা কঠিন। তবে ১০ ওভারের পরে আমি ছেলেদের বলেছিলাম যে, আমরা এখনও ম্যাচে আছি।’
বিশ্বকাপ ফাইনালের ব্যর্থতা ভুলতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ এ সিরিজ জিতে নিল ভারত। তবে এটা খানিকটা দুধের স্বাদ ঘোলে মেটার মতোই। রবিবাসরীয় রাত🌜ে রুদ্ধশ্বাস ম্যাচে ৬ রানে জেতে সূর্যকুমার যাদবরা। হারা ম্যাচ জেতালেন মুকেশ কুমার এবং অর্শদীপ সিং। ১৭তম ওভারে পরপর দু'বলে জোড়া উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফেরান মুকেশ। ১৯তম ওভারের প্রথম বলেই ম্যাচের নায়ক হতে পারতেন বাংলার হয়ে খেলা পেসার। তখনই শেষ হয়ে যেতে পারত ম্যাচ। কিন্তু ম্যাথিউ ওয়েডের ক্যাচ ফস্ক🌌ান রুতুরাজ গায়কোয়াড়।
অবশ্য তার খেসারত ভারতকে দিতে হয়নি। শেষ ওভারের প্রথম বল ওয়েডের মাথার ওপর দিয়ে যায়। নিশ্চিত ওয়াইড। কিন্তু দেননি আম্পায়ার। তাতেই মনঃসংযোগ হারান অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথিউ ওয়েড। অর্শদীপের পরের বলে রান হয়নি। তৃতীয় বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে শ্রেয়সের হাতে ধরা পড়েন ওয়েড। অসাধারণ শেষ ওভার। জয়ের জন্য ১০ রান প্রয়োজন ছিল। কিন্তু মাত্র ৩ রান😼 দেন অর্শদীপ। শেষ ওভারে স্নায়ু ধরে রেখে দুর্দান্ত বল করে ভারতকে ৬ রানে ম্যাচ জেতান। অজিরা শেষ পর্যন্ত নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান করে।