টি২০ বিশ্বকাপের সুপার আট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে অস্ট্রেলিয়া। আফগানিস্তানের কাছে তারা ২১ রানে হেরে যায়। তাও ১৪৯ রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায় তারা। তবে রশিদ খানদের কাছে এভাবে হারের পরেও, ভাঙছে না অস্ট্রেলিয়া। বরং পরের ম্যাচের জন্য অজি অধিনায়ক মিচেল মার্শ ভারতীয় দলকে একেবারে কড়া ভাষায় হুমকি দিয়েছেন।
ভারতের কাছেও যদি সোমবার (২৪ জুন) হেরে যায় অস্ট্রেলিয়া, আর বাংলাদেশকে হারিয়ে দেয় আফগানিস্তান, তবে ছিটকে যেতে হবে মিচেল মার্শ ব্রিগেডকে। কিন্তু সহজে হাল ছাড়ার পাত্র নয় অজিরা। তারা মচকালেও, সহজে ভেঙে পড়ে না। টিম ইন্ডিয়াকে হারিয়েই তারা সেমির রাস্তা পরিষ্কার করতে চায়। অজি অধিনায়ক মার্শ বলেছেন যে, তাদের কাছে পুরো পরিস্থিতিটা জলের মতো পরিষ্কার। সেমির আশা বাঁচিয়ে রাখতে, যে কোনও মূল্যে ✃ভারতকে হারাতেই মরিয়া তারা।
আরও পড়ুন: অজিদের হারিয়ে ইতিহাস আফগানদের, গ্রুপ ওয়ানের অঙ্ক জটিল হল, চার দলের সা🅠মনেই সেমিতে যাওয়ার সুযোগ
ভারতকে হুমকি
আফগানিস্তানের কাছে হারের পর ম🃏ার্শ বলেছেন, ‘আমাদের কাছে প্রথম এবং একমাত্র কাজটা কী হবে, সেটা সকলের কাছেই স্পষ্ট। আমাদের যে কোনও মূল্যেই জিততে হবে। ভারতকে হারানোর থেকে বড় বিষয় আর কিছু হতে পারে না। আফগানিস্তান এদিন যেরকম খেলেছে, তাতে সব কৃতিত্ব ওদের প্রাপ্য। আমাদের দ্রুত এই ম্যাচের কথা ভুলে, সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
বদলা নিতে মরিয়া রোহিতরাও
রোহিত শর্মাদের সামনে অবশ্য বদলার ম্যাচ থা🦹কবে। গত বছর ওডিআই বিশ্বকাপের ফাইনালের হারের ক্ষতটা যে এখনও দগদগে হয়ে রয়েছে। ভারতও বদলা নিতে মরিয়া থাকবে। অস্ট্রেলিয়া আবার ২০২৩ ওডিআই বিশ্বকাপ 🌌ফাইনালের পুনরাবৃত্তি চাইছে।
প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত বুমেরাং হয়েছে?
এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে টসে হেরে আগে বল করার সি𒆙দ্ধান্তই কি অজিদের বিরুদ্ধে গেল? মার্শ দাবি করেছেন, ‘পিচ বুঝে নেওয়ার জন্য অনেক দলই টসে জিতে আগে বল করেছে। মনে হয় না টসের সময়েই আমরা ম্যাচটা হেরেছি। আমাদের কাছে স্রেফ একটা খারাপ দিন গিয়েছে। সেটা স্বীকার করতে বাধা নেই। পরের ম্যাচের জন্য তৈরি হওয়াই আপাতত আসল কাজ। এই পিচে ব্যাট করা সহজ ছিল না। তবে উভয় দলই কিন্তু এই পিচে খেলেছে।’
আরও পড়ুন: আভি আভি আয়া হ্যায়💮, আড়া মারনে দ♊ে… কুলদীপের উদ্দেশ্যে রোহিতের টাপোরি স্টাইলে জবাব ভাইরাল- ভিডিয়ো
অস্ট্রেলিয়ার সেমিতে ওঠার অঙ্ক
অজিদের সেমিতে ওঠার সহজ অঙ্ক- ভারতের বিরুদ্ধে জিততে হবে। আর আফগানিস্তানের হার চাইতে হবে। তাহলেই ভারতের সঙ্গে সেমিতে পৌঁছে যাবেন অজিরা। অস্ট্রেলিয়া জিতল, আফগানিস্তানও জিতল। তাহলে ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের চার পয়েন্ট হবে। নেট রানেরেটর উপর নির্ভর করবে, কোন দু'টি দল সেমিতে যাবে। হেরে গেলেও বিশ্বকাপে টিকে থাকতে পারে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে প্রার্থনা করতে হবে যে বাংলাদেশ যেন জিতে যায়। তাহলে বাংলাদেশ, আফগান এবং অস্ট্রেলিয়ার ঝജুলিতে দু'পয়েন্ট থাকবে। যে দলের নেট রানরেট বেশি হবে, তারা ভারতের সঙ্গে সেমিতে যাবে।