শুভব্রত মুখার্জি: ওডিআই বিশ্বকাপের ফাইনালে ঘরের মাঠেই বাজে ভাবে হারতে হয়েছিল ভারতীয় দলকে। সেই হারের জ্বালা, হতাশা কাটতে না কাটতেই ঘরের মাটিতেই সেই অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। সিরিজ ভারত চতুর্থ ম্যাচেই জয় নিশ্চিত করেছিল রায়পুরে। ফলে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্ট🧜েডিয়ামে পঞ্চম ম্যাচ কিছুটা হলেও গুরুত্ব হারিয়েছিল। সেই ম্যাচেই একেবারে লো স্কোরিং থ্রিলারের সাক্ষী থাকল ভারতীয় ক্রিকেটের সমর্থকরা। আর এই জয়ের মধ্যে দিয়েই এক নয়া নজির গড়ার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল ভারতীয় দল।
আ🦹রও পড়ুন: শেষ ওভারে বাজিমাত করলেন আর্শদীপ, রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে ৪-১ করল ভারত
ক্রꦓিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাট অর্থাৎ টি-২০-তে এই কৃতিত্ব অর্জন করল ভারত। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে একটি নিꦰর্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক জয় পাওয়া দলের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তান দল। যারা নিউজিল্যান্ডের বিপক্ষে ২০টি ম্যাচে জিতেছে। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯টি টি-২০ ম্যাচে জিতে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তালিকার তৃতীয় এবং চতুর্থ স্থানটিও ভারতের দখলে। তারা শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে ১৯টি করেই ম্যাচে এখনও পর্যন্ত জয়লাভ করেছেন। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড দল, যারা পাকিস্তানের বিরুদ্ধে ১৮টি ম্যাচে জয় পেয়েছে।