পার্থ টেস্টে খেলবেন কিনা, তা নিয়ে এখনও নিশ্চিত নন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতকে লজ্জার হোয়াইটওয়াশের মুখে পড়তে হওয়ার পরই অস্ট্রেলিয়ায় খেলতে যাবে ভারত। আগামী ২২ নভেম্বর থেকে পার্থে প্রথম টেস্ট শুরু হবে। আর সেই টেস্টে রোহিত থাকবেন কিনা, তা নিয়ে ধন্দ ছিল। আর রোহিতও স্পষ্টভাবে কিছু জানাতে পারলেন না। তবে তিনি না খেললে ভারতের অধিনায়কত্ব সম্ভবত করবেন জসপ্রীত বুমরাহ। তাঁকে ভারতের সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। রোহিত না থাকলে স্বভাবতই তাঁর হাতে অধিনায়কত্ব উঠবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। যিনি ইংল্যান্ডেও একটি🍃 টেস্টে অধিনায়কত্ব করেছিলেন।
দ্বিতীয়বার বাবা হচ্ছেন রোহিত
কিন্তু অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে রোহিত কেন খেলবেন না? বিষয়টি নিয়ে ভারতের হোম টেস্টের সরকারি সম্প্রচারকারী জিয়ো সিনেমায় সঞ্চালক জানিয়েছেন যে রোহিত ফের বাবা হতে চলেছেন। সেজন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে নাও খেলতে পারেন ভারতীয় অধিনায়ক।&💞nbsp;
সেই পরিস্থিতিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটও🌠য়াশ হওয়ার পরে কীভাবে অস্ট্রেলিয়ায় ঘুরে দাঁড়ায় ভারত, সেদিকে নজর থাকবে। এমনিতেই নিউজিল্যান্ডের কাছে অপ্রত্যাশিতভাবে টেস্ট সিরিজে ০-৩ ব্যবধানে হারের পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে অস্ট্রেলিয়ায় কোনও ম্যাচে হারা চলবে না ভারতের (অন্যদের উপরে নির্ভর না করে)। কমপক্ষে চারটিতে জিততে হবে। অপর টেস্ট ড্র করতে হবে টিম ইন্ডিয়াকে।
শুধু অধিনায়ক নন, ব্যাটার রোহিতেরও অভাব অনুভূত হতে পারে
আর শেষপর্যন্ত সেই মেগা সিরিজের প্রথম ম্যাচে যদি রোহিত খেলতে না পারেন, তাহলে কে ওপে෴ন করবেন, তা নিয়েও ধন্দ আছে। যতই ঘরের মাঠে টেস্ট সিরিজে ছিটেফোঁটা ফর্মে না থাকুন রোহিত, তিনি যেরকম খেলেন, তাতে অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে ভারতীয় অধিনায়কের ব্যাটিংয়ের ছন্দ খাপ খেয়ে যায়। তাই ব্যাটার রোহিতের অভাবও ভারত যথেষ্ট টের পাবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।
আগেও ক্যাপ্টেনকে ছাড়াই অস্ট্রেলিয়ায় টেস্ট খেলেছে ভারত
তারইমধ্যে ভারতীয় ফ্যানরা কিছুটা আশ্বস্ত হচ্ছেন এটা ভেবে যে নিয়মিত অধিনায়ককে ছাড়া আগেও অ🌠স্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলেছে ভারত। গতবার যখন ভারত অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল, তখন প্রথম টেস্টের পরে দ্বিতীয় সন্তানের জন্য ফিরে গিয়েছিলেন তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি। ৩৬ রানে অল-আউট হওয়ার পরেই মেলবোর্নে যখন ভারত দ্বিতীয় টেস্টে খেলতে নেমেছিল, তখন টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করেছিলেন অজিঙ্কা রাহানে। তাঁর অধিনায়কত্বে ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জিতেছিল ভারত।