প্রথম বারের মতো টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখেছিলেন নাজমুল হোসেন শান্তরা। তবে ২০২৪ টি২০ বিশ্বকাপের সুপার আট পর্বে পরপর দুই ম্যাচ হেরে সেই স্বপ্ন কার্যত শেষের পথে। শনিবার ভারতের দেওয়া ১৯৭ রান তাড়া করতে নেমে, বাংলাদেশের ইনিংস শেষ হয় ৮ উইকেটে ১৪৬ রানে। ৫০ রানে তারা ম্যাচটি হেরে যায়। তবে এই হারের পরেও, শাকিব আল হাসানদের এখনও সেমিতে যা♕ওয়া𝓀র সুক্ষ্ম আশা বেঁচে রয়েছে। তবে সেই অঙ্কের হিসেবে মেলানোটা যে বড় কঠিন টাইগারদের জন্য।
আরও পড়ুন: আভি আভি আয়া হ্যায়, আড়া মারনে দে… কুলদীপের উদ্দেশ্যে রো🌺হিতের টাপোরি স্টাইলে জবাব ভাইরাল- ভিডিয়ো
শান্তর বিস্ফোরক অভিযোগ
এদিকে ম্যাচের পর বিস্ফোরক অভিযোগ করেছেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর দাবি, ম্যাচ জেতার কোনও ইচ্ছেই ছিল না বাংলাদেশের ব্যাটারদের। ভারতের দেওয়া ১৯৭ রানের লক্ষ্যে তাড়া করতে গি🐻য়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা তেমন কোনও উৎসাহই দেখাননি🥀।
আরও পড়ুন: অজিদের হারিয়ে ইতিহাস আফগানদের, গ্রুপ ওয়ানে🐼র অঙ্ক জটিল হল, চার দলের সামনেই সেমিতে যাওয়ার সুযোগ
বাংলাদেশের অধিনায়ক স্পষ্ট বলে দেন, ‘আমরা ১৬০-১৭০ এর মধ্যে𓂃 ভারতকে আটকানোর চেষ্টা করেছিলাম। সেটা হলে আমাদের জন্য ভালো হত। কিন্তু, ওরা যেভাবে ব্যাটিং করেছে, তাতে আর ওদের আটকানো যায়নি। আবহাওয়া কোনও সমস্যা করেনি। কারণ, খেলোয়াড়রা এই ধরনের আবহাওয়ার সঙ্গে অভ্যস্ত। তাছಌাড়া, আমার মনে হয় যে, আমাদের কাছে ভালো ব্যাটাররা ছিলেন। কিন্তু, আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারিনি।’
ব্যাটাররাই দায়ী
শান্ত যোগ করেছেন, ‘আমার মনে হয় দলে অনেক ব্যাটিং বিকল্প ছিল। কিন্তু জিততে হলে যেটা দরকার ছিল, সেই ইচ্ছেটুকু দেখাতে পারেনি ব্যাটাররা। আমি ♛প্রতিটি ম্যাচেই অবদান রাখার চেষ্টা করেছি, 🔜কিন্তু আমারও উচিত ছিল, ম্যাচ শেষ করে আসা।’
তানজিমের প্রশংসা
তবে তানজিম হাসান সাকিবের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন শান্ত। বলেছেন, ‘এই টুর্নামেন্টে তানজিম সাকিব দুর্দান্ত খেলছে। রিশাদও ভালো খেলেছে। আমরা দীর্ঘ দিন ধরেই ভালো লেগস্পিনার খু🧸ঁজছিলাম। ওকে পেয়ে আমাদের সেই সমস্যা মিটল।’♏ তানজিম এক ওভারে বিরাট কোহলি, সূর্যকুমার যাদবকে ফিরিয়ে ভারতকে বড় ধাক্কা দিয়েছিলেন।
বাংলাদেশের সেমিতে যাওয়ার অঙ্কটা কী?
আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ '১'-র পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে বাংলাদেশ𒉰। দুটি ম্যাচে খেলেছে। দুটি ম্যাচেই হেরে গিয়েছে। স্বভাবতই ঝুলিতে এক পয়েন্টও নেই। নেট রানরেটও অত্যন্ত খারাপ। বাংলাদেশের নেট রানরেট হল -২.৪৮৯। টাইগারদের সেমিতে যেতে হলে, ভারতকে জিততেই হবে। পাশাপাশি বাংলাদেশকেও বড় ব্যবধানে জিততে হবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশের পয়েন্ট হবে দুই করে। তখন নেট রানরেটের উপরে বাংলাদেশের ভাগ্য নির্ভর করবে। তাছাড়া কোনও উপায় নেই। কিন্তু বাস্তবটা বিচার করলে, বাংলাদেশের আশা কার্যত শেষ।