ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা বৃহস্পতিবার রাজকোটে তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে ইংল্যান্ডের ফাস্ট বোলার মার্🔯ক উডের জ্বলন্ত বাউন্সারে একেবারে কেঁপে উঠেছিলেন। ভারতীয় ইনিংসের দশম ওভারের সময়ে মার্ক উড একটি ভয়ঙ্কর ডেলিভারি করেন রোহিতকে। যেটা রোহিতের হেলমেটের গ্রিলের সঙ্গে ধাক্কা ⭕লেগে স্টাম্পের পিছনে চলে যায়।
বলের বাউন্সে রোহিত বেশ অবাকই হয়েছ⭕িলেন। উডের বাউন্সার রোহিতের হেলমেটে লাগার পর চমকে যান ভারত অধিনায়ক। প্রবল ঝাঁকুনির পর রোহিত ভাবতে থাকেন পিচের বাউন্স নিয়ে। এবং উড নিজেও বল করার🍬 পর রোহিতের কাছে জানতে চেয়েছিলেন, তিনি ঠিক আছেন কিনা!
মার্ক উড এদিন আগুনে মেজাজেই রয়েছেন। প্রথম সেশনেই যশস্বী জয়সওয়াল, শুভমন গিলকে ফেরান উড। ২৪ রানের মধ্যে ২ উইকেট পড়ে যায় ভারতের। লাঞ্চের আগেই রজত পতিদারকে ফেরান টম হার্টলি। তবে ভারত যখন একের পর এক উইকেট হারিয়ে কোণ🔯ঠাঁসা, তখন হাল ধরেন ভারত অধিনায়কই। তিনি ১৭তম টেস্ট অর্ধশতরান করে ফেলেন। তবে জো রুট যদি তাঁক ক্যাচ না ফেলতেন, তবে হাফসেঞ্চুরি হত না রোহিতের। হিটম্যানের যখন💫 ২৭ রান, তখন জো রুট তাঁর ক্যাচ ফেলেন। রোহিত এদিন ৭১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন।
আরও পড়ুন: একাদশে নেই, মুকেশ কুমারকে ভারতীয় দল ছেড়ে দিল, আসল কারণটা জানা✅ল BCCI
ট🍬স জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচটি ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসেরജ ১০০তম টেস্ট। তাই এই টেস্টকে স্মরণীয় করে রাখতে চাইবেন ইংল্যান্ডের অধিনায়ক। হাঁটুর অস্ত্রোপচার থেকে সেরে ওঠার পর ব্যাটসম্যান হিসেবে সিরিজে খেলছেন স্টোকস। ২০১৩ সালে টেস্ট অভিষেকের পর থেকে তিনি ৬,২৫১ রান করেছেন এবং ১৯৭টি উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: IPL শেষ হওয়ার আগেই T20 World Cup-এর 🎶জন্য বিসিসিআই ক💫িছু প্লেয়ারকে নিউ ইয়র্কে পাঠিয়ে দেবে- রিপোর্ট
এদিকে ভারতও জিততে মরিয়া। তারা রা🧸জকোট টেস্টের একাদশে চারটি পরিবর্তন করেছে। টেস্ট অভিষেক হয় ব্যাটসম্যান সরফরাজ খান এবং উইকেটরক্ষক ধ্রুব জুরেলের। দলে ফিরেছেন মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা। বাদ পড়েছেন মুকেশ কুমার এবং অক্ষর প্যাটেল। ইংল্যান্ড দলে একটিই পরিবর্তন করেছে। স্পিনার শোয়েব বশিরের জায়গায় পেস বোলার মার্ক উডকে একাদশে ফিরিয়েছে তারা।
ইংল্যান্ডের বিরুদ্ধে পুরো সিরিজেই পাওয়া যাবে না বিরাট ক💮োহলিকে। তারকা ব্যাটার কেএল রাহুলের চোট রয়েছে। যে কারণে তিনি তৃতীয় টেস্টেও খেলতে পারেননি। যেটা ভারতের কাছে বড় ধাক্কা।
এই টেস্টে আবার ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৫০০ টে🐓স্ট উইকেটের মাইলফলকের সামনে দাঁড়িয়ে। ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনের ৭০০ উইকেটের মাইলস্টোন ছুঁতে, আরও পাঁচটি উইকেট দরকার।
হায়দরাবাদে প্ꦕরথম টেস্টে ভারত ২৮ রানে হেরে গিয়েছিল। বিশাখাপত্তনমে তারা দ্বিতীয় টেস্টে ১০৪ রানে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে সমতায় ফেরায়। রাজকোটে দুই দলই চাইবে, সিরিজে ২-১ এগিয়ে যেতে।