ভারতের ꦫবিরুদ্ধে🦋 দু'টি টেস্টের চার ইনিংস জো রুট ব্যাট হাতে রীতিমতো ব্যর্থ হয়েছেন। আর রুটের রান না পাওয়ার পিছনে কারণ হিসেবে খেলার ধরনকে দায়ী করছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তার মতে, ব্যাজবল ক্রিকেট খেলতে গিয়েই ঝামেলায় পড়তে হচ্ছে জো রুটকে।
ব্রে𓂃ন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হওয়ার পর 💮থেকেই টেস্টে আগ্রাসী ক্রিকেট খেলতে শুরু করে ব্রিটিশরা। ম্যাকালামের ডাকনাম ‘ব্যাজ’ এর সঙ্গে মিলিয়ে এই ধারার ক্রিকেটের নাম হয়ে যায় ব্যাজবল। অল্প সময়েই ব্যাজবল ক্রিকেট খেলেই টেস্টে দারুণ উন্নতি করে ইংল্যান্ড। এই ধারার ক্রিকেটের হাত ধরে তারা বহু সাফল্যও পায়। যার ফলে এর জনপ্রিয়তাও হুহু করে বেড়ে গিয়েছে।
আরও পড়ুন: কপাল পুড়ল ভারতের, রাজকোট এবং ൲রাঁচিতে সম্ভবত পাওয়া যাবে না কোহলিকে- রিপোর্ট
টেস্ট ক্রিকেটের স্বাভাবিক নিয়ম মেনে ধীরেসুস🦹্থে খেলা ইংলিশ ব্যাটার জো রুটও খেলার ধরন বদলে শুরু করেছেন আগ্রাসী ব্যাটিং। সুইপ, রিভার্স সুইপসহ ঝুঁকিপূর্ণ নানা শট রুটের ব্যাট থেকে আসতে শুরু করেছে। আর এই ব্যাজবল খেলতে গিয়েই মূলত সমস্যায় পড়ে গিয়েছেন জো রুট। এমনটাই মনে করছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভন। তাঁর মতে, ব্যাজবল ভুলে গিয়ে নিজের স্বাভাবিক খেলা খেဣললেই ফের রানের দেখা পাবেন জো রুট।
সম্প্রতি দ্যা টেলিগ্রাফে নিজের কলামে ভন লিখেন, ‘ইংলিশ ব্যাটারদের দেখে মনে হচ্ছে, ব্যাটিং করার ধরন কেবল একটাই। প্রথম বল থেকেই তারা আক্রমণাত্মক মনোভাব দেখাচ্ছে। তাদের কয়েকজন এভাবে খেললে আমার আপত্তি নেই, কারণ তারা এই ঘরানাতেಞই ভালো। কিন্তু জো রুটের এই ধরন ভুলে যেতে হবে।’
আরও পড়ুন: রঞ্জি খেলছেন না, কোনও খবর নেই, তবে বরোদায় কিরণ মোরে অ্যাকাডেমিতে কী😼 করছেন ইশান কিষাণ?
ভনের মতে, ‘নিজের মতো খেলে টেস্টে ১০ হাজার রান করেছে ও। ওর বাজবল অনুসরণ করার দরকার নেই। এখনই সময় ম্যানেজমেন্টের কারও রুটকে অনুরোধ করে বলা উচিত, দয়া করে নিজের মতো খেলো। আমার মনে হয়, এটা পরিষ্কার🐻 যে, ও ব্যাজবল এবং এর রোমাঞ্চ ও বিনোদনে খুব বেশি আচ্ছন্ন হয়ে রয়েছে।’ ভারতের বিরুদ্ধে দুই টেস্টের তার ইনিংসে জো রুট যথাক্রমে ২৯, ২, ৫ এবং ১৬ রান করেছেন।
ভারত সফরে এসে হায়দরাবাদে প্রথম টেস্টই জয় দিয়ে শুরু করেছিল ইংল্যাম্ড। তবে বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট জিতে পাঁচ ম্ꦦযাচের সিরিজে সমতা ফেরায় ভারত। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।